Amazon Offer: 74,999 টাকা দামের Samsung Galaxy S20 FE ফোন পেতে পারেন 11,949 টাকায়, কীভাবে জানুন

Samsung Galaxy S20 FE 5G: যদি একটি নতুন ফোন কেনার প্ল্য়ান করে থাকেন, তবে আপনি Samsung-এর একটি ফোন অনেক কমে কিনতে পারবেন। কারণ বর্তমানে Samsung Galaxy S20 FE 5G স্মার্টফোনটিতে 60 শতাংশ ছাড় দিচ্ছে অ্যামাজন।

Amazon Offer: 74,999 টাকা দামের Samsung Galaxy S20 FE ফোন পেতে পারেন 11,949 টাকায়, কীভাবে জানুন
Follow Us:
| Edited By: | Updated on: Feb 11, 2023 | 3:32 PM

Samsung Galaxy S20 FE 5G Smartphone: Samsung-এর স্মার্টফোন মানুষের কাছে বেশ জনপ্রিয়। ভারতীয় বাজারে Samsung-এর সব ধরনের ফোনই উপলব্ধ। কিন্তু আপনার জন্য় একটি সুখবর আছে। যদি একটি নতুন ফোন কেনার প্ল্য়ান করে থাকেন, তবে আপনি Samsung-এর একটি ফোন অনেক কমে কিনতে পারবেন। কারণ বর্তমানে Samsung Galaxy S20 FE 5G স্মার্টফোনটিতে 60 শতাংশ ছাড় দিচ্ছে অ্যামাজন। জেনে নিন এই অফারের সঙ্গে আর কী-কী অন্য় অফার পাওয়া যাচ্ছে।

samsung offerss

Samsung Galaxy S20 FE 5G স্মার্টফোনটিতে অ্যামাজনে উপলব্ধ অফার:

আপনি এই ফোনটি 8 GB RAM এবং 128 GB ভেরিয়েন্টে কিনতে পারবেন। ফোনটির আসল দাম 74,999 টাকা। এতে 60 শতাংশ ছাড় পাবেন। অর্থাৎ আপনি 45,000 টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট পেয়ে যাবেন। এর পরে ফোনটি 29,999 টাকায় কিনতে পারবেন।

এছাড়াও আপনি ইএমআইতে (EMI) এই ফোনটি কিনতে পারবেন। এর জন্য আপনাকে সর্বনিম্ন 1,433 টাকা দিতে হবে। নো কস্ট ইএমআই-এর সুবিধাও রয়েছে। এর জন্য আপনাকে 6 মাসের জন্য 5,000 টাকা দিতে হবে। Amazon-এ এই ফোনের উপর এক্সচেঞ্জ অফারও দেওয়া হচ্ছে। অর্থাৎ আপনার পুরনো ফোনটি এক্সচেঞ্জ করেও এই Samsung Galaxy S20 FE 5G স্মার্টফোনটি কিনতে পারেন। এক্সচেঞ্জ বোনাস হিসেবে 18,050 টাকা পর্যন্ত ছাড় পাবেন। তবে এই ছাড় নির্ভর করবে আপনার পুরনো ফোনের অবস্থার উপর। সব কিছুর পর আপনি Samsung Galaxy S20 FE ফোনটি মাত্র 11,949 টাকায় কিনতে পারবেন।

এবার দেখে নেওয়া যাক Samsung Galaxy S20 FE 5G-এর ফিচার ও স্পেসিফিকেশন:

এই ফোনটিতে একটি 6.5-ইঞ্চি Infinity-O সুপার AMOLED ডিসপ্লে রয়েছে। এর পিক্সেল রেজোলিউশন হল 1080 x 2400 (FHD+)। এর রিফ্রেশ রেট হল 120 ​​Hz। এই ফোনটিতে Qualcomm Snapdragon 865 octa-core প্রসেসর রয়েছে। এছাড়াও এতে Android 11 দেওয়া হয়েছে। 4500mAh ব্যাটারি রয়েছে এই ফোনে। এছাড়াও ফোনটিতে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এর প্রথম সেন্সরটি 12 মেগাপিক্সেলের। দ্বিতীয়টি 8-মেগাপিক্সেল টেলিফটো সেন্সর। এছাড়া 12-মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড সেন্সর রয়েছে। ফোনটিতে একটি 32 মেগাপিক্সেল পাঞ্চ হোল সেন্সর দেওয়া হয়েছে।