AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

iPhone 13 সিরিজে ক্যামেরায় যোগ হয়েছে নতুন ফিচার! সেগুলি জানুন

স্ক্রিনের আকার গত বছরের মডেলগুলির মতোই হবে। মিনি ও রেগুলার মডেলের জন্য ৫.৪ ইঞ্চি ৬.১ ইঞ্চি এবং প্রো মডেলের জন্য ৬.১ ইঞ্চি ও ৬.৭ ইঞ্চি ডিজাইনগুলিই থাকছে।

iPhone 13 সিরিজে ক্যামেরায় যোগ হয়েছে নতুন ফিচার! সেগুলি জানুন
আইফোন ১৩ সিরিজ
| Edited By: | Updated on: Aug 13, 2021 | 6:11 PM
Share

অক্টোবরের মধ্যেই নয়া সংযোজন হতে পারে আইফোন ১৩ সিরিজে । ২০২১ সালের সবচেয়ে প্রতীক্ষিত আইফোন এটি পরে।  গত কয়েকমাস ধরে আইফোন ১৩ সিরিজ নিয়ে গুজবের অন্ত নেই। অ্যাপলের পরবর্তী স্মার্টফোনের আপগ্রেড নিয়ে বিস্তর চর্চা হয়েছে। এবার সেই আসোচনায় এবার নয়া সংযোজন হল আসন্ন সিরিজে ক্যামেরার পারফরম্যান্স নিয়ে। আইফোনের অন্যতম শক্ত ঘাঁটি হল ক্যামেরা অনন্য কার্যকরী ক্ষমতা। এবার জানা গিয়েছে, আইফোন ১৩ সিরিজের ফোনের ক্যামেরা আরও চিত্তাকর্ষক ও আধুনিক ট্রিকস রয়েছে।

ব্লুমবার্গের মার্ক গুরম্যানের মতে, আইফোন ১৩- লাইনআপ কমপক্ষে তিনটি ক্যামেরা ও ভিডিয়ো রেকর্ডিংয়ের বৈশিষ্ট্য থাকতে পারে। প্রথমদিকে জানা গিয়েছিল, পোট্রেট মোডের একটি ভিডিয়ো সংস্করণ থাকতে পারে। দ্বিতীয়ত প্রোরেস নামে এক নতুন ভিডিয়ো ফরম্য়াট থাকবে, যা ব্য়বহারকারীরা উচ্চমানের ভিডিয়ো শ্যুট করার অনমতি পাবেন। সবশেষে আইফোন ১৩ সিরিজ একচি নতুন ফিল্টারের মতোন সিস্টেম নিয়ে আসবে, যা ব্যবহারকারীদের সহজেই ছবির ধাঁচ ও রঙ উন্নত করতে সাহায্য করবে।

গুর ম্যান আরও জানিয়েছেন, যে ক্যামেরা উন্নতি ঘটানো হয়েছে., নতুন আইফোন লাইনআপে অন্ান্য ক্ষেত্রে সামান্য আপগ্রেড লক্ষ্য করা যাবে। স্ক্রিনের আকার গত বছরের মডেলগুলির মতোই হবে। মিনি ও রেগুলার মডেলের জন্য ৫.৪ ইঞ্চি ৬.১ ইঞ্চি এবং প্রো মডেলের জন্য ৬.১ ইঞ্চি ও ৬.৭ ইঞ্চি ডিজাইনগুলিই থাকছে।

আরও পড়ুন: একইসঙ্গে সেল চলছে অ্যামাজন ও ফ্লিপকার্টে, আইফোনের কোন মডেলে রয়েছে কত ছাড়? দেখে নিন