একসঙ্গে পাঁচ iPhone লঞ্চ করতে পারে Apple, কী কী নতুন ফিচার দিচ্ছে দেখুন একবার…

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Sep 05, 2023 | 8:35 PM

Apple Launch 5 iPhones: অ্যাপল নতুন ফোন লঞ্চের আগে iPhone 13-এ ছাড় দিচ্ছে। এটি বর্তমানে Amazon এবং Flipkart-এ তালিকাভুক্ত হয়েছে যার প্রারম্ভিক দাম 58,999 টাকা। আপনি যদি HDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ড দিয়ে ফোনটি কিনে থাকেন, তাহলে আপনি এটিকে 56,999 টাকায় নিজের করে নিতে পারবেন।

একসঙ্গে পাঁচ iPhone লঞ্চ করতে পারে Apple, কী কী নতুন ফিচার দিচ্ছে দেখুন একবার...

Follow Us

বহু মানুষ অ্যাপলের আসন্ন আইফোন সিরিজের জন্য অপেক্ষা করছে। চলতি বছরের শুরু থেকেই মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে। অবশেষে সেই সময় চলেই এল যখন কোম্পানি বাজারে আইফোন 15 সিরিজ লঞ্চ করবে। আগামী সপ্তাহে 12 সেপ্টেম্বর, কোম্পানি বিশ্বব্যাপী iPhone 15 সিরিজ লঞ্চ করতে চলেছে। এবার অ্যাপল 4টির পরিবর্তে 5টি আইফোন লঞ্চ করতে পারে। টিপস্টার মাজিন বু টুইটারে এ কথা জানিয়েছেন। তিনি লিখেছেন যে, কোম্পানি 6GB RAM এবং 1TB স্টোরেজ সহ iPhone 15 Pro Max লঞ্চ করতে পারে। কোম্পানিটি 8GB RAM এবং 2TB স্টোরেজ সহ বাজারে iPhone 15 Ultra লঞ্চ করতে পারে।

মাজিন বু জানান, বাকি ফোনের চেয়ে আইফোন 15 আল্ট্রা 100 ডলারের বেশি দামে বিক্রি করতে পারে কোম্পানি। অর্থাৎ এই মডেলটির দাম 8,000 থেকে 9,000 টাকা বেশি হতে পারে। প্রো এবং আল্ট্রা মডেলগুলিতে অন্যান্য সমস্ত স্পেস একই থাকতে পারে। এর আগে লিক হওয়া তথ্যে জানা গিয়েছিল, iPhone 15 Pro Max-এর দাম গত বছরের থেকে $200 বেশি হতে পারে। তার মানে এটি 15 থেকে 16,000 টাকা পর্যন্ত ব্যয়বহুল হতে পারে।

iPhone 13-এ ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে:

অ্যাপল নতুন ফোন লঞ্চের আগে iPhone 13-এ ছাড় দিচ্ছে। এটি বর্তমানে Amazon এবং Flipkart-এ তালিকাভুক্ত হয়েছে যার প্রারম্ভিক দাম 58,999 টাকা। আপনি যদি HDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ড দিয়ে ফোনটি কিনে থাকেন, তাহলে আপনি এটিকে 56,999 টাকায় নিজের করে নিতে পারবেন। অ্যামাজনে কোনও ব্যাঙ্ক অফার নেই, তবে উভয় প্ল্যাটফর্মই এক্সচেঞ্জ অফার দিচ্ছে। আপনি যদি এক্সচেঞ্জ করে এই ফোনটি কিনে থাকেন তাহলে আরও সস্তায় পাবেন।

Honor শীঘ্রই Honor 90 লঞ্চ করবে

চিনা কোম্পানি Honor 3 বছর পর ভারতে ফিরে আসছে। কোম্পানি শীঘ্রই ভারতে Honor 90 লঞ্চ করবে। এতে আপনি 200MP ক্যামেরা, Snapdragon 7 Gen 1 প্রসেসর, 5000 mAh ব্যাটারি এবং 50MP সেলফি ক্যামেরা পাবেন। ভারতে স্মার্টফোনটির দাম প্রায় 35,000 টাকা হতে পারে।

Next Article