সাত সিটের এমপিভি মডেল লঞ্চ করতে চলেছে কিয়া, ২০২২- এর প্রথম ভাগেই আসতে পারে নতুন গাড়ি

Sohini chakrabarty |

Apr 28, 2021 | 11:29 AM

কিয়ার ক্ষেত্রে তিন রো- এর গাড়িতে ৬ এবং ৭ দু'ধরণের সিট অ্যারেঞ্জমেন্টই লক্ষ্য করা গিয়েছে।

সাত সিটের এমপিভি মডেল লঞ্চ করতে চলেছে কিয়া, ২০২২- এর প্রথম ভাগেই আসতে পারে নতুন গাড়ি
ছবি প্রতীকী

Follow Us

সাত সিটের নতুন এমপিভি লঞ্চ করতে চলেছে অটোমোবাইল সংস্থা কিয়া। নতুন ব্র্যান্ড আইডেন্টিটি ঘোষণার পাশাপাশি নতুন লোগো এবং স্লোগানও লঞ্চ করেছে কিয়া মোটরস। ২০২২ সালের প্রথম দিকেই এই নতুন গাড়ি লঞ্চের পরিকল্পনা করেছে কিয়া ইন্ডিয়ার। অটোমোবাইল সংস্থার তরফে বলে হয়েছে নতুন প্রোডাক্ট লঞ্চের মাধ্যমে একটি নতুন সেগমেন্টের এন্ট্রি করবে কিয়া।

কিয়া ইন্ডিয়ার তরফে অবশ্য এখনও বিশদের তাদের নতুন গাড়ির ব্যাপারে সেভাবে কিছু জানানো হয়নি। তবে সূত্রের খবর, যে নতুন গাড়ি কিয়া মোটরস ইন্ডিয়া আনতে চলেছে তার কোডনেম হতে পারে কিয়া কেওয়াই। মোট তিনটি রো জুড়ে সাতটি সিট থাকবে এই গাড়িতে। এসইউভি বা এমপিভি যাই বলা হোক না কেন, কিয়ার নতুন সাত সিটের এই গাড়ি সংস্থার জনপ্রিয় ‘সেলটস’ প্ল্যাটফর্মের উপর ভিত্তি করেই রিলিজ করা হবে।

তবে মনে করা হচ্ছে সেলটসের তুলনায় এই গাড়ির ডিজাইন এবং লুক কিছুটা আলাদা হবে। সম্প্রতি নতুন জেনারেশনের কিয়া কার্নিভালে এবশ কিছু স্টাইলিং এবং ডিজাইন প্রকাশ্যে এসেছে। নতুন সেভেন সিটার গাড়ির ক্ষেত্রে স্পোর্টি লুক দিতে সেই ধরণের স্টাইল বা ডিজাইনের ব্যবহার করা হতে পারে।

কিয়ার ক্ষেত্রে তিন রো- এর গাড়িতে ৬ এবং ৭ দু’ধরণের সিট অ্যারেঞ্জমেন্টই লক্ষ্য করা গিয়েছে। কীভাবে সিট অ্যারেঞ্জমেন্ট হবে তা বোঝানোর ক্ষেত্রে বলা হয়েছে সম্ভবত কিয়ার নতুন ৭ সিটের এমপিভি গাড়ি মারুতি সুজুকি এরটিগা কিংবা টয়োটা ইনোভা ক্রিস্টা- র মতো দেখতে হতে পারে। অর্থাৎ সিট অ্যারেঞ্জমেন্ট হতে পারে। এছাড়াও মিল থাকতে পারে এমজি হেক্টর প্লাস, টাটা সাফারি কিংবা হুন্ডাই অ্যালকাজার মডেলের সঙ্গেও।

আরও পড়ুন- বাজাজ পালসারের ‘Dagger Edge’ এডিশন লঞ্চ হল ভারতে, একাধিক নতুন রঙে পাওয়া যাবে চারটি বাইক

গাড়ি বিশেষজ্ঞদের অনেকের মতে, কিয়ার নতুন ৭ সিটের এমপিভি গাড়িতে হুন্ডাই অ্যালকাজার- এর মতো ১.৫ লিটারের ডিজেল এবং ২ লিটারের পেট্রোল ইঞ্জিন থাকতে পারে। সেই সঙ্গে অটোম্যাটিক এবং ম্যানুয়াল ট্রান্সমিশন অপশনও থাকতে পারে কিয়ার এই গাড়িতে। সম্ভবত ২০২২ সালের জানুয়ারি কিংবা ফেব্রুয়ারি মাসেই লঞ্চ হবে কিয়ার এই নতুন ৭ সিটের গাড়ি। সাধ্যের মধ্যে অর্থাৎ অ্যাফোর্ডেবল রেঞ্জেই এমপিভি মডেলের দাম ধার্য করা হবে বলে শোনা গিয়েছে।

Next Article