কোভিডের পর থেকে ‘ওয়ার্ক ফর্ম হোম’ অর্থাৎ বাড়ি বসে কাজ করার নিয়মটা বেশিরভাগ কোম্পানিতেই চোখে পড়ে। এ প্রবণতা যে একেবারেই ছিল না তা নয়। তবে বর্তমানে এই বাড়ি বসে কাজের অফার অনলাইনে প্রচুর পরিমাণে দেখা যায়। আর সেই ফাঁদে পা দিলেই উধাও ব্যাঙ্কের জমানো টাকা। আর বেশিরভাগ অফারেই দেখা যায়, বাড়ি থেকে কাজ, পয়সা ডাবল টাইপের স্কিম এসব। আবার কখনও আপনি দেখতে পাবেন, বাড়ি বসে কাজ করে প্রতিদিন 100 টাকা থেকে 200 টাকা, 200 টাকা থেকে 400 টাকা উপার্জন করার মতোও অফার থাকে।
এই ধরনের অফার জাল। এই ধরনের ভুয়া পার্টটাইম জব এবং ইনভেস্টমেন্ট অফারের শিকার হবেন না। ডাবল টাকা, পার্টটাইম ও অনলাইন চাকরির প্রলোভনে অনেকেই প্রতারিত হন। এতে স্ক্যামাররা প্রায়ই চাকরির নামে টাকা চেয়ে উধাও করে দেয়।
এসব বিষয়ে নজর রাখুন:
টাকা দ্বিগুণ: কেউ আপনার টাকা দ্বিগুণ করতে পারে না। এটা একটা প্রতারণা মাত্র।
পার্ট টাইম জব: পরিশ্রম ছাড়া কেউ আপনাকে টাকা দেবে না। এমনকি পার্ট টাইম চাকরির নামেও প্রতারিত হচ্ছেন অনেকে। অর্থাৎ প্রথমে বলা হচ্ছে, আপনি বাড়ি বসেই টাকা আয় করতে পারবেন। তার জন্য় বিভিন্ন কাজও বলা হচ্ছে। যখনই আপনি সেই ব্য়ক্তিকে আপনার সমস্ত ব্যক্তিগত তথ্য দেবেন, তখনই ব্যাঙ্কের টাকা উধাও হয়ে যাবে।
অনলাইন চাকরি: অনলাইনে চাকরির নামে প্রতারণার ঘটনা ঘটছে। অনেক ক্ষেত্রে চাকরি পেলেও চাকরি করার পর টাকা পান না। ফলে এমন অফার পেলে বিশ্বাস করবেন না। প্রথমে সেই অফার সম্পর্কে সব কিছু জেনে নিন। তারপরেই সেই অফারে বিশ্বাস করুন।
প্রতারণা এড়াতে এই কাজগুলো করতে পারেন-
কোনও অফারে বিশ্বাস করে তাড়াহুড়ো বশত আপনার সমস্ত তথ্য তাকে দিয়ে দেবেন না। আদৌ সেই অফার বা কাজটি কতটা বিশ্বাসযোগ্য তা ভাল করে যাচাই করে নিন। চাকরির প্রস্তাব দেওয়া ব্যক্তির পরিচয় সম্পর্কে সব কিছু জেনে নিন।