কখনও নিজেকে Google করে দেখেছেন? তারপরে আপনার সম্পর্কিত কিছু একান্ত ব্যক্তিগত তথ্য সেখানে দেখতে পেয়ে হতচকিত হয়েছেন? দেখেছেন, অনেক পুরনো কিছু ছবি বা সেই ফেসবুক অ্যাকাউন্ট খোলার সময়ের কিছু পুরনো মেসেজ? ইউজ়ারনেম থেকে শুরু করে আরও অনেক তথ্য কি চলে আসে সেখানে? জেনে রাখবেন, এরকমটা হয়ে থাকে সাধারণত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনার উজ্জ্বল উপস্থিতির কারণেই। কিছু ক্ষেত্রে তো এক্কেবারে আপনার বাড়ির ঠিকানা বা ফোন নম্বর পর্যন্ত চলে আসে। এখন বলুন তো, কে-ই বা চায় তাঁর গোপনীয় তথ্য এক্কেবারে জনসমক্ষে চলে আসুক। কেউ চায় না। এবার এই বিষয়ে আপনাকে সাহায্য করতে পারে এগিয়ে এল খোদ Google।
গত অগস্টে একটি নতুন Google Search ফিচারের ঘোষণা করা হয়েছিল। সেই ফিচারে ব্যবহারকারীদের সতর্ক করা হয়, যখন তাদের ব্যক্তিগত তথ্য বিশেষ করে কন্ট্যাক্টের তথ্য গুগল সার্চ কোয়্যারিতে প্রদর্শিত হয়। ফিচারের নাম ‘রেজ়াল্টস আবাউট ইউ’ (Results About You)। কখন, কোথা থেকে একজন ইউজ়ারের তথ্য সার্চ ইঞ্জিনে এসেছিল, এই ফিচার যেমন সেই দিকটাও তুলে ধরতে পারে, তেমনই আবার Google-এর রেজ়াল্ট থেকে পেজটিকে সরিয়েও দিতে পারে।
যাঁদের জীবনে সাইবার ও অন্যান্য ঝুঁকির সম্ভাবনা রয়েছে, তাঁদের জন্য এই রেজ়াল্টস আবাউট ইউ ফিচারটি অত্যন্ত সহায়ক বলে জানিয়েছেন ম্যাশাবল রিপোর্টার আমান্ডা ইয়ো। Google-এর প্রাইভেসি সেটিংস এবং অন্যান্য আসন্ন ফিচারের সঙ্গে পেয়ার করা রয়েছে এই রেজ়াল্টস আবাউট ইউ বৈশিষ্ট্যটি। একজন মানুষের ডিজিটাল ফুটপ্রিন্টের উপরে নিয়ন্ত্রণ নিতে সাহায্য করবে ফিচারটি, বিশেষ করে যখন গুগলের মতো প্ল্যাটফর্মে যাবতীয় তথ্য চলে আসছে।
Results About You: অ্যালার্ট অন করবেন কীভাবে?
1) যাঁদের কাছেই Google অ্যাকাউন্ট রয়েছে, তাঁরাই এই অ্যালার্ট অন করে রাখতে পারেন। অ্যালার্ট অন করে রাখতে প্রথমেই আপনাকে নিশ্চিত করতে হবে, যেন গুগল অ্যাকাউন্টে সাইন ইন করা থাকে।
2) প্রথমেই চলে যেতে হবে রেজ়াল্টস আবাউট ইউ অ্যাক্টিভিটি পেজে।
3) গেট স্টার্টেড অপশনে ক্লিক করুন এবং অন-স্ক্রিন প্রম্পটগুলিকে ফলো করুন।
4) Google আপনাকে যে কোনও যোগাযোগের তথ্য যোগ করতে বলবে, যেখানে আপনি অ্যালার্ট পেতে চান। ব্যবহারকারীরা একাধিক নাম, ঠিকানা, ফোন নম্বর এবং ইমেল যোগ করতে পারেন।
5) তথ্যগুলি নিশ্চিত করুন এবং কীভাবে আপনি নোটিফায়েড হতে চান, সেই বিষয়টিরও উল্লেখ করুন। আপনি চাইলে গুগল আপনার ইমেলেও নোটিফিকেশন পাঠাতে পারে।
6) স্বয়ংক্রিয় ভাবে গুগল সার্চ রেজ়াল্ট স্ক্যান করবে আপনার ব্যক্তিগত তথ্যের জন্য। যদি সত্যিই কোনও তথ্য দেওয়া থাকে, তাহলে আপনাকে সে বিষয়ে জানানো হবে। প্রাথমিক ভাবে স্ক্যানিংয়ের জন্য কিছুটা সময় লাগবে।
7) এবারে আপনাকে চলে যেতে হবে রেজ়াল্টস আবাউট ইউ পেজে। সেখান থেকেই আপনার কনট্যাক্ট তথ্য এডিট করা যাবে।
গুগল সার্চ থেকে আপনার ব্যক্তিগত তথ্য সরাবেন কীভাবে?
* তার জন্য প্রথমেই আপনাকে যেতে হবে রেজ়াল্টস আবাউট ইউ অ্যাক্টিভিটি পেজে।
* রেজ়াল্টস টু রিভিউ অপশনটি সিলেক্ট করুন।
* আপনার সম্পর্কিত যে তথ্য আপনি সরাতে চান, তার পাশের ব্লু বক্সটি চেক করুন।
* রিকোয়েস্ট সাবমিট করুন।