Aadhaar Update: সাবধান! আধারের কোনও তথ্য হোয়াটসঅ্যাপ বা ইমেলে শেয়ার করবেন না, সতর্ক করল UIDAI

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Aug 20, 2023 | 8:04 PM

Aadhaar Update: UIDAI আপনাকে কখনও ইমেল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে POI/ POA আধার আপডেট করতে বলে না। আপনার আধার একমাত্র আপডেট করা যেতে পারে অনলাইনে #myAadhaarPortal থেকে বা আপনার নিকটবর্তী আধার সেন্টারে গিয়ে।

Aadhaar Update: সাবধান! আধারের কোনও তথ্য হোয়াটসঅ্যাপ বা ইমেলে শেয়ার করবেন না, সতর্ক করল UIDAI
প্রতীকী ছবি।

Follow Us

Aadhaar Card আপডেটের জন্য ডকুমেন্ট শেয়ার করতে হবে- এমন কোনও ইমেল বা হোয়াটসঅ্যাপ মেসেজ আসছে আপনার ফোনে? এই ধরনের মেসেজ থেকে কিন্তু এবার সতর্ক থাকতে হবে। কারণ, এবার আধার আপডেটের নামে সক্রিয় হয়েছে একটি বড়সড় প্রতারণাচক্র। দ্য ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বা UIDAI দেশের নাগরিকদের সতর্ক করে দাবি করছে, এভাবে আধার আপডেট করার নামে কখনও হোয়াটসঅ্যাপ বা ইমেলে কোনও ডকুমেন্ট শেয়ার করবেন না। পাশাপাশি UIDAI-এর পরামর্শ, একমাত্র এনরোলমেন্ট সেন্টার বা অনলাইনেই আধার আপডেট করা উচিত।

এ বিষয়ে X-এ একটি পোস্ট করে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার তরফে বলা হচ্ছে, ‘UIDAI আপনাকে কখনও ইমেল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে POI/ POA আধার আপডেট করতে বলে না। আপনার আধার একমাত্র আপডেট করা যেতে পারে অনলাইনে #myAadhaarPortal থেকে বা আপনার নিকটবর্তী আধার সেন্টারে গিয়ে।’

UIDAI দেশের নাগরিকদের জনসংখ্যার বিবরণ পুনরায় যাচাই করার জন্য পরিচয়ের প্রমাণ এবং ঠিকানার প্রমাণপত্র (PoI/PoA)  আপলোড করতে বলছে। বিশেষ করে, যদি আধার 10 বছর আগে জারি করা হয় এবং তা যদি কখনও আপডেট না করা হয়। এই কাজ করার ফলে জীবনযাত্রার উন্নতিতে, আরও ভাল পরিষেবা দিতে এবং অথেন্টিকেশনের সাফল্যের হার বাড়াতে সাহায্য করবে বলে UIDAI এর তরফে জানানো হয়েছে।


এদিকে বিনামূল্যে আধার ডকুমেন্ট আপডেট করার সময়সীমা বাড়িয়ে 14 সেপ্টেম্বর, 2023 পর্যন্ত করেছে UIDAI। এর আগে ফ্রি-তে আধার ডকুমেন্ট আপডেট করার শেষ দিন ছিল 14 জুন, 2023।

বিনামূল্যে Aadhaar Card আপডেট করবেন কীভাবে

1) প্রথমেই আধার নম্বর দিয়ে https://myaadhaar.uidai.gov.in/ সাইটে লগইন করতে হবে নাগরিকদের।

2) এবারে ক্লিক করুন ‘প্রসিড টু আপডেট অ্যাড্রেস’ অপশনে।

3) আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে চলে যাবে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড বা OTP।

4) তারপরে ‘ডকুমেন্ট আপডেট’ অপশনে ক্লিক করতে হবে এবং নাগরিকের সমস্ত তথ্যগুলি দিয়ে দিতে হবে।

5) সেই তথ্যগুলি এবার ভেরিফাই করতে হবে। সেগুলি যদি ঠিক হয়, তাহলে পরবর্তী হাইপারলিঙ্কে ক্লিক করতে হবে।

6) পরের স্ক্রিনেই আপনাকে পরিচয় এবং ঠিকানার প্রমাণপত্র ড্রপডাউন লিস্ট থেকে বেছে নিতে হবে।

7) এবারে আপনাকে অ্যাড্রেস প্রুফের স্ক্যান করা কপি আপলোড করতে হবে এবং সাবমিট বাটনে ক্লিক করতে হবে।

8) আপনার আধার আপডেট রিকোয়েস্ট অ্যাক্সেপ্ট করা হবে এবং 14 সংখ্যার একটি আপডেট রিকোয়েস্ট নম্বর জেনারেটেড হবে।

Next Article