মাইক্রোম্যাক্সের নতুন ফোন আসছে মার্চে, থাকতে পারে ৫জি পরিষেবা

Sohini chakrabarty |

Mar 14, 2021 | 2:57 PM

গতবছর নভেম্বর মাসে স্মার্টফোনের বাজারে কামব্যাক করেছিল এই সংস্থা। লঞ্চ হয়েছিল মাইক্রোম্যাক্স ইন নোট ১ এবং ইন ১ বি।

মাইক্রোম্যাক্সের নতুন ফোন আসছে মার্চে, থাকতে পারে ৫জি পরিষেবা
সবদিক থেকেই মাইক্রোম্যাক্সের নতুন ফোন গ্যাজেট প্রেমীদের তাক লাগিয়ে দেবে বলে দাবি করেছে সংস্থা।

Follow Us

ভারতে যেসমস্ত সংস্থা স্মার্টফোন নির্মাণ করে তাদের মধ্যে অন্যতম মাইক্রোম্যাক্স। ভারতের নিজস্ব মোবাইল নির্মাণকারী সংস্থা এবার লঞ্চ করতে চলেছে তাদের নতুন স্মার্টফোন ইন ১। আগামী ১৯ মার্চ এই ফোন লঞ্চ হবে। স্থানীয় সময় দুপুর ১২টায় সেদিন নিজেদের অফিশিয়াল ওয়েবসাইট থেকে লঞ্চ ইভেন্ট লাইভ করবেন মাইক্রোম্যাক্স কর্তৃপক্ষ। গতবছর নভেম্বর মাসে স্মার্টফোনের বাজারে কামব্যাক করেছিল এই সংস্থা। লঞ্চ হয়েছিল মাইক্রোম্যাক্স ইন নোট ১ এবং ইন ১ বি।

আরও পড়ুন- অ্যামাজনের অ্যাপেল ডে সেল: আইফোন ১২ মিনি, ১১ প্রো মডেলে আকর্ষণীয় ছাড়

ইতিমধ্যেই মাইক্রোম্যাক্সের তরফে টুইট করে নতুন মডেল লঞ্চের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। টুইটে মাইক্রোম্যাক্স কর্তৃপক্ষ জানিয়েছেন, ভারতের নতুন ব্লকবাস্টার আসছে। অতএব হাতে পপকর্ন নিয়ে সেই মুহূর্তের সাক্ষী হওয়ার জন্য তৈরি থাকুন। ম্যাজিক-মশলা-প্রোডাকশন, সবদিক থেকেই মাইক্রোম্যাক্সের নতুন ফোন গ্যাজেট প্রেমীদের তাক লাগিয়ে দেবে বলে দাবি করেছে সংস্থা।

এর আগে মাইক্রোম্যাক্সের কো-ফাউন্ডার রাহুল শর্মা দাবি করেছিলেন, খুব তাড়াতাড়ি ৫জি ফোন লঞ্চ করবে তাঁদের সংস্থা। রাহুল এও বলেছিলেন, বেঙ্গালুরুর টিম এই ব্যাপারে কাজও শুরু করেছে। এর পাশাপাশি রাহুল বলেছিলেন, ৫জি ফোন সম্ভবত ২০২১ সালের এপ্রিল মাস নাগাদ লঞ্চ হবে। রাহুলের কথার সূত্র ধরেই অনুমান করা হচ্ছে হয়তো মাইক্রোম্যাক্সের নতুন মডেল ইন ১- এ ৫জি পরিষেবা থাকতে পারে। যদিও সংস্থার তরফে আনুষ্ঠানিক ভাবে ফোনের ফিচার এবং দাম সম্পর্কে কোনও তথ্য এখনও প্রকাশ করা হয়নি।

সম্ভাব্য ফিচার-

১। মাইক্রোম্যাক্সের নতুন ফোন ইন ১- এ থাকতে পারে ৬.৬৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস হোল পাঞ্চ ডিসপ্লে।

২। এই মডেলে থাকতে পারে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরার সঙ্গে থাকতে পারে একটি ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি ক্যামেরা এবং একটি ২ মেগাপিক্সেল শুটার। ফ্রন্ট ক্যামেরায় থাকতে পারে ৮ মেগাপিক্সেল সেলফি শুটার।

৩। এই ফোনের ব্যাটারি হতে পারে ৫০০০এমএএইচ। সেই সঙ্গে থাকতে 18W ফাস্ট চার্জিং সাপোর্ট।

৪। ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যেতে পারে এই ফোন।

Next Article