মঙ্গলবার ভারতে লঞ্চ হয়েছে মোটরোলার দু’টি নতুন মডেল। মোটো জি৩০ এবং মোটো জি১০ পাওয়ার— এই দুই মডেল লঞ্চ হয়েছে। গত ফেব্রুয়ারি মাসে এই দু’টি মডেল লঞ্চ হয়েছিল ইউরোপে। দু’টি মডেলেই রয়েছে ওয়াটার ড্রপ স্টাইল ডিসপ্লে নচ।
ভারতের বাজারে এই দু’টি ফোনের দাম-
মোটো জি ৩০ মডেলের ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১০,৯৯৯ টাকা। ডার্ক পার্ল এবং প্যাস্টেল স্কাই কালারে পাওয়া যাবে এই মডেল।
অন্যদিকে মোটো জি ১০ পাওয়ার মডেলের ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজের দাম ৯৯৯৯ টাকা। অরোরা গ্রে এবং ব্রিজ ব্লু কালার অপশনে পাওয়া যাবে এই মডেল।
১৭ মার্চ থেকে ফ্লিপকার্টে মোটো জি ৩০ মডেলের উপর সেল শুরু হবে। এর ঠিক একদিন আগে ১৬ মার্চ থেকে অনলাইন ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টে মোটো জি ১০ পাওয়ার কিনতে পারবেন ক্রেতারা।
মোট জি ১০ পাওয়ারের বিভিন্ন ফিচার-
১। ডুয়াল সিমের এই ফোনে রয়েছে অ্যানড্রয়েড ১১ ভার্সান। সেই সঙ্গে রয়েছে ৬.৫ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে। এর পাশাপাশি থাকছে octa-core Qualcomm Snapdragon 460 SoC।
২। ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেনসরের সঙ্গে এই মডেলে থাকবে ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সসর, এ মেগাপিক্সেল সেনসরের ম্যাক্রো লেন্স এবং ২ মেগাপিক্সেল ডেপথ সেনসর। এছাড়াও থাকছে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
৩। এই মডেলের ব্যাটারি 6,000mAh। ফোনের ওজন ২২০ গ্রাম।
মোটো জি ৩০ মডেলের বিভিন্ন ফিচার-
১। এই মডেলেও রয়েছে অ্যানড্রয়েড ১১ ভার্সান। সেই সঙ্গে রয়েছে ৬.৫ ইঞ্চি এইচডি প্লাস (720×1,600 pixels) ম্যাক্স ভিসন টিএফট ডিসপ্লে। রিফ্রেশ রেট 90Hz। সেই সঙ্গে রয়েছে, octa-core Qualcomm Snapdragon 662 SoC।
২। ক্যামেরায় ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেনসর ছাড়াও এই মডেলের ক্যামেরায় থাকছে ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল শুটার, ২ মেগাপিকেল ম্যাক্রো শুটার এবং ২ মেগাপিক্সেল ডেপথ সেনসর। এছাড়াও রয়েছে ১৩ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।