5G Services India: কলকাতায় Jio, শিলিগুড়িতে Airtel, দেশে চালু হওয়া 5G পরিষেবা সম্পর্কে যে 9 তথ্য না জানলেই নয়

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Oct 02, 2022 | 2:37 PM

Jio Airtel 5G In West Bengal: কলকাতায় যেখানে দীপবলির সময় রিলায়েন্স জিও তার 5G পরিষেবা শুরু করবে, ঠিক সেখানেই Airtel শিলিগুড়িতে 1 অক্টোবর থেকেই 5G পরিষেবা চালু করেছে। দেশে চালু হওয়া 5G নেটওয়ার্ক সম্পর্কে এমনই কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিন।

5G Services India: কলকাতায় Jio, শিলিগুড়িতে Airtel, দেশে চালু হওয়া 5G পরিষেবা সম্পর্কে যে 9 তথ্য না জানলেই নয়
রিলায়েন্স জিও 4G চালু করলেও ভারতে 5G নেটওয়ার্ক চালু করল Airtel। প্রতীকী ছবি।

Follow Us

5G Services India Details: 1 অক্টোবর, 2022- ইন্ডিয়ান মোবাইল কংগ্রেসের অনুষ্ঠান থেকে ভারতে 5G-র আনুষ্ঠানিক সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বললেন, “নতুন যুগে প্রবেশের পরবর্তী পদক্ষেপ।” আগামী কয়েক মাসের মধ্যেই প্রত্যেক ভারতীয় মোবাইল সাবস্ক্রাইবার তাঁদের ফোনে 5G পরিষেবা পেয়ে যাবেন। আপাতত দেশের বাছাই করা কিছু শহরে চালু হবে 5G। প্রত্যেক ভারতীয়র কাছে পরবর্তী প্রজন্মের ইন্টারনেট সার্ভিস পৌঁছে যেতে আরও দুই বছর সময় লেগে যেতে পারে। কবে নাগাদ প্রত্যেক ভারতীয় 5G পরিষেবা ব্যবহার করতে পারবেন, কত টাকা তাঁদের খরচ করতে হবে, এমনই যাবতীয় তথ্য একনজরে দেখে নেওয়া যাক।

দীপাবলিতে Jio 5G

দীপাবলিতে রিলায়েন্স জিও স্ট্যান্ডআলোন 5G পরিষেবা চালু করবে মূলত চারটি মেট্রো শহরে- দিল্লি, মুম্বই, কলকাতা ও চেন্নাই। রিলায়েন্স জিও-র বার্ষিক সাধারণ সম্মেলনের সময় মুকেশ আম্বানি জানিয়েছিলেন যে, দীপাবলির সময় থেকেই দেশের মূল শহরগুলিতে Jio 5G চালু হয়ে যাবে। শনিবার ইন্ডিয়া মোবাইল কংগ্রেস ইভেন্টে তিনি জানালেন, দেশের প্রতিটা শহর, প্রত্যেক তালুকা ও তহশিলে 2023 সালের ডিসেম্বরের মধ্যেই 5G পৌঁছে যাবে।

দেশে প্রথম 5G পরিষেবা Airtel-এর

দেশের মোট আটটি শহরে এয়ারটেল ইতিমধ্যেই তাদের 5G পরিষেবা চালু করে দিয়েছে। আর সেই নিরিখেই দেশের প্রথম সংস্থা হিসেবে এয়ারটেল তাদের 5G চালু করল।

8 শহরে Airtel 5G

দিল্লি, বারাণসী, নাগপুর, বেঙ্গালুরু, হায়দরাবাদ, মুম্বই, চেন্নাই এবং শিলিগুড়িতে আপাতত Airtel তার 5G পরিষেবা চালু করেছে। ভারতী এয়ারটেলের চেয়ারম্যান সুনীল মিত্তল জানিয়েছেন, 2023-এর মার্চ মাসের মধ্যে আরও বেশ কিছু শহরে Airtel 5G চালু হবে এবং 2024 সালের মার্চের মধ্যে দেশের প্রতিটা প্রান্তে পৌঁছে যাবে Airtel 5G নেটওয়ার্ক।

