PVR-এ যেকোনও সিনেমা দেখুন মাত্র 69 টাকায়, এখনই জেনে নিন টিকিট বুকিংয়ের উপায়
PVR INOX Pass: মাসিক সাবস্ক্রিপশন পাস 16ই অক্টোবর চালু করা হবে। এতে আপনি অনেক কম দামে সিনেমা দেখতে পারবেন। আর তার জন্য অনেক টাকা দিয়ে এই পাস কিনতে হবে না। এবার প্রশ্ন হল এই PVR INOX পাসপোর্টে কী কী সুবিধা দেওয়া হয়েছে? আর এর দামই বা কত? চলুন সবটা জেনে নেওয়া যাক।

জাতীয় সিনেমা দিবসে বিভিন্ন সিনেমা হলে 99 টাকায় সিনেমা দেখার সুযোগ পেয়েছেন বহু মানুষ। তবে এখন PVR INOX সিনেমা প্রেমীদের জন্য একটি দুর্দান্ত অফার নিয়ে এসেছে। OTT সাবস্ক্রিপশনের মতো, এখন সিনেমা প্রেমীরা সিনেমা সাবস্ক্রিপশন কিনতে পারবেন। ভাবছেন তো, এ আবার কেমন কথা? আদপে এমনটাই হচ্ছে। PVR INOX পাসপোর্ট চালু করা হয়েছে। কেন এমন সিদ্ধান্ত নিল কোম্পানিটি? এই পাসপোর্ট আনার দুটি উদ্দেশ্য রয়েছে। প্রথম উদ্দেশ্য হল চলচ্চিত্রের মতো শিল্পকে আরও উন্নত করা এবং দ্বিতীয় আরও বেশি সংখ্যক সিনেমা প্রেমীদের থিয়েটারে বা হলে নিয়ে যাওয়া। অর্থাৎ আপনি PVR INOX পাসপোর্টে অনেক সুবিধা পাবেন। এবার প্রশ্ন হল এই PVR INOX পাসপোর্টে কী কী সুবিধা দেওয়া হয়েছে? আর এর দামই বা কত? চলুন সবটা জেনে নেওয়া যাক।
কবে চালু হবে?
মাসিক সাবস্ক্রিপশন পাস 16ই অক্টোবর চালু করা হবে। এতে আপনি অনেক কম দামে সিনেমা দেখতে পারবেন। আর তার জন্য অনেক টাকা দিয়ে এই পাস কিনতে হবে না।
PVR পাসপোর্টের দাম কত?
PVR-এর এই পাসপোর্টের দাম 699 টাকা, 699 টাকা দিয়ে আপনি 10টি সিনেমা দেখতে পারবেন। আর এই টাকা আপনাকে এক মাসের জন্য দিতে হবে। এটি একটি মাসিক সাবস্ক্রিপশন প্ল্যান। তবে এখানে একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে। আপনি এই সুবিধা সব সময় পাবেন না। আপনি শুধুমাত্র সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত এই অফারটির সুবিধা পাবেন। এই পাসের আপনি গোল্ড, আইম্যাক্স, ডিরেক্টরস কাট এবং লাক্সের মতো প্রিমিয়াম সিটও পেয়ে যাবেন। অর্থাৎ আপনার পছন্দ মতো একটি জায়গা বেছে নিয়ে সিনেমা দেখতে পারবেন। তাও মাত্র সামান্য টাকায়। 699 টাকায় 10টি সিনেমা মানে একটি সিনেমার জন্য আপনাকে খরচ করতে হবে মাত্র 69.99 টাকা (প্রায় 70 টাকা)।
699 টাকায় কতজন ব্যবহার করতে পারবেন?
কোম্পানির মতে, আপনাকে কমপক্ষে তিন মাসের জন্য PVR INOX পাসপোর্টের সাবস্ক্রিপশন কিনতে হবে, সাবস্ক্রিপশন কোম্পানির অ্যাপ এবং ওয়েবসাইট থেকে কেনা যাবে। এটি আপনি কারর সঙ্গে শেয়ার করতে পারবেন না। অর্থাৎ আপনাকে একাই এই পাস ব্যবহার করতে হবে। আপনি যদি সাবস্ক্রিপশন নেন তাহলে অন্য কেউ আপনার পাসপোর্টে সিনেমা দেখতে পাবে না। এমনকি সিনেমা হলে ঢোকার সময় আপনাকে সরকারি পরিচয়পত্র দেখাতে হবে।
