বাড়িতে ওয়াইফাই কানেকশন রাখা সত্ত্বেও ঠিক করে কাজ করে না? কারণটা কী? বার বার অপারেটরকে ফোন করেও কোনও লাভ হয় না। তাহলে সমস্যাটা কোথায়? এই প্রশ্নের উত্তরই আপনাকে দেওয়া হবে। ওয়াইফাই রাউটারের অবস্থানের উপরও আপনার ইন্টারনেটের গতি নির্ভর করে। অর্থাৎ আপনি আপনার ওয়াইফাই রাউটারটি কোথায় রাখছেন, তার উপর নির্ভর করবে কেমন ইন্টারনেট কানেকশন পাবেন। বেশিরভাগ মানুষই রাউটারটিকে সঠিক জায়গায় রাখেন না। ফলে বিভিন্ন রকম সমস্যা দেখা দিতে থাকে। দেখে নিন কেমনভাবে আপনার ওয়াইফাই রাউটার রাখলে হাই স্পিড ইন্টারনেট পাবেন।
এভাবে রাখলেই পাবেন হাই স্পিড ইন্টারনেট:
আপনি কী কোনও একটা ঘরের একদম নীচের দিকে কোথাও ওয়াইফাই রাউটারটিকে রেখেছেন? তাহলে সেটিকে দেওয়ালের একটু উপরের দিকে রাখার চেষ্টা করুন। এতে আগের তুলনায় ভাল কানেকশন পাবেন। এছাড়াও কোনও যন্ত্রপাতি, আলমারি বা অন্য কোনও জিনিস দিয়ে যেন আপনার রাউটারটি ঢাকা না পড়ে যায়।
খোলা জায়গায় রাখুন:
কোনও বদ্ধ ঘরে রাউটার ইনস্টল না করাই ভাল। এতে গোটা বাড়িতে ইন্টারনেট পাওয়া যায় না। যে ঘরে রাউটার আছে, শুধু সেই ঘরেই কানেকশন থাকে। বাকি ঘরগুলোতে পৌছাতে পারে না। খোলা জায়গায় একটি ওয়াইফাই রাউটার ইনস্টল করার সবচেয়ে বড় সুবিধা হল এতে ওয়াইফাইয়ের স্পিড অনেকটাই বেড়ে যায়।
দোতলা বাড়ি হলে কোথায় রাখবেন?
আপনি যদি দোতলা বাড়িতে থাকেন, তাহলে চেষ্টা করবেন একতলা আর দোতলার মাঝে কোথাও WiFi রাউটারটিকে সেট করার। এতে গোটা বাড়িতেই কানেকশন পাবেন। কারণ আপনি যদি একদম নীচের তলায় কোনও একটা ঘরে রাউটার রাখেন, তাহলে এমনটা হতেই পারে দোতলার ঘরগুলিতে কোনওরকম ইন্টারনেট কাজ করছে না। তখনই আপনার মনে হবে, রাউটার কানেকশনেই সমস্যা। কিন্তু আদতে তা নয়। আপনার রাখার ভুলের কারণে এমনটা হয়।