বাড়িতে যত ইলেকট্রনিক জিনিসের পরিমাণ বাড়ছে, ততই যেন বিপদও বেড়ে যাচ্ছে। কখন কোন ইলেকট্রনিক ডিভাইস থেকে বিপদ হবে, তা আর কে বলতে পারে। তেমনই একটি জিনিস হল রেফ্রিজারেটর। এসি, ওয়াশিং মেশিনের মতো রেফ্রিজারেটরও এমন একটি একটি ইলেকট্রনিক পণ্য, যা প্রায় প্রতিটি বাড়িতেই রয়েছে। কিন্তু সঠিকভাবে ব্যবহার না করলেই তা বিপজ্জনক। অনেকেই এমন কিছু ভুল করে বসেন, যার জন্য বড় কোনও বিপদের সম্মুখীন হতে হয়। এবার তেমনই একটি ভয়ানক ঘটনা ঘটেছে। রেফ্রিজারেটর বিস্ফোরণের একটি ঘটনা প্রকাশ্যে এসেছে। সম্প্রতি মুজাফফরপুর জেলায় গভীর রাতে ফ্রিজ বিস্ফোরণে একটি বাড়িতে আগুন লেগেছে। এতে ঘরে থাকা দুই মহিলার অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়। ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ও পরিবারের সদস্যদের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হয়। কিন্তু এই ঘটনা কীভাবে হল?
এক প্রতিবেদন থেকে জানা গিয়েছে, শর্ট সার্কিটের কারণে রেফ্রিজারেটরে বিস্ফোরণ ঘটে। আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ে যে ঘরে থাকা দু’জনই বের হতে না পেরে পুড়ে যায়। ঘটনাটি ঘটে রাত 1টার দিকে, যখন মহিলা দুজনই বাড়িতে একা ছিলেন। এ ধরনের ঘটনা দ্রুত বাড়ছে। ফ্রিজ ঠিকমতো ব্যবহার না করলে এ ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। চলুন জেনে নেওয়া যাক কীভাবে এই ধরনের বিপদ এড়িয়ে চলবেন।
সার্ভিস সেন্টার থেকেই মেরামত করুন: ফ্রিজে বিশেষ করে কম্প্রেসারে কোনও ত্রুটি থাকলে তা শুধুমাত্র কোম্পানির সার্ভিস সেন্টারে নিয়ে যাওয়া উচিত। তাহলে তারা সেই কোম্পানিরই যন্ত্রাংশ বসিয়ে দেন।
খালি রেফ্রিজারেটর বন্ধ করুন: আপনি যদি অনেকক্ষণের জন্য ফ্রিজে কোনও জিনিস না রাখেন। অথচ সেটিকে বন্ধ করছেন না, এটি চলতেই থাকছে, তবে আপনার তা বন্ধ করা উচিত। ফলে রেফ্রিজারেটরে কোনও সমস্যা দেখা দেবে না।
তাপমাত্রা ঠিক রাখুন: আপনি যখনই রেফ্রিজারেটর ব্যবহার করছেন, তখন খেয়াল রাখবেন যেন এর তাপমাত্রা সবচেয়ে কম না থাকে। এটি রেফ্রিজারেটরের কম্প্রেসারকে ওভারলোড হওয়া থেকে রক্ষা করবে। ফলে কোনও ধরনের বিপদ ঘটবে না।