Malware Attack: স্মার্টফোনে ঢুকছে এই তিন ম্যালওয়ার ভাইরাস, কীভাবে বুঝবেন আর কী সতর্কতা নেবেন?

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Aug 06, 2023 | 4:17 PM

Malware Strains Alert: এই ম্যালওয়্যারগুলো হলো- ডার্কগেট, ইমোটেট এবং লোকিবট। এই ম্যালওয়্যারগুলি ব্যবহারকারীর ডেটা চুরি করে নিচ্ছে নিমেষে। চলুন জেনে নেওয়া যাক এই ম্যালওয়্যারগুলি কীভাবে কাজ করে।

Malware Attack: স্মার্টফোনে ঢুকছে এই তিন ম্যালওয়ার ভাইরাস, কীভাবে বুঝবেন আর কী সতর্কতা নেবেন?

Follow Us

ইন্টারনেটের যুগে হ্যাকাররা বিভিন্ন উপায় খুঁজে বের করছে মানুষকে ঠকানোর। একের পর এক নতুন নতুন ফাঁদ পাতছে। তার সবার প্রথম টার্গেট করছে স্মার্টফোনকে। তাতে এমন কিছু ম্যালওয়ার অ্যাপ ইনস্টল করতে দিচ্ছে, যা আপনি জানতেও পারছেন না। আর তার সবটাই হচ্ছে হ্যাক করে। এক প্রতিবেদনে এরকম তিনটি ম্যালওয়ারের কথা বলা হয়েছে। এই ম্যালওয়্যারগুলো হলো- ডার্কগেট, ইমোটেট এবং লোকিবট। এই ম্যালওয়্যারগুলি ব্যবহারকারীর ডেটা চুরি করে নিচ্ছে নিমেষে। চলুন জেনে নেওয়া যাক এই ম্যালওয়্যারগুলি কীভাবে কাজ করে।

ডার্কগেট ম্যালওয়্যার কী?

2023 সালের জুনে, ডার্কগেট নামে একটি নতুন লোডার আবিষ্কার করা হয়েছে। যেটি ভিএনসি, উইন্ডোজ ডিফেন্ডার, ব্রাউজার, রিভার্স প্রক্সি এবং ডিসকর্ড টোকেন চুরি করছে। যে কোনও ধরনের হ্যাক কোডিং ডার্কগেটে করা হয়, তারপরে এটি ইলেকট্রনিক ডিভাইসে ইনস্টল করা হয়। আর এরপর আপনার সেই ডিভাইসের সমস্ত তথ্য তাদের হাতে চলে যায়।

ইমোটেট ম্যালওয়্যার কী?

ইমোটেট একটি বটনেট, যা 2021 সালে সরকারের পক্ষ থেকে সরানো হয়েছিল। আবার তা হ্যাকারদের হাতে চলে এসেছে। সম্প্রতি এই ম্যালওয়ারে ডিভাসের সমস্তকিছু রেকর্ড করা হচ্ছে। অর্থাৎ আপনি কখন কী করছেন, সবই হ্যাকররা জানতে পারছে।

লোকিবট ম্যালওয়্যার কী?

এই ম্যালওয়্যারটি 2016 সালে প্রথম দেখা গিয়েছিল। এটি যে কোনও অ্যাপে লগইন করার সময়, আপনার দেওয়া সমস্ত তথ্য চুরি করে নেয়। তারপরে ফোনটিকে হ্যাক করে ফোনের সমস্ত ডেটা হাতিয়ে নেয়।

ফোন হ্যাক হয়েছে বুঝবেন কীভাবে?

  • যদি আপনার ফোনে এমন কোনও অ্যাপ থাকে, যা আপনি ডাউনলোড করেননি, তাহলে দেখার সঙ্গে সঙ্গে সেটিকে আনইনস্টল করুনয কারণ এই অ্যাপটি আপনার ফোন থেকে তথ্য চুরি করতে পারে।
  • যদি আপনার ডিভাইসটি স্লো হয়ে যায়, তবে সতর্ক হয়ে যান। কারণ হ্যাকিংয়ের সময় অনেক অপ্রয়োজনীয় অ্যাপ ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে। ফলে ফোনটিকে ভয়ে ভুল করেও রিসার্ট করবেন না।
  • যদি আপনার ফোনের ব্যাটারি দ্রুত শেষ হয়ে যায়, তবে হতে পারে ফোনটি হ্যাক হয়েছে। তাছাড়াও যদি ফোনটি অতিরিক্ত গরম হয়, তাহলে এর মানে হল যে ব্যাকগ্রাউন্ডে স্পাইওয়্যার চলছে, যা আপনার ডেটা চুরি করে নিতে পারে।
Next Article