Online Hotel Fraud: হোটেল বুকিং করতে গিয়েও এখন সাধারণ মানুষকে প্রতারিত হতে হচ্ছে। স্বপ্নের যে জায়গায় বেড়াতে যাচ্ছেন, সেখানে যাওয়ার আগেই দুঃস্বপ্ন আপনার সুন্দর জীবনটাকে গ্রাস করতে পারে। এক্ষেত্রে মূলত যে প্রতারণার ঘটনাটি ঘটছে তা অনলাইনে, হোটেল বুকিং করার সময়েই। পুরী বেড়াতে ভালবাসেন না, এমন বাঙালি খুঁজে পাওয়া দুষ্কর। কিন্তু সম্প্রতি অনলাইনে হোটেল প্রতারণার খপ্পরে পড়েছেন পুরীর 100 জন পর্যটক। প্রতারকরা ওই পর্যটকদের কম খরচে আকর্ষণীয় কিছু অফার দেওয়ার কথা বলে। কিন্তু বাস্তবে দেখা গেল, সেই সব হোটেল বা তাদের তরফে দেওয়া অফারের কোনও অস্তিত্বই নেই।
বেড়াতে যাওয়ার জন্য মানুষের মধ্যে যে উত্তেজনা কাজ করে, প্রতারকরা সেটাকেই কাজে লাগায় এবং তারপরে সাধারণ মানুষের টাকা লুঠে নেয়। তাই, অনলাইনে হোটেল বুকিং থেকে আপনাকে এবার সতর্ক থাকতে হবে। আপনার ভ্রমণ আরামদায়ক, আনন্দদায়ক হওয়ার আগে এখন আপনাকে নিশ্চিত করতে হবে, তা যেন নিরাপদ হয়। তাই, অনলাইনে হোটেল বুকিং করার আগে আপনাকে কিছু টিপস জেনে নিতে হবে।
হোটেলের আদৌ অস্তিত্ব আছো তো?
অনলাইনে কোনও হোটেল বুকিং করার আগে আপনাকে আলাদা করে রিসার্চ করে নিতে হবে, সেই হোটেলের আদৌ কোনও অস্তিত্ব আছে কি না। সেই হোটেলের অফিসিয়াল ওয়েবসাইট থেকে শুরু করে বিশ্বস্ত সূত্র থেকে তার রিভিউ চেক করে নিন।
বিশ্বস্ত বুকিং ওয়েবসাইট
হোটেল যখনই বুক করবেন, তখন অনলাইনে কোনও বিশ্বস্ত সাইট থেকেই বুক করার চেষ্টা করবেন। ট্রিপ অ্যাডভাইসার, বুকিং ডট কম, মেকমাইট্রিপ বা যাত্রা থেকেই সবসময় হোটেল বুকিং করার চেষ্টা করবেন। এই সব প্ল্যাটফর্মের বিভিন্ন হোটেলের সঙ্গে পার্টনারশিপ থাকে। ফলে, এখান থেকে বুকিং করলে কিছু অফারও পেয়ে যাবেন।
SSL সিকিওরিটি চেক
অনলাইনে হোটেল বুকিং করার সময় ব্যক্তিগত তথ্য বা পেমেন্ট করতে ওয়েবসাইটে SSL এনক্রিপশন বা সিকিওর সকেটস লেয়ার এনক্রিপশন চেক করে নিতে হবে। তার জন্য সবসময় চেষ্টা করবেন ওয়েবসাইটের URL-এ যেন ‘https://’ থাকে এবং অ্যাড্রেস বারে প্যাডলক সিম্বল থাকে। তাতে আপনার তথ্য, অর্থ সবই সুরক্ষিত রাখতে পারবেন।
অফারের বাড়াবাড়িতে বিশ্বাস নয়
অনলাইনে হোটেল বুকিং করলে সামান্য কিছু টাকার ছাড় পেতে পারেন। কিছু অবিশ্বাস্য অফার আপনার সামনে হাজির হলে, বুঝবেন সেখানেনিশ্চয়ই কিছু গণ্ডগোল আছে। মাথায় রাখবেন, হোটেল ব্যবসায়ীরা দিনের শেষে ব্যবসা করতে বসেছেন। তাঁরা নিজেদের আখের না গুছিয়ে আপনাকে আকাশপাতাল অফার দেবে না।
সরাসরি হোটেলের সঙ্গে যোগাযোগ করুন
আজকাল একটু ভাল বেশির ভাগ হোটেলেরই একটা নিজস্ব ওয়েবসাইট থাকে। তাই, কোনও বুকিং সাইট বা দালালের পাল্লায় পড়ে বুকিং করার থেকে সরাসরি হোটেলের ওয়েবসাইট থেকে রুম বুক করতে পারেন।