Amazon Sale: 10,800 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস, আর 3 দিনের মধ্যে Redmi 10 Power স্মার্টফোন না কিনলে হাতছাড়া এই সুযোগ

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Jan 17, 2023 | 3:26 PM

Amazon Great Republic Day Sale: Amazon-এর এই সেলে বিশাল ছাড়ে এবং আকর্ষণীয় এক্সচেঞ্জ অফারে Redmi 10 Power স্মার্টফোনটি অনেক সস্তায় কিনতে পারবেন। তবে এই সেলে শুধুই Redmi 10 Power স্মার্টফোনটি নয়, এছাড়াও বিভিন্ন নামজাদা কোম্পানির একাধিক হ্যান্ডসেটে ডিসকাউন্ট চলছে।

Amazon Sale: 10,800 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস, আর 3 দিনের মধ্যে Redmi 10 Power স্মার্টফোন না কিনলে হাতছাড়া এই সুযোগ

Follow Us

Redmi 10 Power: চলতি বছরের 15 জানুয়ারি থেকে চালু হয়ে গিয়েছে Amazon Great Republic Day Sale। আগামী 20 জানুয়ারি পর্যন্ত এই সেল চলবে। Amazon-এর এই সেলে বিশাল ছাড়ে এবং আকর্ষণীয় এক্সচেঞ্জ অফারে Redmi 10 Power স্মার্টফোনটি অনেক সস্তায় কিনতে পারবেন। তবে এই সেলে শুধুই Redmi 10 Power স্মার্টফোনটি নয়, এছাড়াও বিভিন্ন নামজাদা কোম্পানির একাধিক হ্যান্ডসেটে ডিসকাউন্ট চলছে।

স্মার্টফোনটির 8 GB র‌্যাম এবং 128 GB স্টোরেজযুক্ত Redmi 10 Power-এর দাম 18,999 টাকা। তবে Amazon-এর এই সেলে 39% ছাড়ে স্মার্টফোনটি অ্যামাজন থেকে 11,499 টাকায় কিনতে পারবেন। এছাড়া আপনি পুরনো কোনও ফোন এক্সচেঞ্জ করলে এই স্মার্টফোনটি 10,800 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাসে কিনতে পারবেন। তবে যে স্মার্টফোনটি এক্সচেঞ্জ করবেন তার অবস্থার উপর এক্সচেঞ্জ অফারের পরিমাণ নির্ভর করবে। ইএমআই (EMI)-তে এই ফোন কিনলে আপনাকে সর্বনিম্ন 621 টাকা দিতে হবে। SBI ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করলে 1,250 টাকার ছাড় পাবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক Redmi 10 Power স্মার্টফোনটির ফিচার এবং স্পেসিফিকেশন।

Redmi 10 Power-এর ফিচার এবং স্পেসিফিকেশন:

এতে একটি 6.7-ইঞ্চি HD Plus IPS LCD ডিসপ্লে রয়েছে। ফোনটিতে অক্টা-কোর প্রসেসর দেওয়া হয়েছে। ফোনটি অ্যান্ড্রয়েড 11 (Android 11) ভিত্তিক এমআইইউআই 13 (MIUI 13) কাস্টম স্কিনে রান করে।
Redmi 10 Power ফোনটিতে 8 GB LPDDR4x র‌্যাম এবং 128 GB UFS 2.2 ইনবিল্ট স্টোরেজ রয়েছে। এছাড়া মাইক্রোএসডি কার্ড স্লটের মাধ্যমে ডিভাইসটির স্টোরেজ ক্যাপাসিটি 512 GB পর্যন্ত বাড়ানো যাবে।

নিরাপত্তার জন্য হ্যান্ডসেটটিতে রিয়ার-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। এর সঙ্গে ডুয়াল রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। প্রথম সেন্সরটি 50 মেগাপিক্সেলের। দ্বিতীয়টি একটি 2 মেগাপিক্সেল পোর্ট্রেট লেন্স। ফোনটিতে 5 মেগাপিক্সেলের ফ্রন্ট সেন্সর রয়েছে। এই ক্যামেরাগুলি হল – F/1.8 অ্যাপারচার সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং F/2.8 অ্যাপারচার সহ 2 মেগাপিক্সেল পোট্রেট লেন্স। ডিভাইসটির সামনে F/2.0 অ্যাপারচার সহ 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে।

কানেক্টিভিটির জন্য় এতে 4G LTE, ব্লুটুথ 5, ওয়াই-ফাই, ইউএসবি টাইপ-সি পোর্ট, জিপিএস/এ-জিপিএস, এবং একটি 3.5 মিমি হেডফোন জ্যাক বর্তমান। ফোনটিতে একটি 6000mAh ব্যাটারি রয়েছে। এটি 18W দ্রুত চার্জিং সমর্থন করে।

Next Article