২০২১-এই আসছে জিওর ফাইভ-জি পরিষেবা, প্রতিশ্রুতি মুকেশ আম্বানির

Dec 08, 2020 | 1:06 PM

কেবল ফাইভ জি পরিষেবা নয়, অ্যানড্রয়েড স্মার্টফোনও আনতে চলেছে জিও।

২০২১-এই আসছে জিওর ফাইভ-জি পরিষেবা, প্রতিশ্রুতি মুকেশ আম্বানির
ফাইল চিত্র

Follow Us

আগামী বছরের মধ্যেই ফাইভ-জি পরিষেবা আনতে চলেছে রিলায়েন্স জিও। ২০২১ সালের দ্বিতীয় ভাগে ভারতে চালু হবে জিও-র ফাইভ-জি পরিষেবা।

আজ মঙ্গলবার ইন্ডিয়া মোবাইল কংগ্রেসের অধিবেশনে রিলায়েন্স ইন্ডাস্ট্রির চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর মুকেশ আম্বানি এ কথা ঘোষণা করেছেন। মুকেশ আম্বানি আরও বলেছেন যে কেন্দ্রীয় সরকারের ‘আত্মনির্ভর ভারত’ প্রকল্পের একটি অংশ জি-র এই ফাইভ জি প্ল্যান।

আজকের অধিবেশনে মুকেশ আম্বানি বলেছেন, “বিশ্বের সব দেশের মধ্যে ভারতই সবচেয়ে ভাল ভাবে ডিজিটালি কানেক্টেড। এর অবস্থায় নতুন প্রকল্পের বাস্তবায়ন করা প্রয়োজনীয়। সেজন্যই আসছে ফাইভ জি পরিষেবা। জিও-র লক্ষ্য সাধ্যের মধ্যে খরচে সব জায়গায় এই পরিষেবা পৌঁছে দেওয়া।“ রিলায়েন্স কর্ণধারের কথায়, উচ্চ প্রযুক্তি সম্পন্ন নেটওয়ার্ক, হার্ডওয়্যার এবং অত্যধুনিক প্রযুক্তির সাহায্যে ফাইভ জি-র পরিষেবা দেওয়া হবে। মুকেশের মতে ‘আত্মনির্ভর ভারত’-এর ভিত্তি স্থাপনে নিঃসন্দেহে এই ফাইভ জি পরিষেবার প্রকল্প মাইলস্টোন তৈরি করবে। শিল্পক্ষেত্রেও রিলায়েন্স জিওর এই পদক্ষেপ বিপ্লব আনতে পারে বলে মনে করছেন তিনি। মুকেশের কথায়, ভারতে চতুর্থ শিল্প বিপ্লবের ঢেউ আসবে জিও ফাইভ জি পরিষেবার হাত ধরেই।

আরও পড়ুন: অ্যানড্রয়েড ফোন আনছে জিও, জেনে নিন কতটা পকেট ফ্রেন্ডলি

প্রসঙ্গত, কিছুদিন আগে ভারতী এয়ারটেলের চেয়ারম্যান সুনীল মিত্তল জানিয়েছিলেন যে ভারতে ফাইভ জি পরিষেবা আসতে এখনও দু থেকে তিন বছর দেরি রয়েছে। মিত্তল আরও জানান যে পরবর্তী প্রজন্মের অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন মোবাইল নেটওয়ার্ক ভারতের সর্বত্র ছড়িয়ে পড়তে এখনও বেশ কিছু বছর সময় লাগবে। এরপরেই ভারতে ফাইভ জি পরিষেবা আগমন প্রসঙ্গে মন্তব্য করেছেন রিলায়েন্স কর্ণধার মুকেশ আম্বানি।

তবে কেবল ফাইভ জি পরিষেবা নয়, অ্যানড্রয়েড স্মার্টফোনও আনতে চলেছে জিও। দাম থাকবে চার হাজারের আশেপাশে। শোনা গিয়েছে, ২০২১ সালের প্রথমভাগেই অ্যানড্রয়েড ফোন লঞ্চ করবে রিলায়েন্স জিও। এর আগে ঠিক করা হয়েছিল যে ডিসেম্বরের প্রথম দিকে লঞ্চ হবে এই ফোন। পরে তা পিছিয়ে যায়। উল্লেখ্য, এর আগেও জিও ফোন তৈরি করেছিল। তবে তা ছিল সাধারণ ফোন। এবার আসছে অ্যানড্রয়েড স্মার্টফোন। গত জুলাই মাসে গুগলের সঙ্গে রিলায়েন্সের একটি চুক্তি হয়েছিল। সেই চুক্তির ভিত্তিতেই ঠিক হয় যে অ্যানড্রয়েড স্মার্টফোন লঞ্চ করবে জিও।

Next Article