কম দামের iPhone SE 4 নিয়ে আসছে Apple, থাকতে পারে অ্যাকশন বাটন, USB-C পোর্ট সহ অনেক কিছু

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Aug 14, 2023 | 1:54 PM

iPhone SE 4 এর ডিজ়াইন অনেকটাই iPhone 14-র মতো হতে চলেছে। রিপোর্ট অনুযায়ী, iPhone SE 4-এ চার্জিংয়ের জন্য থাকছে একটি USB-C পোর্ট। পাশাপাশি এই কম দামি আইফোন দেওয়া হচ্ছে ফেস আইডি।

কম দামের iPhone SE 4 নিয়ে আসছে Apple, থাকতে পারে অ্যাকশন বাটন, USB-C পোর্ট সহ অনেক কিছু
চতুর্থ প্রজন্মের iPhone SE আসছে শিগগিরই...

Follow Us

বেশ কয়েক বছর পর কম দামের iPhone SE ফোনের পরবর্তী প্রজন্মের মডেল লঞ্চ করতে চলেছে Apple। চতুর্থ প্রজন্মের iPhone SE নিয়ে আসছে কুপার্টিনোর টেক জায়ান্টটি। সেই iPhone SE 4-এ থাকছে একাধিক আকর্ষণীয় ফিচার্স। তার মধ্যে উল্লেখযোগ্য হল, অ্যাকশন বাটন এবং USB-C পোর্ট, যা iPhone 15 Pro ফোনেও দেখা যাবে।

সম্প্রতি Unknownz21 নামের এক লিকস্টার Apple এর পরবর্তী কম দামি iPhone এর লুক ও ডিজ়াইন সহ একাধিক স্পেসিফিকেশনের কথা জানিয়েছেন। আবার MacRumors এর রিপোর্ট অনুযায়ী, iPhone SE 4 এর ডিজ়াইন অনেকটাই iPhone 14-র মতো হতে চলেছে। রিপোর্ট অনুযায়ী, iPhone SE 4-এ চার্জিংয়ের জন্য থাকছে একটি USB-C পোর্ট। পাশাপাশি এই কম দামি আইফোন দেওয়া হচ্ছে ফেস আইডি। এর আগে জানা গিয়েছিল, টাচ আইডি বাটন থাকতে পারে। কিন্তু তা হচ্ছে না। তার পরিবর্তে iPhone SE 4 ফোনটিতে থাকছে ফেস আইডি।

রিপোর্টে এ-ও উল্লেখ করা হয়েছে, iPhone 15 Pro এবং iPhone 15 Pro‌ Max এই দুই ফোনের মতোই iPhone SE 4 মডেলটিতেও দেওয়া হচ্ছে অ্যাকশন বাটন। MacRumors এর রিপোর্টে বলা হয়েছে, নতুন প্রজন্মের এই কম দামি আইফোনে আগের মতোই রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হচ্ছে।

রিপোর্ট থেকে জানা গিয়েছে, চতুর্থ প্রজন্মের আইফোনে থাকতে পারে OLED ডিসপ্লে প্যানেল। এখন তা যদি হয়, তাহলে সত্যিই বড় পরিবর্তন হবে। তার কারণ, এখনকার iPhone SE মডেলে রয়েছে LCD স্ক্রিন। পাশাপাশি iPhone SE‌ ফোনটি হতে চলেছে কোম্পানির প্রথম কোনও ডিভাইস, যাতে দীর্ঘ দিন ধরে চর্চিত কাস্টম 5G মডেম দেওয়া হবে। তবে এই নতুন প্রজন্মের আইফোনের আগমন 2025 সালের আগে হওয়ার সম্ভাবনা খুবই কম।

এদিকে ব্লুমবার্গের মার্ক গুর্ম্যান জানিয়েছেন, 12 সেপ্টেম্বর মঙ্গলবার লঞ্চ হতে পারে Apple iPhone 15 Series। এই নতুন প্রজন্মের আইফোনের পাশাপাশি Apple Watch Series 9, Apple Watch Ultra 2 মডেল এবং iOS 17 এর মতো একাধিক প্রোডাক্ট ও অপারেটিং সিস্টেম নিয়ে আসছে কুপার্টিনোর কোম্পানিটি।

Next Article