Electricity Bill Scam: ইলেকট্রিক বিলে প্রহর গুনছে বিপদ, সামান্য ভুলে ভ্যানিশ আপনার সঞ্চয়

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Dec 24, 2022 | 6:38 PM

Phone Call Scam: 'বিদ্যুৎ বিল জমা দিন'- এমনই মেসেজ আসছে ফোনে। সেই মেসেজের মাধ্যমে বিদ্যুতের বিল জমা দিতে গিয়ে প্রায় 5 লক্ষ টাকা খুইয়েছেন বেঙ্গালুরুর এক বাসিন্দা।

Electricity Bill Scam: ইলেকট্রিক বিলে প্রহর গুনছে বিপদ, সামান্য ভুলে ভ্যানিশ আপনার সঞ্চয়

Follow Us

New Scam 2022: চোখ-কান খোলা না রাখলেই বিপদ। ওঁত পেতে আছে প্রতারণা চক্র। আপনার সামান্য ভুলে ফাঁকা হয়ে যাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এতদিন অনলাইন লেনদেনে বিপদ ছিল, এবার প্রতারকদের নজর আমআদমির বিদ্যুৎ বিলে। সম্প্রতি, ‘বিদ্যুৎ বিল জমা দিন’- এমনই মেসেজ আসছে ফোনে। সেই মেসেজের মাধ্যমে বিদ্যুতের বিল জমা দিতে গিয়ে প্রায় 5 লক্ষ টাকা খুইয়েছেন বেঙ্গালুরুর এক বাসিন্দা। আবার কোনও ক্ষেত্রে এমনও বলা হচ্ছে যে, অবিলম্বে টাকা না দিলে বিদ্যুৎ সংযোগই নাকি বিচ্ছিন্ন করে দেওয়া হবে। তবে জেনে রাখুন, এমন মেসেজ সম্পূর্ণ ভুয়ো।

সম্প্রতি এই ফাঁদে পা দেওয়ার কারণে বেঙ্গালুরুর একজন 56 বছরের ব্য়বসায়ীর 4.9 লাখ টাকা খোয়া গিয়েছে। এছাড়াও বেঙ্গালুরুর একাধিক বাসিন্দা এই ফাঁদে পা দিয়ে কয়েক লাখ টাকা হারিয়েছেন। এই ব্য়বসায়ী ওয়েস্ট ডিভিশন সাইবার ক্রাইমে সম্পূর্ণ বিষয়টা জানিয়ে অভিযোগ করেছেন যে কীভাবে তাঁর সঙ্গে প্রতারণা করা হয়েছে।

তিনি আরও জানিয়েছেন যে, একজন ব্য়ক্তি তাঁকে ফোন করে বেঙ্গালুরু ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেডের অফিসার বলে পরিচয় দেন। আর ফোনে বলেন যে “আপনার ইলেকট্রিসিটি বিল বাকি আছে, এক্ষুনি সেই বিল না দিলে বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হবে।”

তারপর যখন সেই ব্যবসায়ী জানতে চান যে কীভাবে ইলেকট্রিসিটি বিলের টাকা দেবেন। তারপর তিনি একটি ‘Teamviewer Quick’নামে মোবাইল অ্যাপ এর লিংক পাঠান এবং বলেন এটাকে ডাউনলোড করে নিতে। যখন উনি এই অ্যাপ ডাউনলোড করেন, তখন ফোনের ওপারে থাকা সেই প্রতারক তাঁর মোবাইলের সমস্ত তথ্য পেয়ে যায়। এরপর সেই ব্যক্তির অ্যাকাউন্ট থেকে 4.9 লাখ টাকা চুরি হয়ে যায়। তিনি জানান সাধারণত ট্রুকলার লিঙ্ক (Truecaller Link) ব্যবহার করেই প্রতারকরা এই ধরণের স্ক্য়াম করছে।

এই সব স্ক্যাম থেকে বাঁচবেন কী করে?

আপনাকে যদি কেউ ফোন করে বলে ইলেক্ট্রিসিটি অফিস থেকে ফোন করা হয়েছে বা মেসেজ পাঠানো হয়েছে, তবে তা বিশ্বাস করবেন না। কারণ সেগুলি আদতে ভুয়ো লিঙ্ক। কোনও রকম কোনও অ্যাপ ডাউনলোড করবেন না। কোন নম্বর দিয়ে মেসেজ এসেছে দেখুন। আপনি যদি সত্যি বিল জমা না দিয়ে থাকেন তাহলে ইলেকট্রিসিটি অফিসে গিয়ে যোগাযোগ করুন।

Next Article