টুইটারের ভারতীয় ভার্সান বলা হচ্ছে ‘কু’ অ্যাপকে। ক্রমাগত জনপ্রিয়তা বাড়ছে এই অ্যাপের। সূত্রের খবর, আপাতত ভারতীয় ফ্রি অ্যাপের তালিকায় শীর্ষে রয়েছে ‘কু’। এই অ্যাপের নির্মাতারা দাবি করেছেন, ‘কু’ আদতে একটি ‘আত্মনির্ভর অ্যাপ’।
বর্তমানে গুগল প্লে স্টোর এবং আইওএস ভার্সান অর্থাৎ অ্যাপেল ও অ্যানড্রয়েড দু’ধরনের ইউজাররাই এই অ্যাপ ডাউনলোড করতে পারবেন। অনেক কেন্দ্রীয় নেতা-মন্ত্রীও ইতিমধ্যেই ‘কু’ অ্যাপ ডাউনলোড করেছেন এবং প্রচারও চালাচ্ছেন। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান, তথ্য প্রযুক্তি মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ, রেলমন্ত্রী পীযূষ গোয়েলের মতো অনেকেই এই প্ল্যাটফর্মের ফলোয়ার।
যাঁরা টুইটার ব্যবহার করেন, তাঁর এই অ্যাপে একই ধরনের পরিষেবা পাবেন। তার পাশাপাশি সমস্ত ভারতীয় ভাষায় অডিয়ো, ভিডিয়ো, নিজের মতামত পোস্ট করতে পারবেন। তবে এক সময়ে একটিই ভাষা ব্যবহার করা সম্ভব। ৪০০-এর ক্যারেক্টারের মধ্যে পোস্ট করা সম্ভব এই প্ল্যাটফর্মে। মোবাইল নম্বর ব্যবহার করে ‘কু’ অ্যাপে সাইন ইন করতে পারবেন ইউজাররা। নিজেদের ‘কু’ প্রোফাইলের সঙ্গে ফেসবুক, লিঙ্কডইন, ইউটিউব এবং টুইটারের ফিড যুক্ত করতে পারবেন ইউজাররা।
২০১৯ সালের নভেম্বর মাসে ‘কু’ অ্যাপ নিয়ে কাজ শুরু হয়েছিল। গতবছর মার্চ মাসে এই অ্যাপ লঞ্চ হয়েছে। এমনটাই জানিয়েছেন, ‘কু’ অ্যাপের সিইও এবং কো-ফাউন্ডার অপ্রামেয় রাধাকৃষ্ণ। একজন ‘কু’ ইউজার টুইটারের মতো হ্যাশট্যাগও ব্যবহার করতে পারবেন। নিজের কোনও পোস্টে চাইলে অন্য কাউকে ট্যাগ করার অপশনও পাবেন ইউজাররা। @- এই চিহ্ন দিয়েই কাউকে ট্যাগ করা সম্ভব। ফটো শেয়ারের পাশাপাশি পোল তৈরির অপশনও থাকবে।
প্রসঙ্গত উল্লেখ্য, টুইটার কর্তৃপক্ষের দাবি, ভারত সরকারের তরফে তাদেরকে অনুরোধ করা হয়েছিল যে, কৃষক আন্দোলনের সমর্থনে যেসমস্ত অ্যাকাউন্ট থেকে টুইট করা হচ্ছে সেগুলি যেন বন্ধ করে দেওয়া হয়। ইতিমধ্যেই অনেক অ্যাকাউন্ট বন্ধ করেছে টুইটার। তবে আর এ ব্যাপারে এগোতে রাজি হননি কর্তৃপক্ষ। এর ফলেই সমস্যার সূত্রপাত হয়। আর তার জেরে হঠাৎই জনপ্রিয়তা পেতে শুরু করে ‘কু’ অ্যাপ।
কিন্তু জনপ্রিয়তা বাড়ার শুরুতেই এই অ্যাপ নিয়ে উঠেছে গুরুতর অভিযোগ। ইউজারদার ব্যক্তিগত তথ্য ফাঁস করে দিচ্ছে এই অ্যাপ। এমন অভিযোগ তুলেছেন, ফরাসি সিকিউরিটি রিসার্চার রবার্ট ব্যাপ্টিস্ট। রবার্টের অভিযোগ, ইউজারদের একান্ত ব্যক্তিগত তথ্য, যেমন- ইমেল অ্যাড্রেস, নাম, লিঙ্গ, জন্ম তারিখ, ম্যারিটাল স্ট্যাটাস অর্থাৎ ইউজার বিবাহিত নাকি অবিবাহিত— এইসব ফাঁস করছে ‘কু’ অ্যাপ।