YouTube ভিডিয়োতে কপিরাইট স্ট্রাইক এসেছে? কীভাবে বাঁচবেন দেখুন উপায়

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Nov 04, 2023 | 9:00 AM

YouTube Video Tips: ইউটিউব হোক বা অন্য কোনও সোশ্যাল মিডিয়ায় প্ল্যাটফর্ম, কেউই চায় না কষ্ট করে বানানো ভিডিয়োয় কপিরাইট স্ট্রাইক আসুক। তাই যে কোনও ভিডিয়ো বানানোর সময় বিশেষ কিছু দিকে নজর রাখতে হয়। নাহলেই বিপদ।

YouTube ভিডিয়োতে কপিরাইট স্ট্রাইক এসেছে? কীভাবে বাঁচবেন দেখুন উপায়

Follow Us

সোশ্যাল মিডিয়ায় বর্তমানে শুধুমাত্র অবসরে সময় কাটানোর জন্য ব্যবহার হয় না, বরং এটি থেকে মোটা টাকা আয়ও করা যায়। অনেকেই সোশ্যাল মিডিয়ায় বেশি ভিউ পাওয়ার জন্য বা ভাইরাল করা জন্য অন্য় কারও কনটেন্ট বা গান ভিডিয়োয় অ্য়াড করে দেন। ইউটিউব এই ধরনের ভিডিয়োর উপর একটি কপি রাইট স্ট্রাইক করে, তারপরও সেই ভিডিয়োয় প্রচুর ভিউ এসে গেলেও বা ভাইরাল হয়ে গেলেও সেই ব্যক্তি আর কোনও রকম সুবিধা পান না। তাই ইউটিউব হোক বা অন্য কোনও সোশ্যাল মিডিয়ায় প্ল্যাটফর্ম, কেউই চায় না কষ্ট করে বানানো ভিডিয়োয় কপিরাইট স্ট্রাইক আসুক। তাই যে কোনও ভিডিয়ো বানানোর সময় বিশেষ কিছু দিকে নজর রাখতে হয়। নাহলেই বিপদ।

কীভাবে কপিরাইট স্ট্রাইক থেকে বাঁচবেন?

কপিরাইট স্ট্রাইক সরিয়ে ফেলার একমাত্র উপায় হল সেই ভিডিয়োটি মুছে ফেলা বা YouTube-এ আপনার তরফ থেকে মেল করা, যাতে আপনি স্পষ্ট করতে পারেন যে আপনার ভিডিয়োটিতদে এমন কিছু নেই, যার জন্য আপনাকে কপিরাইট স্ট্রাইক দেওয়া হয়েছে। YouTube-এর স্ট্রাইক উপেক্ষা করলে, YouTube সেই ভিডিয়ো বা আপনার অ্যাকাউন্ট ব্লক করতে পারে।

কপিরাইট মালিকের সঙ্গে যোগাযোগ করুন:

ভিডিয়োটি মুছে ফেলার আগে, আপনার ভিডিয়ো কপিরাইট মুক্ত কি না তা যাচাই করুন। যদি দেখেন, আপনার ভিডিয়োয় এমন কিছুই নেই, যার জন্য কপিরাইট দেওয়া যেতে পারে, তাহলে কপিরাইট মালিকের সঙ্গে যোগাযোগ করুন। অর্থাৎ যিদি আপনার ভিডিয়োটিতে কপিরাইট দিয়েছেন, তার সঙ্গে যোগাযোগ করুন।

কত দিন সময় লাগে?

যদি আপনার চ্যানেলটি ইউটিউব পার্টনার প্রোগ্রামে অন্তর্ভুক্ত থাকে, তবে আপনাকে এর জন্য 7 দিন সময় দেওয়া হয়। চ্যানেলের বিরুদ্ধে কপিরাইট স্ট্রাইকের জন্য আপনি যদি তিনটি স্ট্রাইক পান, তাহলে আপনাকে ভিডিয়োটি সরিয়ে ফেলতে হবে বা সাত দিনের মধ্যে সেই অংশটুকু সরাতে হবে। এমনটা না করলে আপনার চ্যানেল বন্ধ হয়ে যাবে।

Next Article