AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বাজাজ পালসারের ‘Dagger Edge’ এডিশন লঞ্চ হল ভারতে, একাধিক নতুন রঙে পাওয়া যাবে চারটি বাইক

বাইকের বাইরের অংশের রঙ এবং গ্র্যাফিক্স ও হাইলাইট ছাড়া আর কোনও পরিবর্তনই হয়নি।

বাজাজ পালসারের 'Dagger Edge' এডিশন লঞ্চ হল ভারতে, একাধিক নতুন রঙে পাওয়া যাবে চারটি বাইক
চারটি বাইক রয়েছে 'Dagger Edge'  এডিশনে।
| Updated on: Apr 27, 2021 | 7:44 PM
Share

ভারতে লঞ্চ হল বাজাজ অটোর ‘Dagger Edge’ এডিশন। এই এডিশনে রয়েছে পালসার রেঞ্জের বিভিন্ন মোটরসাইকেল। এই নতুন ‘Dagger Edge’ এডিশনের বাইকের ক্ষেত্রে প্রতিটি পালসার মডেলেই এক্সটিরিয়র পেন্ট অর্থাৎ বাইকের বাইরের অংশের রঙ এবং সেই গ্র্যাফিক্সে পরিবর্তন এসছে। তবে শুধুমাত্র এই এক্সটিরিয়র পরিবর্তনের বদলে আর কোনও বদল আসেনি পালসারের এইসব বাইকে।

বাজা অটোর এই ‘Dagger Edge’ এডিশনে পালসার রেঞ্জের মোট চারটি বাইক রয়েছে। পালসা ১৫০, পালসার ১৫০ টুইন-ডিস্ক, পালসার ১৮০ এবং পালসার ২২০এফ— এই চারটি বাইক রয়েছে ‘Dagger Edge’  এডিশনে।

কোন বাইকের দাম কত-

পালসার ১৫০- এই বাইকের দাম ১,০১,৮১৮ টাকা।

পালসার ১৫০ টুইন-ডিস্ক- এই বাইকের দাম ১,০৪,৮১৯ টাকা।

পালসার ১৮০- এই বাইকের দাম ১,০৯,৬৫১ টাকা

পালসার ২২০এফ- এই বাইকটির দাম ১,২৮,২৫০।

পালসার ১৫০ ‘Dagger Edge’ এডিশনে রয়েছে দুটো ম্যাটে কালার অপশন। পার্ল হোয়াইট এবং স্যাফায়ার ব্লু, এই দু’টি নতুন রঙে পাওয়া যাবে পালসারের এই মডেল। এর আগের এডিশনের বাইকের ক্ষেত্রে মাডগার্ড এবং রিমের ক্ষেত্রে লাল রঙের হাইলাইট করা ছিল। তবে নতুন এডিশনের ক্ষেত্রে ফ্রন্ট মাডগার্ড এবং রিমের উপর সাদা রঙের হাইলাইট করা রয়েছে।

পালসার ১৮০ ‘Dagger Edge’ এডিশনের বাইকে তিনটি ম্যাটে কালার অপশন। পার্ল হোয়াইট, ভলক্যানিক রেড এবং স্পার্কেল ব্ল্যাক— এই তিনটি রঙে পাওয়া যাবে বাইকটি। ভলক্যানিক রেড রঙের বাইকে সাদা-কালো গ্র্যাফিক্স লক্ষ্য করা যাবে। স্পার্কেল ব্ল্যাক রঙে কেবলমাত্র রেড গ্র্যাফিক্স এবং হাইলাইটস থাকবে।

আরও পড়ুন- থার্ড জেনারেশন সুজুকি হায়াবুসা লঞ্চ হল ভারতে, চড়া দামের নতুন স্পোর্টসবাইকে রয়েছে অত্যাধুনিক সব ফিচার

টপ লিস্টার পালসার ২২০এফ বাইকে পার্ল হোয়াইট, স্যাফায়ার ব্লু, ভলক্যানিক রেড এবং স্পার্কেল ব্ল্যাক— এই চারটি রঙই দেখতে পাওয়া যাবে।

বাইকের বাইরের অংশের রঙ এবং গ্র্যাফিক্স ও হাইলাইট ছাড়া আর কোনও পরিবর্তনই হয়নি।