মোবাইল সংযোগ বিচ্ছিন্ন করার প্রতারণামূলক কল, সতর্ক করল TRAI

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Nov 16, 2023 | 5:13 PM

TRAI সাধারণ মানুষকে সতর্ক করে বলছে, এই ফোনকলগুলি ভুয়ো। প্রতারণামূলক কলগুলি থেকে ব্যবহারকারীদের সতর্ক করতে ট্রাই-এর তরফ থেকে বলা হয়েছে, সরকারি কোনও সংস্থা মানুষের মোবাইল কানেকশন বিচ্ছিন্ন করতে এভাবে কল করে না। তাই, জনসাধারণকে পরামর্শ দেওয়া হচ্ছে, এই অবৈধ কলগুলিকে গুরুত্ব না দিতে এবং গ্রাহকদের মোবাইল সংযোগ বিচ্ছিন্ন করার বা ব্লক করতে ট্রাই এমনতর কোনও কল করেনি বা বার্তা প্রেরণ করেনি।

মোবাইল সংযোগ বিচ্ছিন্ন করার প্রতারণামূলক কল, সতর্ক করল TRAI
ভুয়ো কল সম্পর্কেও খুব সাবধান!

Follow Us

টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া দেশের মোবাইল সাবস্ক্রাইবারদের একটি নতুন প্রতারণাচক্র সম্পর্কে সতর্ক করেছে। TRAI কর্মীদের ভেক ধরে সাধারণ মানুষের কাছে আসছে ভুয়ো ফোন কল। ফোন করে মোবাইল ব্যবহারকারীদের বলা হচ্ছে, অযাচিত বার্তা প্রেরণ করার জন্য তাঁদের ফোন নম্বর অপব্যবহৃত হয়েছে। সেই অপব্যবহারের কারণে তাঁদের মোবাইল নম্বর কানেকশনগুলি বিচ্ছিন্ন করা হবে। ঠিক এই ভাবেই ট্রাই প্রতিনিধিদের নাম করে সাধারণ মানুষের সঙ্গে জালিয়াতি করছে প্রতারকরা।

এই বিষয়ে সতর্ক করে সম্প্রতি TRAI-এর তরফ থেকে একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। প্রতারকরা মিথ্যা করে দাবি করছে, সিম কার্ড নেওয়ার জন্য জনসাধারণের ফোন নম্বর ব্যবহৃত হয়েছে। এখন সেই সিম কার্ড কাজে লাগিয়েই নানাবিধ বেআইনি কাজ করছে জালিয়াতরা। শুধু তাই নয়। মোবাইল কানেকশন বিচ্ছিন্ন করার প্রয়াসে স্ক্যামাররা জনসাধারণকে Skype ভিডিয়ো কলে যোগদানের জন্যও অনুরোধ করেছে।

TRAI সাধারণ মানুষকে সতর্ক করে বলছে, এই ফোনকলগুলি ভুয়ো। প্রতারণামূলক কলগুলি থেকে ব্যবহারকারীদের সতর্ক করতে ট্রাই-এর তরফ থেকে বলা হয়েছে, সরকারি কোনও সংস্থা মানুষের মোবাইল কানেকশন বিচ্ছিন্ন করতে এভাবে কল করে না। তাই, জনসাধারণকে পরামর্শ দেওয়া হচ্ছে, এই অবৈধ কলগুলিকে গুরুত্ব না দিতে এবং গ্রাহকদের মোবাইল সংযোগ বিচ্ছিন্ন করার বা ব্লক করতে ট্রাই এমনতর কোনও কল করেনি বা বার্তা প্রেরণ করেনি।

Skype কলে যোগ দিলেই বিপদ

TRAI প্রতিনিধি হিসাবে জালিয়াতদের সঙ্গে স্কাইপ কলে যোগ দিলে আপনার ব্যক্তিগত তথ্য ফাঁস হতে পারে এবং আপনি আর্থিক ঝুঁকির মধ্যে পড়তে পারেন। এই প্রতারকরা সম্ভবত আপনার বিশ্বাস অর্জন করার চেষ্টা করছে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য, ক্রেডিট কার্ড নম্বর বা এমনকি পাসওয়ার্ডের মতো সংবেদনশীল তথ্য বের করার চেষ্টা করছে। তাদের কাছে টাকা পাঠানোর জন্য আপনার সঙ্গে প্রতারণার চেষ্টা চালিয়ে যাচ্ছে জালিয়াতরা।

Skype কলে যে সব উপায়ে প্রতারকরা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা সরাতে পারে:-

1) Skype কলে চ্যাট করার সময়েই আপনার কাছে একটা ফিশিং লিঙ্ক পাঠানো হতে পারে। সেই লিঙ্কে ক্লিক করলে আপনি একটি ভুয়ো ওয়েবসাইটে পৌঁছে যাবেন, যা দেখতে এক্কেবারে TRAI সাইটের মতো। এখান থেকে আপনার লগইন আইডি ও পাসওয়ার্ডের মতো তথ্য হাতানো হতে পারে।

2) প্রতারকরা আপনাকে ব্যক্তিগত তথ্য প্রকাশ করতে বা আপনার আর্থিক ক্ষতি করার জন্য নানাবিধ পন্থার অবলম্বন করতে পারে। আপনার খুবই কাছের কোনও বন্ধু বা পরিবারের নিকটতম মানুষ হওয়ার ভান করতে পারে প্রতারকরা। শুধু তাই নয়। বিভিন্ন উপায় অবলম্বন করে আপনাকে ভয়ও ধরাতে পারে তারা।

অভিযোগ করুন

এ বিষয়ে ট্রাই দেশের মানুষজনকে সরাসরি অভিযোগ করতে বলছে। টেলিকম সার্ভিস প্রোভাইডারদের ফোন করে সরাসরি নম্বরগুলির বিরুদ্ধে অভিযোগ জানাতে বলছে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া। আবার চাইলে আপনি ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টালে গিয়েও অভিযোগ করতে পারেন।

Next Article