First Generation iPhone: অব্যবহৃত, ফ্যাক্টরি-সিলড এক্কেবারে প্রথম প্রজন্মের একটি আইফোন বিক্রি হল 39,000 মার্কিন ডলার বা ভারতীয় মুদ্রায় প্রায় 32 লাখ টাকায়। এলসিজি নিলামেই ফোনটির এই বিরাট পরিমাণ দর উঠেছে। প্রসঙ্গত, 2007 সালে লঞ্চ হওয়া এই আইফোনের দাম ছিল 599 মার্কিন ডলার। লেটেস্ট নিলামে ফোনটির দাম ওঠে 39.339.60 মার্কিন ডলার, যা আসল দামের প্রায় 65 গুণ। প্রথম প্রজন্মের এই আইফোনে আহামরি কিছু ফিচার নেই। রয়েছে 8GB স্টোরেজ এবং 2MP ক্যামেরা।
প্রথম প্রজন্মের এই আইফোনের অকশনে প্রথমে 2,500 মার্কিন ডলার দাম উঠেছিস। তারপরে সেই দাম সোজা 10,000 মার্কিন ডলারে পৌঁছে যায় এবং অকশনের প্রথম দুই দিন এই দাম অপরিবর্তিত ছিল। পরবর্তীতে 28টি ভিন্ন বিডে ফোনের দাম পাঁচ অঙ্ক ছাপিয়ে যায়।
এই আইফোন যে এখনও পর্যন্ত খোলা হয়নি তা নিশ্চিত করতে, নিলাম ওয়েবসাইট দাবি করে প্যাকেজিং “কার্যত ত্রুটিহীন” অবস্থায় রয়েছে৷ “ফ্যাক্টরি সিলটি সঠিক সিমের বিবরণ এবং টাইটনেস সহ পরিষ্কার রয়েছে। বিপরীত দিকের লেবেলগুলি সিলের নিচে সঠিকভাবে রয়েছে, যা থেকে পরিষ্কার পণ্যটি আফটারমার্কেট নয়। এটিতে স্টিকার বা ইউপিসি লেবেল একেবারে নতুন”, ওই ওয়েবসাইটের তরফে বলা হয়েছে।
2007 সালের 9 জানুয়ারি প্রথম আইফোন নিয়ে এসেছিলেন অ্যাপলের সহ প্রতিষ্ঠাতা স্টিভ জোবস। লঞ্চের প্রায় পাঁচ মাস পরে সেলে হাজির হয় ডিভাইসটি। গেম চেঞ্জার স্মার্টফোন হিসেবে মার্কেটে আত্মপ্রকাশ হয়েছিল প্রথম প্রজন্মের আইফোনের।
এদিকে আবার তৃতীয় প্রজন্মের অ্যাপল আইফোন ভারতে ব্যয়বহুল হয়েছে সম্প্রতি। চলতি বছরের মার্চ মাসে এই মডেলের দাম 43,900 টাকা থেকে শুরু হয়েছিল। হ্যান্ডসেটের তিনটি স্টোরেজ মডেল রয়েছে- 64GB, 128GB এবং 256GB। তিনটি মডেলের দাম যথাক্রমে 43,900 টাকা, 48,900 টাকা এবং 58,900 টাকা। সর্বশেষ মূল্য বৃদ্ধির পরে অ্যাপল ইন্ডিয়া ওয়েবসাইটে ভ্যারিয়েন্টগুলির দাম যথাক্রমে 49,900 টাকা (64GB), 54,900 টাকা (128GB) এবং 64,900 টাকা (256GB) এ তালিকাভুক্ত হয়েছে। ফোনটির সামগ্রিক দাম 6,000 টাকা বেড়েছে।
Apple iPhone SE (3য় প্রজন্ম) A15 Bionic চিপসেট দ্বারা চালিত এবং iOS 15 অপারেটিং সিস্টেম রয়েছে। এতে iOS 16 আপডেটের জন্য যোগ্য। স্মার্টফোনটিতে 750×1334 পিক্সেল রেজোলিউশন সহ একটি 4.7-ইঞ্চি রেটিনা এইচডি ডিসপ্লে রয়েছে। মিডনাইট, স্টারলাইট এবং লাল, এই তিনটি রঙে পাওয়া যাবে iPhone SE (3rd gen)।