বাড়বে অনেক জায়গা, Android ফোনের ক্যাশে ক্লিয়ার করবেন কীভাবে?

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Nov 15, 2023 | 9:24 PM

Cache Clear On Android: নিয়মিত ক্যাশে ক্লিয়ার করলে ফোনের RAM অনেকটাই খালি হতে পারে। এখন RAM ক্লিয়ার করা কতটা জরুরি বুঝতেই পারছেন! ফোনের এই মেমোরিই তো সমস্ত অ্যাপগুলিকে চালায়। ফোনের র‌্যাম যদি টইটম্বুর থাকে, তাহলে ফোনের সামগ্রিক পারফরম্যান্স ব্যাপক ভাবে প্রভাবিত হতে পারে।

বাড়বে অনেক জায়গা, Android ফোনের ক্যাশে ক্লিয়ার করবেন কীভাবে?
যে কারণে অ্যান্ড্রয়েডের ক্যাশে ক্লিয়ার করা জরুরি।

Follow Us

স্মার্টফোনে আর যাই করুন না কেন, নিয়মিত সে অ্যান্ড্রয়েড ফোনের ক্যাশে ক্লিয়ার করতে থাকবেন। কেন একথা বলছি জানেন? অ্যান্ড্রয়েড স্মার্টফোনের ক্যাশে ক্লিয়ার করলে ফোনের পারফরম্যান্স যেমন আগের থেকে আরও ভাল হবে। পাশাপাশিই আবার ফোনের জায়গাও অনেকটা খালি হবে। শুধু তাই নয়। আপনার ফোনে যদি কোনও সমস্যা থাকে বা কোনও অ্যাপ কাজ না করে, তাহলে ক্যাশে ক্লিয়ার করে নিলে সেই সমস্যার সমাধান হয়ে যায়। ঘনঘন যদি ফোন ক্র্যাশ করে, লোডিং টাইম যদি হুট করেই বেড়ে যায়, ক্যাশে ক্লিয়ার করে নিলে এই সবকিছুই ঠিক হয়ে যায়। ক্যাশে সম্পর্কে যাঁদের ধারণা নেই, তাঁদের জেনে রাখা ভাল এটি একটি সাময়িক স্টোরেজ স্পেস যা অ্যাপগুলি ব্যবহার করে ডেটা স্টোর করার জন্য। ছবি, ভিডিয়ো থেকে শুরু করে ওয়েবসাইট ফাইলের মতো ডেটা হতে পারে।

Android ফোনের ক্যাশে ক্লিয়ার করা জরুরি কেন

* নিয়মিত ক্যাশে ক্লিয়ার করলে ফোনের RAM অনেকটাই খালি হতে পারে। এখন RAM ক্লিয়ার করা কতটা জরুরি বুঝতেই পারছেন! ফোনের এই মেমোরিই তো সমস্ত অ্যাপগুলিকে চালায়। ফোনের র‌্যাম যদি টইটম্বুর থাকে, তাহলে ফোনের সামগ্রিক পারফরম্যান্স ব্যাপক ভাবে প্রভাবিত হতে পারে।

* কোনও অ্যাপ যদি আপনার ফোনে সমস্যা করে, ক্র্যাশ করে বা ফ্রিজ় করে, তাহলেও ফোনের ক্যাশে ক্লিয়ার করলে সমস্যার সমাধান হয়ে যেতে পারে।

* এছাড়াও যদি ফোনে জায়গা কম থাকে অর্থাৎ স্টোরেজ স্পেস যদি কম থাকে, তাহলেও ক্যাশে ক্লিয়ার করে নিয়ে ফোনে অনেকটাই খালি জায়গা পেয়ে যেতে পারেন।

Android ফোনের ক্যাশে ক্লিয়ার করবেন কীভাবে

এক-একটা ফোনের ক্যাশে ক্লিয়ার করার ধরন অন্যরকম হয়। তাই, কীভাবে ফোনের ক্যাশে ক্লিয়ার করবেন, তা নির্ভর করে স্মার্টফোন প্রস্তুতকারক সংস্থার উপরে। তাছাড়াও সফটওয়্যার ভার্সনের উপরেও নির্ভর করে ফোনের ক্যাশে ক্লিয়ারের পদ্ধতি। তবে সাধারণত যে উপায়ে বেশিরভাগ ফোনেরই ক্যাশে ক্লিয়ার করবেন, তা হল:-

* আপনার ফোনের সেটিংস অ্যাপটি খুলুন।

* স্ক্রল ডাউন করুন এবং তারপরে অ্যাপসে চলে যান।

* যে অ্যাপের ক্যাশে ক্লিয়ার করতে চান, সেটিকে সিলেক্ট করুন।

* সব শেষে ফোনের ক্লিয়ার ক্যাশে করে নিন।

Next Article