Smartphone Tips: আপনার স্মার্টফোন কেউ হ্যাক করে নেয়নি তো? এই সব সংকেত এলেই সাবধান হোন

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Aug 31, 2023 | 8:30 AM

Mobile Hacked Signs: আপনি চাইলেই আপনার স্মার্টফোন একটি ইঙ্গিত দেবে যে স্মার্টফোন হ্যাক হচ্ছে কি না। কেউ আপনার ফোনের ডেটা চুরি করার চেষ্টা করছে কি না, সব কিছুই জেনে যেতে পারবেন। কিন্তু কীভাবে?

Smartphone Tips: আপনার স্মার্টফোন কেউ হ্যাক করে নেয়নি তো? এই সব সংকেত এলেই সাবধান হোন

Follow Us

হ্যাকারদের কাছে মোবাইল হ্যাক করা সবচেয়ে সহজ। তাই বর্তমানে বেশিরভাগ জালিয়াতি স্মার্টফোনেই হয়। আর সেকেন্ডের মধ্যে সমস্ত ব্যক্তিগত তথ্য হ্যাকারদের হাতে চলে যায়। তারপরে আরও একটি ম্যাসেজ আসে। আর সেই থেকে আপনি জানতে পারেন, আপনার ব্যাঙ্ক অ্যাকউন্টের সব টাকা গায়েব হয়ে গিয়েছে। তবে এই সব কিছু বুঝতে অনেক দেরি হয়ে যায়। তবে আপনি চাইলেই আপনার স্মার্টফোন একটি ইঙ্গিত দেবে যে স্মার্টফোন হ্যাক হচ্ছে কি না। কেউ আপনার ফোনের ডেটা চুরি করার চেষ্টা করছে কি না, সব কিছুই জেনে যেতে পারবেন। কিন্তু কীভাবে? চলুন জেনে নেওয়া যাক।

স্মার্টফোন হ্যাক হওয়ার কিছু লক্ষণ:

অ্যান্ড্রয়েড বা আইওএস, যাই হ্যান্ডসেটই হোক না কেন, কেউ যদি ক্যামেরা এবং মাইক্রোফোন অ্যাক্সেস করে থাকে তবে স্ক্রিনের উপরে সবুজ আলো জ্বলে ওঠে। আপনি যদি হোয়াটসঅ্যাপে একটি ভয়েস মেসেজ রেকর্ড করেন বা ইনস্টাগ্রাম অ্যাপের মাধ্যমে একটি ছবি তোলেন, তাহলে আলো জ্বলে উঠবে। এটি একেবারেই স্বাভাবিক, কারণ কিছুক্ষণ পরে যে আলো ছিল তা নিভে যায়।

তাহলে সতর্ক থাকবেন কীভাবে?

যদি কেউ আপনার স্মার্টফোন ক্যামেরা অ্যাক্সেস করে। অথবা আপনার ফোনের স্ক্রিন রেকর্ড করা বা আপনার ফোন ট্র্যাক করার চেষ্টা করে, তাহলে আলো জ্বলতে থাকবে। এরকম কিছু দেখলে সঙ্গে সঙ্গে ক্যামেরা ও মাইক্রোফোন বন্ধ করে দিন। Lallantop-এর খবর অনুসারে, এমন অনেক অ্যাপ রয়েছে যাদের সিকিওরিটি মজবুত নয় বা অনেকদিন তা আপডেট করা হয়নি। এই ধরনের অ্যাপ হ্যাকারদের কাজকে সহজ করে তোলে। এই কারণেই পরের বার যদি কোনও কারণ ছাড়াই আপনার ফোনে অনেক সময় ধরে আলো জ্বলতে থাকে, বা ব্যাটারি দ্রুত ডিসচার্জ হয়ে যায়, তাহলে আপনার সতর্ক হওয়া উচিত।

Next Article