Instagram Latest Features: মেটার জনপ্রিয় সোশ্য়াল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামেএর পর এক নতুন ফিচার আনা হচ্ছে। আর তার একমাত্র কারণ হল ইউজ়ার বাড়ানো। আর তাছাড়াও যাতে সব ইউজ়াররা এই অ্যাপটি সহজেই ব্যবহার করতে পারে, সেই দিকেও নজর রাখা হয়। কয়েকদিন আগেই রিল এডিটিং-এর জন্য একটি নতুন ফিচার আনল সংস্থাটি। এবার অ্যাপে আরও একটি নতুন ফিচার যুক্ত করেছে, যাতে ব্যবহারকারীরা তাদের প্রোফাইলে একাধিক লিঙ্ক যুক্ত করতে পারে। এই নতুন ফিচারের নাম দেওয়া হয়েছে ‘Links In Bio’। এখনও পর্যন্ত ইনস্টাগ্রামে ইউজ়াররা তাদের প্রোফাইলে শুধুমাত্র একটি লিঙ্ক যুক্ত করতে পারত। কিন্তু এবার একাধিক লিঙ্ক যুক্ত করার সুবিধা দিল সংস্থাটি।
অর্থাৎ এতদিন যে ব্যবহারকারীরা তাদের প্রোফাইলে একাধিক লিঙ্ক যুক্ত করতেন, তারা তৃতীয় পক্ষের অ্যাপের সাহায্য় নিতেন। কিন্তু বর্তমানে আর তার প্রয়োজন পড়বে না। এখন ইনস্টাগ্রামের নতুন ফিচার চালু হওয়ার পর আর কোনও থার্ড পার্টি অ্যাপের ওপর নির্ভর করতে হবে না আপনাকে। নতুন ফিচারের মাধ্য়মে Instagram প্রোফাইলে পাঁচটি লিঙ্ক যোগ করতে পারবেন। চলুন জেনে নেওয়া যাক এই নতুন ফিচারের সব বিস্তারিত।
অ্যান্ডরয়েড ফোনের প্রোফাইল বায়োতে একাধিক লিঙ্ক কীভাবে যুক্ত করবেন?
কীভাবে iOS-এর প্রোফাইল বায়োতে একাধিক লিঙ্ক যোগ করবেন?