লঞ্চের আগে ফাঁস হয়ে গেল এমআই ১১-এর ডিজাইন থেকে শুরু করে স্পেসিফিকেশনসের ছবি

শুভঙ্কর চক্রবর্তী |

Dec 26, 2020 | 12:00 PM

এমআই সিরিজের ফোনে, কিউএইচডি+রেজোলিউশনের সঙ্গে থাকবে ১২০ গিগাহার্টজ রিফ্রেশ রেট।

লঞ্চের আগে ফাঁস হয়ে গেল এমআই ১১-এর ডিজাইন থেকে শুরু করে স্পেসিফিকেশনসের ছবি
এমআই ১১

Follow Us

সরকারিভাবে লঞ্চ হওয়ার কথা আগামি ২৮ ডিসেম্বর। তবে তার হয়ে গেল ডিজাইন থেকে শুরু করে স্পেসিফিকেশনসের যাবতীয় ছবি। খবর এও যে মোট চারটে রঙের অপশন থাকছে নতুন এমআই-১১ ফোনে। সবকিছু একেবারে ঠিক ছিল। দুদিন বাদে চিনে প্রথম লঞ্চ হবে শাওমির এমআই ১১। এবং তারপর বিশ্ব বাজার এবং ভারতে পরের বছর আসতে চলেছে এমআই ১১।

‘উইবো’ নামক এক ওয়েবসাইটে ফাঁস হয়ে যায় সব ছবি। নতুন হ্যান্ডসেটটির স্পেসিফিকেশন সংক্রান্ত তথ্য জনসমক্ষে চলে আসে। নভেম্বর সিকিউরিটি প্যাচের সঙ্গে অ্যান্ড্রয়েড ১১ ভার্সান এ ফোনে থাকছে এমআইইউআই  ১২ ইন্টারফেস। থাকছে ১২ জিবি র‌্যাম। ছবিতে এও দেখা যাচ্ছে, কোয়ালকম ফ্ল্যাগশিপ স্ন্যাপড্রাগন ৮৮৮ এসওসি এবং ২.৮৪ গিগাহার্টজ।

 

ফাঁস হয়ে যাওয়া সেই ছবি

 

ফোন প্রস্তুতকারক সংস্থা শাওমি আগেই জানিয়ে ছিল, অ্যাডাভান্স টেকনোলজি ডিসপ্লে থাকছে ফোনে। থাকছে কার্ভড ডিসপ্লে হ্যান্ডসেটিতে রয়েছে কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাস প্রোটেকশন। এমআই সিরিজের ফোনে, কিউএইচডি+রেজোলিউশনের সঙ্গে থাকবে ১২০ গিগাহার্টজ রিফ্রেশ রেট।

আরেকটি ছবিতে দেখা যাচ্ছে এমআই-১১ ফোনের পিছনদিকে পুরোপুরিভাবে ম্যাট ফিনিশ। দেখে যা মনে হচ্ছে চামড়ার এক আস্তরণ রয়েছে। তিনটে রেয়ার ক্যামেরা রয়েছে। সঙ্গে থাকছে এলইডি ফ্ল্যাশ মডিউল।

 

Next Article