Samsung Galaxy S23 Ultra 5G ফোনে 18,000 টাকা ছাড়, Amazon-এর দুর্দান্ত ছাড়

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Jun 24, 2023 | 7:40 PM

Amazon Sale-এ সবথেকে আকর্ষণীয় অফারটি পাওয়া যাচ্ছে Samsung Galaxy S23 Ultra 5G ফোনটিতে। 18,000 টাকারও বেশি ডিসকাউন্টে এই ফোন আপনি বাড়ি নিয়ে আসতে পারবেন।

Samsung Galaxy S23 Ultra 5G ফোনে 18,000 টাকা ছাড়, Amazon-এর দুর্দান্ত ছাড়
ব্যাপক ছাড়ে স্যামসাং গ্যালাক্সি মোবাইল।

Follow Us

Amazon-এ শুরু হয়েছে 5G রেভোলিউশন সেল। এই সেলে আপনি একাধিক ব্র্যান্ডের 5G স্মার্টফোনে পেয়ে যাবেন আকর্ষণীয় ছাড়। 25 জুন পর্যন্ত এই সেল চলবে। অর্থাৎ আপনার হাতে আর মাত্র একটা দিন রয়েছে। আর তার মধ্যেই আপনি এমন একটা অফার লুফে নিতে পারেন, যার জন্য এতদিন বোধহয় হাপিত্যেশ নয়নে বসেছিলেন। Amazon Sale-এ সবথেকে আকর্ষণীয় অফারটি পাওয়া যাচ্ছে Samsung Galaxy S23 Ultra 5G ফোনটিতে। 18,000 টাকারও বেশি ডিসকাউন্টে এই ফোন আপনি বাড়ি নিয়ে আসতে পারবেন।

এই মুহূর্তে Galaxy S23 Ultra 5G হল স্যামসাংয়ের টপ অফ দ্য লাইন প্রিমিয়াম হ্যান্ডসেট। তবে ফোনটির দাম অনেকটাই বেশি। এতটাই বেশি যে, তা মধ্যবিত্তের নাগালে আসতে অফারের অপেক্ষা করা ছাড়া দ্বিতীয় আর কোনও উপায় নেই। এমনিতে কোনও অফার ছাড়া যদি এই ফোন আপনি ক্রয় করতে যান, তাহলে তার দাম 1,24,999 টাকা। কিন্তু Amazon আপনার হাতে এই ফোনই তুলে দেবে মাত্র 1,06,999 টাকায়। কী-কী অফার পাবেন, কত টাকা পর্যন্ত ছাড় পাবেন, সেই সব তথ্য এখনই জেনে নিন।

SBI ক্রেডিট কার্ড ব্যবহার করে এই ফোন আপনি ক্রয় করতে পারেন। এই ব্যাঙ্কের কার্ড থাকলে আপনি পেয়ে যাবেন সরাসরি 10,000 টাকার এক্সচেঞ্জ বোনাস অফার। তার উপরে আবার অ্যামাজ়নের সেলের জন্য এই ফোনেই আবার আরও অতিরিক্ত 8,000 টাকার ছাড় পাবেন কাস্টমাররা। তার সঙ্গে আবার নো কস্ট ইএমআই অফারও। টানা 18 মাসের নো কস্ট ইএমআই অফার থাকছে কাস্টমারদের জন্য। এর ফলেই স্যামসাংয়ের প্রিমিয়াম হ্যান্ডসেটটি আপনি পেয়ে যাবেন 1,06,999 টাকায়।

এই মুহূর্তের অন্যতম সেরা প্রিমিয়াম স্মার্টফোন হল Galaxy S23 Ultra। ফোনটিতে রয়েছে একটি 200MP প্রাইমারি ক্যামেরা। অত্যন্ত আধুনিক ডিজ়াইনের এই ফোনে পারফরম্যান্সের জন্য একটি Snapdragon 8 Gen 2 প্রসেসর দেওয়া হয়েছে। তবে এই স্যামসাং ফোনটি ছাড়াও OnePlus 11R 5G, iQOO Z7s, iQOO Neo 7 5G, iQOO 11 5G, Samsung Galaxy Z Flip 4 5G, OnePlus 11 5G এবং Tecno Phantom V Fold-এর মতো একাধিক ফোনেও ডিসকাউন্ট অফারটি আপনি পেয়ে যাবেন।

Next Article