WhatsApp Features In 2023: স্মার্টফোন রয়েছে অথচ WhatsApp ব্যবহার করেন না, এমন মানুষ খুঁজে পাওয়া কষ্টসাধ্য হয়ে উঠেছে। ভারতে 500 মিলিয়নেরও বেশি লোক WhatsApp ব্যবহার করে। অ্যাপটির বিশ্বব্যাপী ব্যবহারকারীর সংখ্যা 2 বিলিয়নেরও বেশি। ব্যবহারকারীদের জনপ্রিয়তাকে ঝরে রাখার জন্য কোম্পানিটি সময়ে সময়ে অ্যাপটিতে নতুন আপডেট এবং ফিচার এনে চলেছে। চলতি বছর Meta হোয়াটসঅ্যাপে অনেক নতুন ফিচার যোগ করেছে। আপনাকে সেই সব নতুন ফিচারগুলি সম্পর্কে জানানো হবে, যাতে আপনি সহজেই সেগুলি ব্যবহার করতে পারেন। এই সব ফিচারগুলিই হোয়াটসঅ্যাপের স্ট্যান্ডার্ড ভার্সনে রয়েছে। তাই আপনি সহজেই পেয়ে যাবেন।
5টি ভিন্ন ডিভাইসে WhatsApp ব্যবহার করতে পারবেন:
হোয়াটসঅ্যাপ এমন একটি ফিচার এনেছে, যেখানে আপনি 5টি ভিন্ন ডিভাইসে WhatsApp ব্যবহার করতে পারবেন। আপনি ফোন ছাড়াও 4টি ভিন্ন ডিভাইসে একই অ্যাকাউন্ট চালাতে পারবেনন। প্রাইমারি ডিভাইসের নেট বন্ধ থাকলেও অন্য ডিভাইসে হোয়াটসঅ্যাপ চলবে।
চ্যাট লক (Chat Lock):
হোয়াটসঅ্যাপ কয়েক দিন আগেই চ্যাট লক ফিচারটি চালু করেছে। এর সাহায্যে, আপনি তাদের চ্যাট লক করতে পারবেন। আপনি যার চ্যাট লক করতে চান তার, প্রোফাইলে গিয়ে এটি করতে পারবেন।
Edit message and high quality photo share:
টেলিগ্রামের মতো, আপনি পরবর্তী 15 মিনিটের মধ্য়ে পাঠানো যে কোনও message এডিট করতে পারবেন। অর্থাৎ পাঠানোর পর যদি মনে হয়, ভুল কিছু লিখে ফেলেছেন, তাহলে আর আলাদা করে মেসেজ করার প্রয়োজন নেই। আপনি সেই মেসেজটিকেই এডিট করে ঠিক করে দিতে পারবেন। এছাড়াও আপনি হোয়াটসঅ্যাপে বন্ধুদের সঙ্গে হাই কোয়ালিটির ছবিও শেয়ার করতে পারবেন। এর জন্য আপনাকে হোয়াটসঅ্যাপ সেটিং পরিবর্তন করতে হবে।
ভিডিয়ো রেকর্ডিং এবং ভয়েস স্ট্যাটাস:
হোয়াটসঅ্যাপ ভিডিয়ো রেকর্ড করার জন্য অ্যাপে একটি অন্য ধরনের ভিডিয়ো অপশন দিয়েছে। আগে ফটো আইকনে দীর্ঘক্ষণ চেপে এই কাজটি করতে হতো। একইভাবে, এখন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরাও অ্যাপে স্ট্যাটাস হিসেবে ভয়েস নোট সেট করতে পারবেন। আপনি স্ট্যাটাসে 30 সেকেন্ড পর্যন্ত শুধুমাত্র ভয়েসনোট সেট করতে পারবেন। অর্থাৎ আপনি চাইলে লেখার পরিবর্তে ভয়েস করেও স্ট্যাটাস আপডেট করতে পারেন।