বর্ষা আসার সঙ্গে সঙ্গেই সবথেকে বড় চিন্তা আসে জামা-কাপড় শুকানোর। এমনিতেই পশ্চিমবঙ্গ সহ অনেক রাজ্যেই প্রবল বৃষ্টি হচ্ছে। তার পরেও বাইরে রোদ দেখে জামা-কাপড় শুকাতে দিয়ে আসেন, আর কিছুক্ষণের মধ্যেই আবার বৃষ্টি। ব্যাস! আর কী। সব কাজ ছেড়ে দৌড়াতে হয় জামা-কাপড় তুলতে। ততক্ষণে একটু শুকিয়ে গেলেও, তাতে লাভ কিছু হয় না। তার উপরে বর্ষায় এক অদ্ভুত গন্ধ ছাড়তে থাকে, জামা-কাপড় থেকে। এই সমস্যায় বহু মানুষকেই পড়তে হয়। তবে সমস্যা থাকলে, আর সমাধানও থাকবে। এমন ধরনের সমস্যা এড়াতে, আপনাকে কিছু সহজ উপায় জানানো হবে। এতে আপনি খুব সহজেই জামা-কাপড় শুকিয়ে ফেলতে পারবেন।
তবে তার জন্য আপনার বাড়িতে একটি ওয়াশিং মেশিন থাকতে হবে। এখন প্রায় বেশিরভাগ বাড়িতেই ওয়াশিং মেশিন থাকে। অনেকেই জানেন না, সেটি ব্যবহার করার সঠিক উপায়। এমনকী তাতে খুব সহজেই জামা কাপড় শুকিয়ে যায়। কিন্তু তার জন্য আপনাকে ওয়াশিং মেশিনটি সঠিকভাবে ব্যবহার করতে জানতে হবে। অনেকেই এমন কিছু ভুল করে বসেন, যাতে জামা-কাপড় সহজে শুকাতে চায় না। চলুন জেনে নেওয়া যাক, সেই সব সহজ উপায়।
- কাপড় ধোয়ার আগে, ঠিক করে নিন কোন কোন কাপড়গুলো বেশি ময়লা হয়েছে, আর কোনগুলো কম। এমনকী নতুন কাপড় এবং পুরনো কাপড়গুলিকেও বিভিন্ন ক্যাটাগরিতে সাজান।
- কাপড়টি সরাসরি সার্ফের জলে দেওয়ার আগে, জলে ডিটারজেন্ট পাউডারটি ভালভাবে মেশান। তারপর কাপড়টি জলে বেশ কিছুক্ষণ রাখুন।
- অতিরিক্ত ডিটারজেন্ট ব্যবহার করবেন না, কারণ এটি ফ্যাব্রিকের ক্ষতি করতে পারে। এমনকি এতে আপনার কাপড় ধুতেও অনেক বেশি সময় লাগবে। বেশিরভাগ মানুষই এটা মনে করেন যে, বেশি ডিটারজেন্ট দিলেই জামা পরিষ্কার হবে। এই ধারণাটাই ভুল। জামা-কাপড় ভালভাবে পরিষ্কার করার জন্য অতিরিক্ত ডিটারজেন্টের প্রয়োজন পড়ে না।
- বেশ কিছক্ষণ সময় নিয়ে ধুয়ে ফেলুন। তারপরে ড্রায়ারে হালকা এবং মোটা জামা-কাপড় আলাদা করুন। মোটা জামাকাপড়কে বেশিক্ষণ শুকাতে দিন, যেমন জিন্স, ভারি বিছানার চাদর। আর হালকা পোশাককে ড্রায়ারে কম সময় শুকাতে দিন কারণ সেগুলি তাড়াতাড়ি শুকিয়ে যায়।
- ওয়াশিং মেশিনে নতুন জামাকাপড় ধোয়ার সময় দেখে নিন, কোনও কাপড়ের রং ছাড়ছে কি না। যদি এমন হয়, তবে আলাদাভাবে ধুয়ে ফেলুন বা ওয়াশিং মেশিনে রাখবেন না। এভাবে জামা কাপড় ধুলে, আপনাকে আর রোদের জন্য অপেক্ষা করতে হবে না। আপনি মেশিনেই শুকিয়ে ফেলতে পারবেন।