স্মার্টফোন আর ল্যাপটপ, কাজের ক্ষেত্রে এই দু’টি ডিভাইসই সারাদিনের সঙ্গী। অথচ খেয়াল রাখার সময় এই ডিভাইস দুটোর কথা ভুলে যায় অনেকেই। কিন্তু জানেন কি, আপনার ল্যাপটপের স্ক্রিন এবং কিবোর্ডে টয়লেট সিটের সমান জীবাণু জমা হয়। এমনটাই জানাচ্ছেন গবেষকরা। তাঁদের মতে, মানুষের হাতের সমস্ত জীবাণু প্রতিদিন ল্যাপটপে যাচ্ছে। কিন্তু তার পরিবর্তে পরিষ্কার করেন না বহু মানুষ। আর এই থেকেই শরীরে বিভিন্ন সমস্যা দেখা দেয়। তাই সঠিক সময়ে ল্যাপটপ পরিষ্কার করা প্রয়োজন। আপনার মনে হতেই পারে, ল্যাপটপ স্ক্রিন এবং কিবোর্ড পরিষ্কার করা খুব ঝমেলার কাজ। কিন্তু একবারেই তা নয়। আপনাকে এমন কিছু টিপস জানানো হবে, যার জন্য আপনি খুব সহজেই ল্যাপটপ পরিষ্কার করে ফেলতে পারবেন।
পরিষ্কার করা আগে দেখে নিন-
ল্যাপটপ পরিষ্কার করার আগে, একটি মাইক্রোফাইবার কাপড় জলে ভিজিয়ে নিন এবং তারপর প্রথমে ল্যাপটপের স্ক্রিন পরিষ্কার করুন।
স্ক্রিন পরিষ্কার করার সময় খুব বেশি চাপ দেবেন না। পুরো কাজটাই খুব সাবধানে আর ধৈর্য্য ধরে করুন। আপনার কম্পিউটারে সরাসরি জল দেবেন না।
অনেকেই ভেজা কাপড় দিয়ে পরিষ্কার করে নেন। ভুলেও এই ধরনের কাজ করবেন না। এতে কিবোর্ডে জল ঢুকে যাওয়ার সম্ভবনা থাকে। এমনকি ল্যাপটপের ভিতরে গিয়ে আপনার ল্যাপটপের মাদারবোর্ডের ক্ষতি করতে পারে।
ল্যাপটপ পরিষ্কার করতে আপনার কখনই ব্লিচ এবং অ্যামোনিয়া ব্যবহার করবেন না। আপনি যদি সাধারণ কাপড় দিয়েও প্রতিদিন ল্যাপটপ পরিষ্কার করেন, তাহলে আপনার ল্যাপটপ অনেকদিন পর্যন্ত পরিষ্কার থাকে।
শুধু ল্যাপটপের স্ক্রিন এবং কীবোর্ড পরিষ্কার করাই যথেষ্ট নয়। আপনাকে ব্রাশ ব্যবহার করে ল্যাপটপের চার্জিং পোর্ট, ইউএসবি পোর্ট এবং অডিও পোর্টও সময় সময় পরিষ্কার করতে হবে। এতেই ল্য়াপটপ একেবারে নতুনের মতো থাকবে।