Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Jio AirFiber নিয়ে এল 401 টাকার ‘অসাধারণ’ প্ল্যান, এক্কেবারে 1TB ডেটা

Jio AirFiber Rs 401 Plan Details: এই ডেটা বুস্টার প্ল্যানে ব্যবহারকারীদের 1TB ডেটা অফার করা হবে। এই পরিমাণ ডেটা বৈধ থাকবে একটা বিলিং সাইকেল পর্যন্ত। অর্থাৎ চালু যে প্ল্যানটি আপনার কাছে রয়েছে, তার বিলিং সাইকেল চলে এলেই ডেটা বুস্টার প্ল্যান শেষ হয়ে যাবে। তাতে যদি আপনার অনেকটা ডেটা বাকিও থাকে, তাহলে সেটাও শেষ হয়ে যাবে। সেক্ষেত্রে আপনার অতিরিক্ত পরিমাণ ডেটার দরকার হলে ফের ডেটা বুস্টার প্ল্যান রিচার্জ করতে হবে।

Jio AirFiber নিয়ে এল 401 টাকার 'অসাধারণ' প্ল্যান, এক্কেবারে 1TB ডেটা
জিও এয়ারফাইবারের বাম্পার অফার!
Follow Us:
| Edited By: | Updated on: Dec 05, 2023 | 1:20 PM

Jio AirFiber তার ব্যবহারকারীদের জন্য 401 টাকার একটি নতুন প্ল্যান নিয়ে এসেছে। তবে এটি কোনও রেগুলার প্ল্যান নয়। এই 401 টাকার নতুন জিও এয়ারফাইবার প্ল্যানটি আপনি তখনই রিচার্জ করতে পারবেন, যখন একটি চালু প্ল্যানও থাকবে। সুতরাং, জিও এয়ারফাইবার রেগুলার প্ল্যান (599 টাকা, 899 টাকা, 1199 টাকা) বা জিও এয়ারফাইবার ম্যাক্স প্ল্যান (1499 টাকা, 2499 টাকা, 3999 টাকা) এই সব প্ল্যানের যে কোনও একটি রিচার্জ করার পরেই 401 টাকার প্ল্যানটি আপনার ব্যবহারযোগ্য হবে। মনে রাখা জরুরি যে এই প্ল্যানগুলি থাকার অর্থ হল আপনার Jio AirFiber কানেকশন সক্রিয় রয়েছে। Jio AirFiber-এর 401 টাকার প্ল্যানটি আসলে একটি ডেটা বুস্টার প্ল্যান। কী সুবিধা মিলবে এই প্ল্যানের সুবাদে, তা জেনে নেওয়া যাক।

401 টাকার Jio AirFiber প্ল্যান

এই ডেটা বুস্টার প্ল্যানে ব্যবহারকারীদের 1TB ডেটা অফার করা হবে। এই পরিমাণ ডেটা বৈধ থাকবে একটা বিলিং সাইকেল পর্যন্ত। অর্থাৎ চালু যে প্ল্যানটি আপনার কাছে রয়েছে, তার বিলিং সাইকেল চলে এলেই ডেটা বুস্টার প্ল্যান শেষ হয়ে যাবে। তাতে যদি আপনার অনেকটা ডেটা বাকিও থাকে, তাহলে সেটাও শেষ হয়ে যাবে। সেক্ষেত্রে আপনার অতিরিক্ত পরিমাণ ডেটার দরকার হলে ফের ডেটা বুস্টার প্ল্যান রিচার্জ করতে হবে।

তবে চালু প্ল্যানের ডেটা এবং 1TB ডেটা বুস্টার প্ল্যানের পাশাপাশিই খুব কম মানুষই থাকবেন, যাঁদের আরও ডেটার দরকার হবে। তার কারণ রেগুলার জিও এয়ারফাইবার প্ল্যানগুলিতে প্রতি মাসে 3.3TB ডেটা অফার করা হয়। ব্যবহারকারীরা যাঁরা এই প্ল্যানগুলি রিচার্জ করেন, তাঁরা 100 Mbps স্পিডের ডেটা পেয়ে যান। তারপর আর তাঁদের অতিরিক্ত ডেটার দরকারই হবে না।

Jio AirFiber পরিষেবা এখন প্রায় দেশের 21টি রাজ্য এবং 494টি শহরে চালু হয়ে গিয়েছে। 2023 সাল শেষ হতেই দেশের প্রায় সর্বত্রই জিও এয়ারফাইবার চালু হয়ে যাবে। পাশাপাশি Reliance Jio চলতি বছরের শেষেই দেশের সর্বত্র 5G রোলআউট প্রক্রিয়াটি সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নিয়েছে। আপনি যদি নতুন Jio AirFiber কানেকশন নিতে চান, তার জন্য Jio ওয়েবসাইটে যেতে পারেন বা 60008-60008 নম্বরে একটা মিসড্ কল দিতে পারেন।