Twitter তো মোবাইল ছাড়াও ল্যাপটপে চলে, Threads অ্যাপেরও কি ওয়েব ভার্সন পাবেন?

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Jul 10, 2023 | 8:45 AM

Threads Desktop Version: থ্রেড অ্যাপটি হয়তো ইনস্টাগ্রামের কারণে এত মানুষ ব্যবহার করছে। কিন্তু টুইটারে এমন অনেক ফিচার রয়েছে, যা এই অ্যাপটিতে নেই। এতে লাইক, ফলো করার অপশন দেখতে পাবেন না। এছাড়াও, এতে DM-এর কোনও অপশন নেই।

Twitter তো মোবাইল ছাড়াও ল্যাপটপে চলে, Threads অ্যাপেরও কি ওয়েব ভার্সন পাবেন?

Follow Us

Threads App Features: চলতি মাসের 6 তারিখ মেটার নতুন অ্যাপ Threads চালু হয়েছে। আর তারপর থেকেই টুইটার আর Threads-এর মধ্যে লড়াই শুরু হয়েছে। এর একমাত্র কারণ হল নতুন অ্যাপটি অনেকটা টুইটারের মতোই। মেটার সিইও মার্ক জুকারবার্গ 100টিরও বেশি দেশে থ্রেড অ্যাপ চালু করেছেন। ইতিমধ্যেই অ্যাপটিতে ব্যবহারকারীর সংখ্যা 50 মিলিয়নেরও বেশি অতিক্রম করেছে। থ্রেড ঠিক টুইটারের মতো কাজ করে এবং আপনি পোস্ট, ভিডিয়ো শেয়ার, রি-পোস্ট ইত্যাদি অনেক কিছুই করতে পারেন। তবে টুইটারকে কতটা টেক্কা দিতে পারবে, সেই নিয়ে প্রশ্ন রয়েই যাচ্ছে। সেই সঙ্গে থ্রেড নিয়ে মানুষের মনে নানা ধরনের প্রশ্ন। প্রশ্নগুলির মধ্যে একটি হল যেভাবে টুইটার ল্যাপটপ অর্থাৎ ওয়েবে অ্যাক্সেস করা যায়, থ্রেডও কি ওয়েবে ব্যবহার করা যাবে? আদৌ কি এর ওয়েব সংস্করণ আছে? চলুন জেনে নেওয়া যাক।

আপনি শুধুমাত্র Android এবং iOS-এ Meta-এর থ্রেড অ্যাক্সেস করতে পারবেন। সংস্থাটি এখনও তার ওয়েব সংস্করণ প্রকাশ করেনি। থ্রেড ডাউনলোড করতে, আপনাকে অ্যান্ড্রয়েডের প্লে স্টোর এবং অ্যাপলের অ্যাপ স্টোরে যেতে হবে। তাছাড়াও আপনার যদি একটি Instagram অ্যাকাউন্ট থাকে তাহলেও আপনি থ্রেডগুলিতে লগইন করতে পারবেন। যাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নেই তাদের প্রথমে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে, তারপরে তারা মেটার থ্রেড অ্যাপে লগইন করে ফেলতে পারবেন।

থ্রেড অ্যাপটি হয়তো ইনস্টাগ্রামের কারণে এত মানুষ ব্যবহার করছে। কিন্তু টুইটারে এমন অনেক ফিচার রয়েছে, যা এই অ্যাপটিতে নেই। এতে লাইক, ফলো করার অপশন দেখতে পাবেন না। এছাড়াও, এতে DM-এর কোনও অপশন নেই। টুইটারে, ব্যবহারকারীরা টুইটার স্পেসের মাধ্যমে লোকেদের সঙ্গে কানেক্ট করতে পারে। এই নতুন অ্যাপটিতে আপনি এমন কোনও ফিচার পাবেন না। অর্থাৎ সামগ্রিকভাবে দেখতে গেলে, এই নতুন অ্যাপটিতে এখনও অনেক কাজ বাকি আছে। তাই যতই টুইটারের আইডিয়া নিয়ে অ্যাপটি বানানো হোক না কেন, টুইটারের মতো সব ফিচার এখনও এতে নেই। এটি চালু হওয়ার টুইটারের মতোই অনেক সেলিব্রিটি, রাজনীতিবিদও এটি ব্যবহার করছেন। ভারত-সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে এই অ্যাপটি লঞ্চ করা হয়েছে। আপনি ইতিমধ্যেই তা গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন।

Next Article