Old Phone Sell: নিজের পুরনো ফোন বেচতে চান? ভাল দাম পেতে সার্চ করুন এসব পোর্টাল

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Dec 07, 2023 | 11:43 AM

Old Smartphones Sale Online: বাজারে অনেক অনলাইন পোর্টাল রয়েছে, যাতে পুরনো ফোন বিক্রি করলে অনেক টাকা পর্যন্ত ছাড় পাওয়া যায়। আর এই কাজ আপনি বাড়িতে বসেই করতে পারবেন। এমন অনেক ধরনের প্ল্যাটফর্ম আছে। কিন্তু কোথায় সব থেকে বেশি টাকা পাবেন, তা দেখে নিন।

Old Phone Sell: নিজের পুরনো ফোন বেচতে চান? ভাল দাম পেতে সার্চ করুন এসব পোর্টাল

Follow Us

অনলাইনে কোনও নতুন ফোন কেনার সময় অনেকেই পুরনো ফোনটিকে এক্সচেঞ্জ করে নেন। কিন্তু তাতে আদৌ যতটা ছাড় পাওয়ার কথা ততটা পান না। তবে ভারতে এমন অনেক অনলাইন প্ল্যাটফর্ম রয়েছে, যেখানে পুরানো স্মার্টফোন বিক্রি করা সহজ। বাজারে অনেক অনলাইন পোর্টাল রয়েছে, যাতে পুরনো ফোন বিক্রি করলে অনেক টাকা পর্যন্ত ছাড় পাওয়া যায়। আর এই কাজ আপনি বাড়িতে বসেই করতে পারবেন। এমন অনেক ধরনের প্ল্যাটফর্ম আছে। কিন্তু কোথায় সব থেকে বেশি টাকা পাবেন, তা দেখে নিন।

পুরনো ফোন বিক্রি করার অনলাইন প্ল্যাটফর্ম-

এই অনলাইন প্ল্যাটফর্মগুলিতে পুরনো স্মার্টফোন বিক্রি করে আপনি অনেক বেশি টাকা পাবেন।

OLX: পুরনো ফোন বিক্রি করার জন্য অনেকেই OLX ব্যবহার করে। এখানে আপনি সহজেই বিজ্ঞাপন তৈরি করতে পারবেন। আর গ্রাহকদের খুঁজে পাবেন। এমনকি আপনি অনেক বেশি দামেই আপনার পুরনো ফোনটিকে বিক্রি করে দিতে পারবেন।

Budli.in: পুরনো ফোন সহ পুরনো ইলেকট্রনিক আইটেম বিক্রির জন্য এটি একটি দুর্দান্ত সাইট। আপনি এখান থেকে ব্যবহৃত ফোন কিনতে এবং বিক্রি করতে পারেন।

Cashify: এটি একটি ডেডিকেটেড অনলাইন ওয়েবসাইট, যাতে আপনি আপনার পুরনো ফোন বিক্রি করতে পারবেন। এর মাধ্যমে আপনি ঘরে বসেই আপনার ফোন বিক্রি করতে পারবেন এবং ফ্রি পিকআপের সুবিধাও পাবেন।

InstaCash: বিনামূল্যে পিকআপ পরিষেবাও InstaCash-এ পেয়ে যাবেন। এই মোবাইল অ্যাপটি পুরনো স্মার্টফোনের দাম দেখায়। আপনি সেখান থেকেই নিজের পছন্দ মতো আর দাম অনুযায়ী একটি সিলেক্ট করে নিতে পারবেন।

Quikr: এখানে আপনি সহজেই আপনার পুরনো ফোনের জন্য একটি বিজ্ঞাপন তৈরি করতে পারবেন। যখনই কেউ আপনার ফোনটিকে কেনার জন্য পছন্দ করবে, তখনই আপনি সঙ্গে সঙ্গে পেমেন্ট পেয়ে যাবেন।

তবে যে কোনও ফোন বিক্রি করার আগে মাথায় রাখবেন, একটি পুরনো স্মার্টফোনের দাম ব্র্যান্ড, মডেল, অবস্থা এবং বাজারের চাহিদার উপর নির্ভর করে। অতএব, বিভিন্ন প্ল্যাটফর্মে দাম তুলনা করে নেওয়াই ভাল। আর যদি আপনার ফোনে কোনওরকম ক্ষতি হয়ে থাকে, সেক্ষেত্রে দাম অনেকটাই কম হবে।

Next Article