AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

WhatsApp-এ এবার নিশ্ছিদ্র নিরাপত্তা, ডেটা লিক ঠেকাতে ধন্বন্তরির কাজ করবে এই নতুন ফিচার

WhatsApp New Security Feature: Wabetainfo জানিয়েছে, সংস্থাটি ই-মেইল অ্যাকাউন্টটিকে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করতে চাইছে। অর্থাৎ ব্যবহারকারীদের ইমেল অ্যাকাউন্টের তথ্যও এবার থেকে হোয়াটসঅ্যাপে দিতে হবে।

WhatsApp-এ এবার নিশ্ছিদ্র নিরাপত্তা, ডেটা লিক ঠেকাতে ধন্বন্তরির কাজ করবে এই নতুন ফিচার
| Edited By: | Updated on: Aug 04, 2023 | 3:53 PM
Share

WhatsApp Latest Features: Meta সময়ে সময়ে তার সোশ্যাল মিডিয়া অ্যাপগুলিতে অনেক আপডেট আনতে থাকে। এই আপডেটগুলি আনার প্রধান কারণ হল মানুষ যাতে নিরাপদে প্ল্যাটফর্মগুলি ব্যবহার করতে পারে। ইতিমধ্যেই, হোয়াটসঅ্যাপ একটি নতুন ফিচার নিয়ে কাজ করছে। আর তা জানিয়েছে Wabetainfo। এই ওয়েবসাইটটি হোয়াটসঅ্যাপের বিভিন্ন আসন্ন ফিচার ও কার্যকলাপের উপর নজরদারি করে। Wabetainfo জানিয়েছে, সংস্থাটি ই-মেইল অ্যাকাউন্টটিকে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করতে চাইছে। অর্থাৎ ব্যবহারকারীদের ইমেল অ্যাকাউন্টের তথ্যও এবার থেকে হোয়াটসঅ্যাপে দিতে হবে। ইমেলের মাধ্যমে, কোম্পানি অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে সাহায্য করবে।

এই নতুন ফিচারটি কীভাবে কাজ করবে?

অন্যান্য সোশ্যাল মিডিয়া অ্যাপে লগইন করার সময় যেভাবে ইমেলে নোটিফিকেশন আসে, হোয়াটসঅ্যাপের ক্ষেত্রেও তাই হতে পারে। বর্তমানে, এই আপডেটটি Android Beta এর 2.23.16.15 সংস্করণে দেখা গিয়েছে। আগামী সময়ে, কোম্পানি এটি সবার জন্য রোলআউট করতে পারে বলেই মনে করা হচ্ছে। অর্থাৎ আপনি যখনই কোনও ওয়েবে বা অন্য কোনও মোবাইলে হোয়াটসঅ্যাপ খুলবেন। সঙ্গে সঙ্গে আপনার মেল-এ ইমেল চলে আসবে। এতে যদি অচেনা কেউও আপনার নম্বর দিয়ে হোয়াটসঅ্যাপ লগ-ইন করার চেষ্টা করেন, তবে সেক্ষেত্রে আপনি ইমেল পেয়ে যাবেন। শুধুই লগ-ইন নয়, কোনও রকম সন্দেহজনক কাজ হলেই কোম্পানি আপনাকে মেল করবে। ফলে আপনি সঙ্গে সঙ্গে সতর্ক হয়ে যেতে পারবেন।

এছাড়াও আরও একটি ফিচার নিয়ে কাজ করছে কোম্পানিটি:

কলিং ইন্টারফেস বদলাতে চলেছে হোয়াটসঅ্যাপ। বর্তমানে এই ফিচার নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে নিয়মিত। শীঘ্রই আপনি হোয়াটসঅ্যাপের ইনকামিং কলে একটি পরিবর্তন লক্ষ্য করবেন। ধরুন আপনি হোয়াটসঅ্যাপে একটি কলে ব্যস্ত রয়েছেন। ওই কল চলাকালীন যদি আপনার হোয়াটসঅ্যাপে আর একটি কল আসে, তাহলে সেই দ্বিতীয় কলটির নোটিফিকেশন বা মিসড কল আপনি পাবেন না। এবার তাতেই একটি পরিবর্তন ঘটাতে চলেছে Meta। আপনি একটি কলে ব্যস্ত থাকাকালীন অন্য আর একটি কলের নোটিফিকেশন পেয়ে যাবেন। তাতে দু’টি অপশন দেখানো হবে। লেখা থাকবে ‘receive’ or ‘ignore’।