শীঘ্রই Vi তার 5G পরিষেবা নিয়ে আসবে

Vi বা ভোডাফোন আইডিয়া কবে নাগাদ তার 5G পরিষেবা চালু করবে, তা নির্দিষ্ট করে না জানালেও খুব শীঘ্রই তা নিয়ে আসা হবে বলে জানিয়েছে সংস্থাটি। আদিত্য বিড়লা গ্রুপের চেয়ারপার্সন মঙ্গলম বিড়লা বলছেন, “ভারতের নতুন প্রজন্মের প্রযুক্তির জন্য 5G যুগে Vi-এর প্রথম পদক্ষেপ খুবই গুরুত্বের। 1.3 বিলিয়ন ভারতীয়কে ব্যক্তিগত এবং সম্মিলিত বৃদ্ধির দিকে ত্বরান্বিত যাত্রায় নিয়ে যাওয়ার জন্য উদ্ভাবনী প্রযুক্তি এবং সেরা পরিষেবার অফারগুলি আনতে Vi অঙ্গীকারবদ্ধ।”

Jio সব সময় সস্তার: 5G খরচ নিয়ে সংস্থার দাবি

রিলায়েন্স জিও-র তরফে জানানো হয়েছে যে, প্রত্যেক ভারতীয়ের বহনযোগ্য হবে এমন 5G রিচার্জ প্ল্যানই চালু করবে তারা। Jio-র 5G প্ল্যানগুলি রিচার্জ করতে কত খরচ হতে পারে, সে বিষয়ে মুকেশ আম্বানি দাবি করেছেন, “জিও সব সময়ই সস্তার।”

4G খরচেই Airtel 5G

আপাতত Airtel তার 5G পরিষেবা চালু করেছে 4G-র খরচেই, কোম্পানির তরফে এমনটাই জানানো হয়েছে। তবে 5G-র জন্য নতুন ট্যারিফ প্ল্যানও শীঘ্রই নিয়ে আসা হবে বলে আরও জানিয়েছে ভারতী এয়ারটেল। সংস্থার চিফ টেকনোলজি অফিসার রণদীপ সিং সেখন বলছেন, “কোম্পানির ব্যাকএন্ড পরিকাঠানো প্রস্তুত। 5G সার্ভিসের জন্য মোবাইল টাওয়ারে কেবল আমাদের কিছু ইক্যুপইপমেন্ট ইনস্টল করতে হবে। আমরা আস্তে আস্তেই সেগুলি করছি। শনিবার থেকে পরিষেবাটি টাওয়ারগুলির কাছাকাছি এলাকায় উপলব্ধ হবে যেখানে সরঞ্জামগুলি ইনস্টল করা হয়েছে।”

5G নেটওয়ার্ক অ্যাক্সেস করতে Airtel কাস্টমারদের নতুন SIM প্রয়োজন নেই

সম্প্রতি এয়ারটেল কাস্টমারদের কাছে লেখা একটি চিঠিতে কোম্পানির CEO গোপাল ভিত্তল দাবি করেছেন, “আপনার Airtel সিমটি ইতিমধ্যেই 5G সক্রিয়। তাই এটি আপনার 5G স্মার্টফোনেও কাজ করবে।” কোম্পানি অবশ্য যোগ করেছে যে, 5G নেটওয়ার্ক অ্যাক্সেস করার জন্য গ্রাহকদের 5G ফোন থাকতে হবে। তবে, তাদের বিদ্যমান 4G সিম প্রতিস্থাপন করার প্রয়োজন নেই।

দীপাবলিতে Jio 5G ফোন

দীপাবলির সময়েই রিলায়েন্স জিও তার 5G স্মার্টফোন লঞ্চ করতে পারে ভারতে। এই ফোন লঞ্চের জন্য সংস্থা গুগলের সঙ্গে জুটি বেঁধেছে। তার অর্থ হল আগের 4G স্মার্টফোনের মতোই Jio 5G ফোনও চলবে প্রগতি অপারেটিং সিস্টেমের সাহায্যে। 2021 সালের রিলায়েন্স জিও তার 4G স্মার্টফোন নিয়ে হাজির হয়েছিল, যা এখনও বিশ্বের সবথেকে সস্তার 4G হ্যান্ডসেট।

জিও প্যাভিলিয়ন থেকে Jio Glasses-এর অভিজ্ঞতা নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী Jio প্যাভিলিয়নে প্রদর্শিত 5G ডিভাইসগুলি প্রত্যক্ষ করেছেন এবং Jio Glass পরে তার ব্যবহার কেমন হতে পারে, তার অভিজ্ঞতাও সঞ্চয় করেছেন। জিও ইঞ্জিনিয়ারদের একটি দল দ্বারা এন্ড-টু-এন্ড 5G প্রযুক্তির আদিবাসী উন্নয়ন এবং 5G কীভাবে শহরে ও গ্রামীণ স্বাস্থ্যসেবা সরবরাহের মধ্যে ব্যবধান পূরণ করতে সাহায্য করতে পারে, তা বোঝার জন্যও প্রধানমন্ত্রী মোদী সময় ব্যয় করেছেন।

Next Article