আইআরসিটিসি-র নতুন পেমেন্ট অপশন আই-পে, ট্রেনের টিকিট কাটা এখন আরও সহজ

Sohini chakrabarty |

Feb 14, 2021 | 10:30 AM

এই ওয়েবসাইটের সাহায্যে এবার থেকে ট্রেনের পাশাপাশি বাসের টিকিটও কাটতে পারবেন ক্রেতারা।

আইআরসিটিসি-র নতুন পেমেন্ট অপশন আই-পে, ট্রেনের টিকিট কাটা এখন আরও সহজ
ডেবিট কার্ডের পাশাপাশি ইউপিআই নম্বর দিয়েও টিকিটের টাকা পেমেন্ট করা যাবে।

Follow Us

নতুন পেমেন্ট গেটওয়ে লঞ্চ করল আইআরসিটিসি। সদ্যই নিজেদের ওয়েবসাইট আপডেট করেছেন আইআরসিটিসি কর্তৃপক্ষ। যুক্ত হয়েছে ‘রেল কানেক্ট অ্যাপ’। এবার সেই তালিকায় হল আরও এক নতুন সংযোজন। ট্রেনে যাঁরা সফর করছেন তাঁরা এবার থেকে আইআরসিটিসি-র পেমেন্ট অপশন আই-পে’র মাধ্যমে আর্থিক লেনদেন করতে পারবেন। অর্থাৎ এই পেমেন্ট অপশনের সাহায্যে অনায়াসেই অনলাইনে টিকিট কেটে নেওয়া যাবে। ডেবিট কার্ডের পাশাপাশি ইউপিআই নম্বর দিয়েও টিকিটের টাকা পেমেন্ট করা যাবে। ভবিষ্যতের কোনও পেমেন্টের জন্যও আগেভাগেই তৈরি থাকতে পারবেন ইউজাররা। প্ল্যাটফর্মে কোনও কিছু কেনাকাটা করলে, তার টাকাও দেওয়া যাবে এই পেমেন্ট অপশনের মাধ্যমে।

মূলত টিকিট কাটার ক্ষেত্রে যাতে গ্রাহকরা সমস্যায় না পড়েন, সেই জন্যই এই অনলাইন পেমেন্ট অপশন চালু করেছে আইআরসিটিসি। থাকছে রিফান্ড পাওয়ার ব্যবস্থাও। অর্থাৎ, যদি কোনও গ্রাহক আইআরসিটিসি-র ওয়েবসাইট থেকে আই-পে’র সাহায্যে টিকিট কিনে থাকেন, তাহলে প্রয়োজন হলে ইনস্ট্যান্ট রিফান্ড বা টাকা ফেরত পাওয়ার সুযোগ থাকবে। আইআরসিটিসি-র মতে, এই অটো-পে অ্যাপের সাহায্যে গ্রাহকদের সুবিধাই হবে। টিকিট কাটা এবং প্রয়োজনে টিকিট বাতিল হলে রিফান্ড পাওয়ার বিষয়টা অনেক সহজ হবে। এদিক-ওদিক দৌড়াদৌড়ি করার ঝক্কি থাকবে না। ফলে ঝামেলা কমবে সাধারণ মানুষের।

সদ্যই আরও একটি নতুন পরিষেবা চালু করেছে আইআরসিটিসি। এই ওয়েবসাইটের সাহায্যে এবার থেকে ট্রেনের পাশাপাশি বাসের টিকিটও কাটতে পারবেন ক্রেতারা। ট্রেনের টিকিটের মতোই অনলাইনে বাসের টিকিট কাটতে পারলে গ্রাহকদের অনেক সময় কম লাগবে। তাছাড়া আনুষঙ্গিক সমস্যাগুলোও কমে যাবে। অযথা ঝামেলায় জড়াতে হবে না। পছন্দসই সিটের পাশাপাশি কোন বাসে যাবেন, সেটাও বেছে নিতে পারবেন ক্রেতারা।

Next Article