Data Saver Tips: বিশ্বকাপের ম্যাচ দেখতে গিয়ে মোবাইল ডেটা শেষ? এই টিপসে পাবেন ননস্টপ ইন্টারনেট

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Oct 12, 2023 | 12:10 PM

Mobile Data Usage Tips: আপনাকে এমন কিছু উপায় জানানো হবে, যাতে আপনি সামান্য ইন্টারনেট দিয়েই পুরো খেলা দেখে নিতে পারবেন। দ্রুত নেট শেষ হয়ে যাওয়ার সমস্যায় পড়তে হবে না। তার জন্য আপনাকে ফোনের সেটিংস-এ কিছু পরিবর্তন করতে হবে। চলুন জেনে নেওয়া যাক কী কী করতে হবে।

Data Saver Tips: বিশ্বকাপের ম্যাচ দেখতে গিয়ে মোবাইল ডেটা শেষ? এই টিপসে পাবেন ননস্টপ ইন্টারনেট

Follow Us

শুরু হয়ে গিয়েছে ওডিআই বিশ্বকাপ (ICC World Cup)। আর তার লাইভ দেখা যাচ্ছে Disney+ Hotstar। কিন্তু সমস্যা একটাই খেলা দেখা শুরু করার আধ ঘন্টার মধ্যেই ফোনের ডেটা হু-হু করে শেষ হয়ে যাচ্ছে। ফলে থেমে থেমে কোনও রকমে দেখতে হচ্ছে গোটা খেলা। উত্তেজনা একদম তুঙ্গে। আর ঠিক সেই সময় বাফারিং শুরু। দেখতেই পারলেন না ব্যাটিংটা। ফলে আফসোস করা ছাড়া আর কোনও উপায় থাকছে না। আপনারও কি এই একই সমস্যা হচ্ছে? তাহলে এবার আপনাকে এর সমাধান দেওয়া হবে। আপনাকে এমন কিছু উপায় জানানো হবে, যাতে আপনি সামান্য ইন্টারনেট দিয়েই পুরো খেলা দেখে নিতে পারবেন। দ্রুত নেট শেষ হয়ে যাওয়ার সমস্যায় পড়তে হবে না। তার জন্য আপনাকে ফোনের সেটিংস-এ কিছু পরিবর্তন করতে হবে। চলুন জেনে নেওয়া যাক কী কী করতে হবে।

অটো-আপডেট অ্যাপস অপশনটি বন্ধ করুন:

আপনি যদি আপনার মোবাইল ডেটা কম খরচ করতে চান, তবে অটো-আপডেট অপশনটি বন্ধ করুন। এতে অনেক ডেটা সেভ হবে। এর জন্য আপনাকে প্রথমে গুগল প্লে স্টোরে যেতে হবে। সেখানে গিয়ে
অটোমেটিক আপডেট অপশনটি বন্ধ করে দিতে হবে। এতে আপনার ফোনের কোনও অ্যাপই আপডেট হতে পারবে না, যতক্ষণ না আপনি চাইছেন।

ফোনের জন্য ডেটা লিমিট সেট করুন:

যে কোনও অ্যাপ ছাড়াও আপনি অ্যান্ড্রয়েড ফোনের জন্য সীমা সেট করতে পারেন। এর জন্য প্রথমে আপনাকে অ্যান্ড্রয়েড ফোনের সেটিংসে যেতে হবে। তারপরে ‘কানেকশন’-এ ক্লিক করতে হবে এবং তারপরে Data usage অপশনটিতে ক্লিক করুন। এর পরে মোবাইল Data usage-এ যান এবং তারপরে উপরের ডানদিকে দেওয়া গিয়ার আইকনে ক্লিক করুন। এরপর Set Data Warning চালু করুন। তারপর Data Warning এ যান এবং আপনার পছন্দ অনুযায়ী ডেটা লিমিট সেট করুন। এর মানে হল আপনি যতটা লিমিট সেট করবেন, সেটি শেষ হয়ে যাওয়ার পরে আপনার কাছে নোটিফিকেশন আসবে। আর নিজে থেকেই নেট কাজ করা বন্ধ হয়ে যাবে।

ডেটা সেভার মোড চালু করুন:

এর জন্য আপনাকে অ্যান্ড্রয়েড ফোনের সেটিংসে যেতে হবে। তারপর আপনাকে Connection-এ যেতে হবে। এর পরে আপনাকে Data usage-এ ট্যাপ করতে হবে। তারপর Data saver-এ ক্লিক করতে হবে। এর পরে এটি চালু করুন। এতে আপনার ফোনের কোন অ্যাপ ব্যাকগ্রাউন্ডে ডেটা ব্যবহার করবে আর কোনটি করবে না।

Next Article