WhatsApp ভিডিয়ো কলে যুক্ত হল জরুরি এই ফিচার, Zoom ও Google Meet-এর জন্য বড় বিপদ!

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Aug 09, 2023 | 3:35 PM

WhatsApp Latest Feature: মেটার সিইও মার্ক জুকারবার্গ তার ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে একটি নতুন ঘোষণা করেছেন। তিনি বলেন, "আমরা হোয়াটসঅ্যাপকে একটি নতুন দিকে নিয়ে যাচ্ছি, যেখানে আপনি ভিডিয়ো কলের সময় আপনার স্ক্রিন শেয়ার করতে পারবেন।"

WhatsApp ভিডিয়ো কলে যুক্ত হল জরুরি এই ফিচার, Zoom ও Google Meet-এর জন্য বড় বিপদ!

Follow Us

হোয়াটসঅ্যাপে ভিডিয়ো কল করার সময় স্ক্রিন শেয়ার করতে পারবেন। এতদিন এই সুবিধা পেতেন Google Meet, Zoom-এর মতো প্ল্যাটফর্মগুলিতে। কিন্তু এবার তা হাজির হয়েছে হোয়াটসঅ্যাপে। আপনি এবার ভিডিয়ো কল করার সময় ফোনের স্ক্রিন শেয়ার করতে পারবেন। অর্থাৎ নির্দিধায় অফিস মিটিং থেকে শুরু করে একসঙ্গে পড়াশোনা, সবই পারবেন। মেটার সিইও মার্ক জুকারবার্গ তার ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে একটি নতুন ঘোষণা করেছেন। তিনি বলেন, “আমরা হোয়াটসঅ্যাপকে একটি নতুন দিকে নিয়ে যাচ্ছি, যেখানে আপনি ভিডিয়ো কলের সময় আপনার স্ক্রিন শেয়ার করতে পারবেন।” এই ফিচারের ফলে, হোয়াটসঅ্যাপ গুগল মিট এবং জুমের মতো জনপ্রিয় ভিডিয়ো কলিং অ্যাপগুলিকে টাক্কা দিতে পারে কি না সেটাই দেখার।

কীভাবে কাজ করবে এই নতুন ফিচার?

এই নতুন ফিচারটি ব্যবহার করার জন্য, আপনাকে ভিডিয়ো কল করার সময় ‘শেয়ার’ আইকনে একক ক্লিক করতে হবে।

তারপরে আপনি দু’টি অপশন পাবেন। একটিতে আপনি একটি নির্দিষ্ট অ্যাপ্লিকেশন শেয়ার করতে পারবেন। আর চাইলে পুরো স্ক্রিন শেয়ার করতে পারবেন। আপনি এক সময়ে একটি অপশনই বেছে নিতে পারবেন।

বর্তমানে, হোয়াটসঅ্যাপে 32 জন এক সঙ্গে ভিডিয়ো কল করতে পারে। ফলে এই ফিচার আসায় যে কোনও ছোট মিটিং সহজেই হোয়াটসঅ্যাপে সেরে ফেলা যাবে।

ভিডিয়ো কলিং শুরু হয়েছে 2016-এর নভেম্বরে:

হোয়াটসঅ্যাপে ভিডিয়ো কলিং ছয় বছরেরও বেশি সময় ধরে রয়েছে। এটি নভেম্বর 2016 এ প্ল্যাটফর্মের সমস্ত ব্যবহারকারীদের জন্য চালু করা হয়েছিল। সাম্প্রতি হোয়াটসঅ্যাপ iOS-এ ভিডিয়ো কলের জন্য পিকচার-ইন-পিকচার সাপোর্ট নিয়ে এসেছে। এছাড়াও চ্যাটে শর্ট ভিডিয়ো মেসেজ শেয়ার করতে নতুন ফিচার নিয়ে এসেছে।

এছাড়া আরও একটি ফিচার নিয়ে কাজ করছে কোম্পানিটি:

হোয়াটসঅ্যাপ তার কলিং ইন্টারফেস বদলাতে চলেছে। বর্তমানে এই ফিচার নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছে Meta। শীঘ্রই আপনি হোয়াটসঅ্যাপের ইনকামিং কলে একটি পরিবর্তন লক্ষ্য করবেন। সেই ফিচারটি কীভাবে কাজ করবে? ধরুন আপনি হোয়াটসঅ্যাপে একটি কলে ব্যস্ত রয়েছেন। ওই কল চলাকালীন যদি আপনার হোয়াটসঅ্যাপে আর একটি কল আসে, তাহলে সেই দ্বিতীয় কলটির নোটিফিকেশন বা মিসড কল আপনার কাছে চলে আসবে।

Next Article