কোয়েলের হাত থেকে নতুন ফোন! ‘খোসলা ইলেক্ট্রনিক্স’-এর চমকে জমজমাট Vivo-র নতুন মোবাইল লঞ্চের সন্ধ্যা
এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টলিউড কুইন কোয়েল মল্লিক, যিনি নিজে হাতে প্রথম ২০ জন ক্রেতার হাতে এই নতুন স্মার্টফোন তুলে দিলেন। তাঁর উপস্থিতি এই সন্ধ্যা হয়ে ওঠে আরও উজ্জ্বল।

নয়া মোবাইলের প্রতি ঝোঁক কার নেই বলুন তো! আর তা যদি নতুন লঞ্চ হয়, তাহলে বলাই বাহুল্য। তবে চমক এখানেই শেষ নয়, প্রথম ২০ জন ক্রেতাকে আবার সেই ফোন হাতে তুলে দেবেন কোয়েল মল্লিক। এ সুযোগ হাত ছাড়া করা যায় কি! একেবারেই নয়। তাই খোসলা ইলেক্ট্রনিক্স-এর ইভেন্ট ভরে উঠল দর্শক-ক্রেতাদের উচ্ছ্বাসে।
খোসলা ইলেক্ট্রনিক্স, এই নাম এখন বহুল চর্চিত। বৈদ্যুতিক জিনিস বিক্রয়ের ক্ষেত্রে তারা সাধারণের আস্থা জিতেছেন বহু দিন। এবার নয়া পদক্ষেপ করে সকলের নজরে এল এই সংস্থা। প্রথমবার বাংলার বুকে এক্সক্লুসিভ কাস্টমার ইভেন্টে Vivo X200 FE ও Vivo X Fold 5 লঞ্চ করল এই রিটেইল ব্র্যান্ড।
এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টলিউড কুইন কোয়েল মল্লিক, যিনি নিজে হাতে প্রথম ২০ জন ক্রেতার হাতে এই নতুন স্মার্টফোন তুলে দিলেন। তাঁর উপস্থিতি এই সন্ধ্যা হয়ে ওঠে আরও উজ্জ্বল। রিটেইল ব্র্যান্ডের অফার, সঙ্গে কোয়েল মল্লিকের সাক্ষাৎ, দুই মিলে এদিনের অনুষ্ঠান হয়ে ওঠে বেশ আকর্ষণীয়। এই প্রোডাক্ট লঞ্চ ইভেন্ট পরিচালনা করেন ভিভো ইন্ডিয়ার তরফ থেকে এবং খোসলা ইলেক্ট্রনিক্সের ডিরেক্টরেরা, মনোজ খোসলা ও মণীশ খোসলা। উদ্বোধনী অনুষ্ঠানে ছিল ভিভো ফোনের লাইভ ডেমো, ইন্টার্যাক্টিভ এক্সপেরিয়েন্স জোন এবং বিশেষ অফার – যা গোটা ইভেন্টকে বেশ চমকপ্রদ করে তোলে।
