‘আপনার ডেবিট কার্ড ব্লক হচ্ছে’, এমন ফোন কলে সতর্কতা জারি SBI-র

Feb 02, 2024 | 11:17 AM

State Bank of India: আপনি যদি কোনও ব্যাঙ্ক অফিসারের নামে ফোন পান এবং তিনি আপনার ডেবিট কার্ডের বিশদ জানতে চায়, তবে ভুল করেও তা শেয়ার করবেন না। আপনার কাছে যদি ডেবিট কার্ড নম্বর, তাতে লেখা সিভিভি নম্বর এবং মেয়াদ শেষ হওয়ার তারিখ চাওয়া হয়, তাহলে কাউকে বলবেন না।

আপনার ডেবিট কার্ড ব্লক হচ্ছে, এমন ফোন কলে সতর্কতা জারি SBI-র

Follow Us

আজকাল জালিয়াতরা অনেক উপায় নিচ্ছে মানুষকে ঠকানোর। তার মধ্যেই একটি হল, ফোন করে ব্যাঙ্কের কর্মচারী হিসেবে নিজেকে পরিচয় দেওয়া। আপনিও যদি এমন কোনও ফোন পান, যেখানে অপর ব্যক্তি নিজেকে ব্যাঙ্কের কর্মচারী বলছে। আর সেই সঙ্গে এও বলছে, আপনার ডেবিট কার্ডের মেয়াদ শেষ হতে চলেছে। সেটিকে চালিয়ে যাওয়ার জন্য আপনাকে এই এই করতে হবে। তাহলে কোনওরকম কথায় বিশ্বাস করবেন না। কারণ কোনও ব্যাঙ্ক ফোন করে তাদের গ্রাহকদের ব্যক্তিগত ডেটা চায় না। SBI (State Bank of India) ডেবিট কার্ডের এই স্ক্যাম সম্পর্কে ব্যাঙ্ক গ্রাহকদের সতর্ক করেছে।

State Bank of India-র সতর্কতা জারি…

সেখানে জানানো হচ্ছে, আপনি যদি কোনও ব্যাঙ্ক অফিসারের নামে ফোন পান এবং তিনি আপনার ডেবিট কার্ডের বিশদ জানতে চায়, তবে ভুল করেও তা শেয়ার করবেন না। আপনার কাছে যদি ডেবিট কার্ড নম্বর, তাতে লেখা সিভিভি নম্বর এবং মেয়াদ শেষ হওয়ার তারিখ চাওয়া হয়, তাহলে কাউকে বলবেন না। স্ক্যামাররা আপনার ডেবিট কার্ডের বিবরণ পেয়ে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি করতে পারে।

নিরাপত্তার জন্য SBI বলেছে, “আমরা কখনওই কোনও গ্রাহকদের ফোন করে তাদের থেকে বিশদ চাইবো না। একথা মাথায় রাখবেন।” সেই সঙ্গে ডেবিট কার্ড ব্যবহারকারীদের কোন কোন বিষয় মাথায় রাখা উচিত তাও জানানো হয়েছে।

ডেবিট কার্ড ব্যবহারকারীদের এই বিষয়গুলো মাথায় রাখা উচিত:

ডেবিট কার্ড ব্যবহার করার যেমন সুবিধা আছে, তেমন অনেক অসুবিধাও আছে। আপনার ডেবিট কার্ডের বিবরণ অচেনা কারও সঙ্গে শেয়ার করবেন না। এতে আপনি নিজের বিপদ নিজেই ডেকে আনবেন। আপনাকে এমন কিছু পরিস্থিতির কথা জানানো হবে, যাতে আপনি ভুলেও ডেবিট কার্ডের তথ্য কাউকে বলবেন না।

ফোন কল: কেউ যদি আপনাকে কল করে এবং আপনার ডেবিট কার্ডের তথ্য জানতে চায়, তাহলে সতর্ক থাকুন। এমনকি যদি তারা নিজেকে ব্যাঙ্কের কর্মচারী বলে দাবি করে, তাতেও ব্যাঙ্কে যোগাযোগ করুন।

ইমেল: আপনি যদি এমন কোনও মেল পান, যেখানে ডেবিট কার্ডের তথ্য শেয়ার করতে বলা হচ্ছে। তাহলে তাহলে সেটিতে ক্লিক করবেন না। এটি একটি ফিশিং ইমেল হতে পারে।

সোশ্যাল মিডিয়া: সোশ্যাল মিডিয়ায় কারও সঙ্গে আপনার ডেবিট কার্ডের তথ্য শেয়ার করবেন না।

এটিএমে সতর্কতা: এটিএম ব্যবহার করার সময় সতর্ক থাকুন। সন্দেহজনক কাউকে দেখলে সেই জায়গায় এটিএম ব্যবহার করবেন না।

Next Article