Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

প্যান্ট্রি কার নেই তো কী! রাতবিরেতেও চলন্ত ট্রেনে আপনার সিটে খাবার পৌঁছে দেবে Swiggy

IRCTC And Swiggy: দূরপাল্লার ট্রেনে খাবার বয়ে নিয়ে যাওয়ার একটা ঝামেলা তো থাকেই। ট্রেনের খাবার অনেকেরই পছন্দ না। ফলে বয়ে নিয়ে ওঠা ছাড়া আর কোনও উপায়ই থাকে না। এবার সেই সমস্যা থেকে মুক্তি পেতে চলেছে যাত্রীরা। ট্রেনে খাবার পৌঁছে দেবে সুইগি...

প্যান্ট্রি কার নেই তো কী! রাতবিরেতেও চলন্ত ট্রেনে আপনার সিটে খাবার পৌঁছে দেবে Swiggy
Follow Us:
| Updated on: Feb 24, 2024 | 12:43 PM

ভারত এমন একটি দেশ যেখানে কোটি কোটি মানুষ যাতায়াত করে। প্রতিদিন কোটি কোটি মানুষ ট্রেন ছাড়া ভাবতেই পারে না। তবে দূরপাল্লার ট্রেনে খাবার বয়ে নিয়ে যাওয়ার একটা ঝামেলা তো থাকেই। ট্রেনের খাবার অনেকেরই পছন্দ না। ফলে বয়ে নিয়ে ওঠা ছাড়া আর কোনও উপায়ই থাকে না। এবার সেই সমস্যা থেকে মুক্তি পেতে চলেছে যাত্রীরা। কারণ অনলাইন ফুড ডেলিভারি অ্যাপ সুইগি (Swiggy) আইআরসিটিসির (IRCTC) সঙ্গে অংশীদারিত্ব করেছে। ফলে ট্রেনে যাতায়াতের সময়ও আপনি আপনার পছন্দ মতো খাবার Swiggy থেকে অর্ডার করে নিতে পারবেন। আর সরাসরি চলন্ত ট্রেনে আপনার সিটে খাবার পৌঁছে দেবে Swiggy।

ট্রেনে খাবার পৌঁছে দেবে সুইগি…

ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন এবং সুইগি একসঙ্গে চলমান ট্রেনে যাত্রীদের কাছে তাদের পছন্দের খাবার পৌঁছে দেওয়ার করা জানিয়েছে। বর্তমানে, এই সুবিধাটি শুধুমাত্র 4টি স্টেশনে শুরু হয়েছে, যার মধ্যে রয়েছে বেঙ্গালুরু, ভুবনেশ্বর, বিজয়ওয়াড়া এবং বিশাখাপত্তনম। তবে, কয়েকদিনের মধ্য়েই ভারতের অন্যান্য স্টেশনেও এই সুবিধা চালু হতে পারে।

ভারতীয় রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন ট্রেনে যাত্রীদের খাবার সরবরাহ করার জন্য একটি ফুড ডেলিভারি অ্যাপের সঙ্গে হাত মিলিয়েছে, এমনটা কিন্তু নয়। IRCTC গত বছরের অক্টোবরে Zomato-এর সঙ্গেও অংশীদারিত্ব করেছিল, যেটি ভারতের অনেক স্টেশনে খাবার দেয়।

কীভাবে অর্ডার করা যাবে?

যে যাত্রীরা আইআরসিটিসি-এর মাধ্যমে অনলাইনে টিকিট বুক করেন, তারা সহজেই ট্রেনে ভ্রমণের সময় আইআরসিটিসি e-categorizing portal-এর মাধ্যমে তাদের পিএনআর নম্বর দিয়ে খাবার অর্ডার করতে পারেন। তখন যাত্রীরা অ্যাপে রেস্টুরেন্টের নাম, খাবার বা এমনকি তাদের পছন্দের যে কোনও রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করতে পারবেন। যাত্রীরা অনলাইনে খাবার বা ক্যাশ অন ডেলিভারি অপশনও পাবেন।