অ্যামাজনের অ্যাপেল ডে সেল: আইফোন ১২ মিনি, ১১ প্রো মডেলে আকর্ষণীয় ছাড়

শুধুমাত্র ফোন নয়, আইপ্যাডেও থাকছে অফার।

অ্যামাজনের অ্যাপেল ডে সেল: আইফোন ১২ মিনি, ১১ প্রো মডেলে আকর্ষণীয় ছাড়
এইচডিএফসি-র কার্ড হোল্ডারদের জন্য থাকছে নো-কস্ট ইএমআই অপশন।
Follow Us:
| Updated on: Mar 14, 2021 | 2:26 PM

অ্যাপেলের ফোনে বিশেষ ছাড় দিচ্ছে অনলাইন শপিং সংস্থা অ্যামাজন। আগামী ১৭ মার্চ পর্যন্ত চলবে অ্যামাজনের ‘অ্যাপেল ডে সেল’। আইফোনের লেটেস্ট ১২ সিরিজ এবং ১১ সিরিজের বিভিন্ন মডেলের উপর থাকছে আকর্ষণীয় ছাড়। এইচডিএফসি ব্যাঙ্কের কার্ড হোল্ডারদের ক্ষেত্রে থাকছে বিশেষে সুবিধা। এই ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে ফোন কিনলে ক্রেতারা ইন্সট্যান্ট ৬ হাজার টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন।

শুধুমাত্র ফোন নয়, আইপ্যাডেও থাকছে অফার। এইচডিএফসি ব্যাঙ্কের ডেবিট বা ক্রেডিট কার্ডে আইপ্যাড কিনলে ৩ হাজার টাকা ছাড় পাবেন ক্রেতারা। এছাড়াও এইচডিএফসি-র কার্ড হোল্ডারদের জন্য থাকছে নো-কস্ট ইএমআই অপশন।

কোন ফোনে কত ছাড়-

১। সবচেয়ে ছোট আইফোন, ১২ সিরিজের আইফোন ১২ মিনি অ্যামাজনের অ্যাপেল ডে সেলে পাওয়া যাবে ৬৭,১০০ টাকা। এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে ফোন কিনলে এই দামের উপর আরও ৬ হাজার টাকা ছাড় পাবেন ক্রেতারা।

এই ফোনে রয়েছে ফাস্টেস্ট চিপ। এ১৪ বায়োনিক চিপ ছাড়াও এই ফোনে রয়েছে ৫,৪ ইঞ্চি সুপার রেটিনা এক্সডিআর ডিসপ্লে। আইফোন ১২ মিনি- র উপর রয়েছে সেরামিক শিল্ড, এই শিল্ড অন্যান্য যেকোনও স্মার্টফোনের তুলনায় অনেকগুণ শক্ত। এই মডেলের ক্যামেরাতেও রয়েছে চমক। ডুয়াল ক্যামেরা সিস্টেমে রয়েছে ১২ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড এবং ওয়াড ক্যামেরা। সেই সঙ্গে রয়েছে নাইট মোড, ডিপ ফিউশন, স্মার্ট এইচডিআর৩, ৪কে ডলবি ভিসন এইচডআর রেকর্ডিংয়ের সুবিধা। ফ্রন্ট ক্যামেরায় রয়েছে ১২ মেগাপিক্সেল ট্রুডেপথ ক্যামেরা (নাইট মোড এবং ৪কে ডলবি ভিসন এইচডিআর রেকর্ডিংয়ের ফিচার- সহ)।

২। আইফোন ১১ প্রো, এই মডেল পাওয়া যাচ্ছে  ৭৯,৯০০ টাকায়। পুরনো মডেল এক্সচেঞ্জ করে এই ফোন কিনলে ক্রেতারা নতুন ফোনের ক্ষেত্রে ৭৯,৯০০ টাকার উপর ১২,৫৫০ টাকা ছাড় পাবেন।

এই মডেলে রয়েছে ৫.৮ ইঞ্চির সুপার রেটিনা XDR OLED ডিসপ্লে। ট্রিপল ক্যামেরা সিস্টেমে রয়েছে ১২ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড, ওয়াইড এবং টেলিফটো ক্যামেরা। সেই সঙ্গে রয়েছে নাইট মোড, পোর্ট্রেট মোড এবং ৪কে ভিডিয়ো (আপটু ৬০এফপিএস)- এর ফিচার। ফ্রন্ট ক্যামেরায় রয়েছে ১২ মেগাপিক্সেল ট্রুডেপথ ক্যামেরা (পোর্ট্রেট মোড, ৪কে ভিডিয়ো এবং স্লো-মো অপশন- সহ)।

৩। আইপ্যাডের ক্ষেত্রে এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট বা ডেবিড কার্ডে কেনা হলে ক্রেতারা ইন্সট্যান্ট ৩ হাজার টাকা ছাড় পাবেন। এক্ষেত্রে ক্রেতাদের মোট সাশ্রয় হবে প্রায় ৯ হাজার টাকা।