কিয়ার প্রথম ‘ডেডিকেটেড ইলেকট্রিক ভেহিকেল’ ইভি-৬, প্রকাশ্যে এল প্রথম ছবি

Sohini chakrabarty |

Mar 09, 2021 | 3:45 PM

প্রথম ডেডিকেটেড ইলেকট্রিক ভেহিকেল হলেও ইভি-৬ কিয়ার প্রথম ইলেকট্রিক ভেহিকেল নয়। এর আগে ই-নিরো এবং সোল ইভি এই দু'টি মডেল সংযোজন করা হয়েছিল কিয়ার অল ইলেকট্রিক পোর্টফোলিওতে।

কিয়ার প্রথম ডেডিকেটেড ইলেকট্রিক ভেহিকেল ইভি-৬, প্রকাশ্যে এল প্রথম ছবি
ঝকঝকে ডিজাইনের স্মার্ট ইলেকট্রিক গাড়ি আনছে কিয়া।

Follow Us

বিশ্বজুড়ে ক্রমাগত চাহিদা বাড়ছে ইলেকট্রিক গাড়ির। এর মধ্যেই নিজেদের ইলেকট্রিক গাড়ি ইভি-৬ মডেলের ছবি প্রকাশ্যে আনল কিয়া। তবে ইভি-৬ কিয়ার প্রথম ইলেকট্রিক গাড়ি নয়। এর আগে ই-নিরো এবং সোল ইভি এই দু’টি মডেল সংযোজন করা হয়েছিল কিয়ার অল ইলেকট্রিক পোর্টফোলিওতে।

এই ইভি-৬, এমন একটি প্ল্যাটফর্মে যুক্ত করা হয়েছে, যেটি বিশেষভাবে ইলেকট্রিক গাড়ি নির্মাণের জন্যই ডেভেলপ করা হয়েছে। এই নতুন প্ল্যাটফর্মের নাম ইলেকট্রিক গ্লোবাল মডিউলার প্ল্যাটফর্ম বা E-GMP। টিজার ইমেজে বোঝা গিয়েছে স্লিক ডিজাইনের হতে চলেছে এই গাড়ি। স্লিম ডিজাইনের এলইডি প্যাটার্নের হেডলাইট রয়েছে এই ইলেকট্রিক গাড়িতে। এছাড়া গাড়ির ফ্রন্ট এন্ড বা সমনের অংশ বেশ স্লিক অর্থাৎ সরু। যেটুকু ডিজাইন প্রকাশ্যে এসেছে, তাতে এটা স্পষ্ট যে মডার্ন ঝকঝকে একটি ইলেকট্রিক গাড়ি আনতে চলেছে কিয়া। সামনের বনেটের অংশ অনেকটা বড় হলেও, পিছনের অংশ বিশেষ বড় নয়।

কিয়া গ্লোবাল ডিজাইন সেন্টারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং হেড করিম হাবিব জানিয়েছেন, ইভি৬ মডেল এমন একটি ডিজাইন প্রকাশ করবে যা যাত্রাপথকে অনুপ্রেরণা দেবে। সধারণ অথচ ঝকঝকে ডিজাইনের এই গাড়ি চালিয়ে দারুণ অভিজ্ঞতা পাবেন আরোহীরা। গাড়ির নামের আগে ‘EV থাকারও বিশেষ কারণ রয়েছে। যাতে কিয়ার এই প্রোডাক্ট দেখলে সাধারণ মানুষ বুঝতে পারেন যে এটা পুরোপুরি ইলেকট্রিক গাড়ি।

সূত্রের খবর, ২০২১ সালের প্রথমার্ধেই লঞ্চ হবে এই গাড়ি।

Next Article