Paytm New Features: ভারতে UPI পেমেন্ট চালু হওয়ার পর থেকে UPI জাতীয় অ্যাপের ব্যবহার ব্যাপক হারে বেড়েছে। দেশে প্রধানত 3টি UPI অ্যাপের জনপ্রিয়তা তুঙ্গে। সেই তালিকায় রয়েছে Paytm, Phone-Pe এবং Google Pay। ইতিমধ্যেই, Paytm অ্যাপ ব্যবহারকারীদের জন্য একটি নতুন ফিচার এনেছে। অনেক সময়ই পেমেন্টে সমস্যা দেখা দেয়। কখনও
ঠিক মতো পেমেন্ট হতে চায় না। আবার কখনও অনেক সময় লাগে। কাউকে টাকা পাঠাতে গেলে নম্বর আর নাম দিয়ে খুঁজে বের করতে হয়। সেই সমস্যারই সমাধানের জন্য One97 কমিউনিকেশনস লিমিটেডের মালিকানাধীন Paytm অ্যাপে ‘পিন রিসেন্ট পেমেন্টস (PIN Recent Payments)’ ফিচার এসেছে। এই ফিচারের সাহায্যে, ব্যবহারকারীরা বার বার যেখানে টাকা পাঠান সেটিকে পেমেন্ট পিন করতে পারবেন। এর সুবিধা হল, পিন করা প্রোফাইলটি উপরের দিকে থাকবে এবং সঙ্গে সঙ্গে পেমেন্ট করা যাবে।
নতুন ফিচারের অধীনে, আপনি শুধুমাত্র 5টি কনট্যাক্ট পিন করতে পারবেন। কোম্পানির মুখপাত্র জানান, Paytm মোবাইল পেমেন্টে শীর্ষে রয়েছে। তাই সময়ে সময়ে অ্যাপে ব্যবহারকারীর জন্য নতুন নতুন ফিচার আনা হচ্ছে, যাতে অভিজ্ঞতাকে আরও উন্নত করা যায়। মুখপাত্র বলেন, “আমাদের ‘PIN Sampark’ ফিচারটির উদ্দেশ্য হল ব্যবহারকারীদের দ্রুত UPI পেমেন্ট করতে সাহায্য করা। এই পরিষেবাটি মানুষের সময় বাঁচাবে এবং তারা দ্রুত UPI পেমেন্ট করতে পারবেন। আলাদা করে বার বার নম্বর দিয়ে বা নাম দিয়ে খুঁজতে হবে না।
এই নতুন ফিচার কীভাবে ব্যবহার করবেন?
Paytm-এর পিন ফিচার ব্যবহার করতে প্রথমে অ্যাপে এসে Male Payment অপশনে ক্লিক করুন। এখানে আপনি Recent নামে একটি অপশন দেখতে পাবেন।
এখানে যে কোনও Contact-এ দীর্ঘক্ষণ প্রেস করুন। তারপরেই আপনি পিনের অপশনটি পাবেন। এটিতে ক্লিক করুন। এইভাবে আপনি উপরে 5 টি কনট্যাক্ট পিন করতে পারবেন।
আপনি যদি একটি কনট্যাক্ট আন-পিন করতে চান, তবে এর জন্য সেই কনট্যাক্টটিকে দীর্ঘক্ষণ প্রেস করুন। আপনি এটি করার সঙ্গে সঙ্গেই আপনাকে আনপিন করার অপশনটি দেখানো হবে। এটিতে ক্লিক করুন। তাহলেই আনপিন হয়ে যাবে।