দেশের অর্থনীতি সম্পর্কিত সব তথ্য এবার এক ক্লিকে, এল নতুন অ্যাপ ‘বোলসুবোল’
বাজারে এল নতুন অ্যাপ ‘বোলসুবোল’। যার সাহায্যে ভোটাররা দেশের অর্থনীতি সম্পর্কিত যাবতীয় তথ্য ও পরিসংখ্যান বিষদে জানতে পারবে বলেই জানাচ্ছে সংস্থাটি।
চার রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে আসন্ন বিধানসভা নির্বাচনের ঠিক আগে নতুন চমক স্টার্টআপ সংস্থা ‘ডেমোক্রেটিকা’র। বাজারে এল নতুন অ্যাপ ‘বোলসুবোল’। যার সাহায্যে ভোটাররা দেশের অর্থনীতি সম্পর্কিত যাবতীয় তথ্য ও পরিসংখ্যান বিষদে জানতে পারবে বলেই জানাচ্ছে সংস্থাটি।
ওই স্টার্টআপ সংস্থার আরও দাবি, শুধু তথ্য-পরিসংখ্যানই নয়, ভারতের সমস্ত নির্বাচনী কেন্দ্রের গত ৬০ বছরের অর্থনৈতিক এবং রাজনৈতিক তথ্যও জানা যাবে ওই অ্যাপের মাধ্যমে। সে প্রসঙ্গে শুক্রবার ওই সংস্থার অন্যতম কর্মকর্তা রিতেশ বর্মা বলেন, “নির্বাচন কমিশন ছাড়া ভোটারদের জ্ঞান বৃদ্ধির জন্য কোনও রাজনৈতিক দলকেই সেভাবে প্রচেষ্টা নিতে দেখা যায় না। আর সে জন্যই এই অ্যাপ। এই অ্যাপ আদপে এক শক্তিশালী মাইক্রোব্লগিং টুল।”
এই অ্যাপের মাধ্যমে শুধুমাত্র যে নির্বাচন সংক্রান্ত তথ্যই পাওয়া যাবে তা নয়, থাকছে ‘নলেজ গেম’ও। ভোটারদের ভোট সংক্রান্ত কতটা জ্ঞান রয়েছে তাও যাচাই করা যাবে ‘বোলসুবোল’-এর মাধ্যমে, জানাচ্ছেন সংস্থার আর এক কর্মকর্তা শেষগিরি আনেগন্ডী। তাঁর কথায়, “অ্যাপটির কিছু কিছু ফিচারের জন্য পয়সা দিতে হলেও বেশিরভাগটি ব্যবহার করা যাবে বিনামূল্যে।”
প্রসঙ্গত, ভারতের চার রাজ্যের মধ্যে অসম এবং পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট গ্রহণ হতে চলেছে আগামী ২৭ মার্চ। অন্যদিকে কেরল, তামিলনাড়ু এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে ভোটগ্রহণের দিন ধার্য হয়েছে আগামী ৬ এপ্রিল।