WhatsApp Status-এ আর লিখতে হবে না আপনাকে, চলে এল ভয়েস স্টেটাস

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

May 26, 2023 | 1:21 PM

WhatsApp Status Tips: ফিচারটি চালু হওয়ায় একটি বিরাট সুবিধা হয়েছে, তা হল আপনাকে আর স্ট্যাটাসে কিছু লিখতে টাইপ করে লিখতে হবে না। আপনি চাইলেই ভয়েস আপলোড করে দিতে পারেন।

WhatsApp Status-এ আর লিখতে হবে না আপনাকে, চলে এল ভয়েস স্টেটাস

Follow Us

WhatsApp Voice Message: WhatsApp তার ব্যবহারকারীর সংখ্যা বাড়ানো জন্য একের পর এক নতুন নতুন ফিচার এনে হাজির করে। প্রথমে কিছু দিন তা পরীক্ষাধীন থাকে। তারপরে সবার জন্য চালু করা হয়। যদিও বেশ কয়েকদিন ধরে নতুন নতুন ফিচার আসার ফলে অ্যাপে বিভিন্ন সমস্যা দেখা দিয়েছে। কোম্পানির তরফে তা ঠিক করারও চেষ্টা চালানো হয়েছে। চলতি বছরের মার্চ মাসে অ্যাপল ব্যবহারকারীদের জন্য ভয়েস নোট ফিচারচালু করা হয়েছিল। তবে বর্তমানে সমস্ত অ্যাপল ব্যবহারকারীরাই এই ফিচারটি ব্যবহার করতে পারবেন। ফিচারটি চালু হওয়ায় একটি বিরাট সুবিধা হয়েছে, তা হল আপনাকে আর স্ট্যাটাসে কিছু লিখতে টাইপ করে লিখতে হবে না। আপনি চাইলেই ভয়েস আপলোড করে দিতে পারেন। তবে এমন কোনও ব্যাপার নেই যে, এই নতুন ফিচার আসার ফলে আপনি আগের ফিচারটি পাবেন না। আপনি চাইলে আগের মতো ফটো, ভিডিয়ো এমনকি লেখাও আপলোড করতে পারেন।

আপনি iPhone ব্যবহার করেন, অথচ এখনও পর্যন্ত এই নতুন ফিচারটি পাননি? অ্যাপটি আপডেট করেছেন তো? এই নতুন ফিচার পেতে অ্যাপল অ্যাপ স্টোরে গিয়ে আপনার অ্যাপ আপডেট করতে হবে। হোয়াটসঅ্যাপ আইওএস অ্যাপ আপডেট করার পরে আপনি কীভাবে এই ফিচারটি ব্যবহার করবেন? চলুন জেনে নেওয়া যাক।

হোয়াটসঅ্যাপ ভয়েস স্ট্যাটাস কীভাবে ব্যবহার করবেন দেখে নিন:

  • প্রথমে আপনাকে Apple iPhone-এ WhatsApp খুলতে হবে।
  • আপনি অ্যাপটি খোলার সঙ্গে সঙ্গে স্ক্রিনের নীচে স্ট্যাটাস ট্যাবটি পাবেন।
  • স্ট্যাটাস ট্যাবে, আপনি একটি পেন্সিলের মতো আইকন দেখতে পাবেন। স্ক্রিনের নীচে ডানদিকে পেন্সিলটি থাকবে।
  • এরপরে আপনার ভয়েস মেসেজ রেকর্ড করতে, আপনাকে মাইক্রোফোন আইকনে ট্যাপ করতে হবে।
  • ভয়েস মেসেজ রেকর্ড করতে, মাইক্রোফোন আইকনটিকে কিছুক্ষণ ক্লিক করে রাখতে হবে। আপনি যতক্ষণ রেকর্ড করতে চান, ততক্ষণই আপনাকে সেটি ক্লিক করে রাখতে হবে। তবে আপনি শুরুতে 30 সেকেন্ড পর্যন্তই মেসেজ রেকর্ড করতে পারবেন।
  • রেকর্ড করার পরে আপনি মাইক্রোফোন আইকনটি ছেড়ে দিন। আর সেন্ড আইকনে ক্লিক করুন। এবার আপনার সেই ভয়েসটি আপনি স্ট্যাটাসে দিয়ে দিতে পারবেন।
Next Article