Mobile Data: বিশ্বে সবথেকে কম দামে ইন্টারনেট অফার করে এই দেশ, ভারত কত নম্বরে জানেন?

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Jul 28, 2022 | 4:15 PM

Top 5 Countries Cheapest Mobile Data: বিশ্বের কোন কোন দেশে সবথেকে সস্তায় মোবাইল ডেটা অফার করা হয়, তার পরিসংখ্যান দিয়ে সম্প্রতি একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে। তালিকায় পঞ্চম স্থানে রয়েছে ভারত। প্রথমে কে?

Mobile Data: বিশ্বে সবথেকে কম দামে ইন্টারনেট অফার করে এই দেশ, ভারত কত নম্বরে জানেন?
প্রতীকী ছবি।

Follow Us

কোন দেশে (Country) সবথেকে সস্তায় মোবাইল ডেটা (Cheapest Mobile Data) অফার করা হয়, জানেন? ভারতে আমরা যে মোবাইল ডেটা ব্যবহার করছি, তা অন্যান্য দেশের তুলনায় দামি নাকি সস্তা? এই সব উত্তরই মিলল cable.co.uk নামক একটি ওয়েবসাইটের সাম্প্রতিকতম রিপোর্টে। সেই রিপোর্টে পাঁচটি দেশের নাম উল্লেখ করা হয়েছে, যার সবথেকে সস্তার মোবাইল ডেটা অফার করে। ভাল দিকটি হল, এদের মধ্যে ভারতের স্থান প্রথম পাঁচে রয়েছে। প্রথম দিকে না থাকলে কম দামের মোবাইল ডেটার নিরিখে ভারত রয়েছে পাঁচটি দেশের মধ্যে।

যে রিপোর্টটি প্রকাশিত হয়েছে, তাতে মোট 233টি দেশের মোবাইল ডেটার খরচের পরিসংখ্যান তুলে ধরা হয়েছে। ভারত সেই তালিকায় রয়েছে পঞ্চম স্থানে। এই 233টি দেশে 1GB মোবাইল ডেটার জন্য কত খরত হয়, সেই নিরিখেই রিপোর্টটি প্রকাশ করা হয়েছে।

রিপোর্ট থেকে জানা গিয়েছে, ইজ়রায়েল সারা বিশ্বে সবথেকে সস্তায় মোবাইল ডেটা অফার করে। সে দেশে 1GB মোবাইল ডেটার জন্য গ্রাহকদের 0.04 মার্কিন ডলার খরচ করতে হয়, যা ভারতীয় মুদ্রায় প্রায় 3.20 টাকা। দ্বিতীয় স্থানে রয়েছে ইতালি, যে দেশের মানুষজন 1GB ডেটার জন্য 0.12 মার্কিন ডলার খরচ করেন, যা ভারতীয় মুদ্রয় 9.59 টাকা।

তৃতীয় স্থানে ঠাঁই হয়েছে স্যান ম্যারিনোর। 1GB ডেটার জন্য সে দেশে খরচ হয় 0.14 মার্কিন ডলার, যা ভারতীয় মুদ্রায় 11.19 টাকা। চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে ফিজ়ি ও ভারত, যাদের 1GB ডেটার জন্য খরচ হয় যথাক্রমে 0.15 এবং 0.17 মার্কিন ডলার, যা ভারতীয় মুদ্রায় 11.99 টাকা এবং 13.59 টাকা।

পাশাপাশি এই রিপোর্টে এমন পাঁচটি দেশের নামও উল্লেখ করা হয়েছে, যাদের 1GB ডেটার জন্য সবথেকে বেশি টাকা খরচ করতে হয়। এই তালিকায় সবার প্রথমে রয়েছে সেইন্ট হেলেনা। সেখানে 1GB ডেটার জন্য ব্যবহারকারীদের 41.06 মার্কিন ডলার বা ভারতীয় মুদ্রায় 3,323 টাকা।

এই তালিকায় পরবর্তী দেশগুলি হল যথাক্রমে ফকল্যান্ড আইল্যান্ড, সাও তোমে অ্যান্ড প্রিন্সিপি, তোকলাউ এবং ইয়েমেন। এই দেশগুলিতে 1GB ডেটার খরচ যথাক্রমে 38.45 মার্কিন ডলার (3,072.11 টাকা), 29.49 মার্কিন ডলার (2,356.21 টাকা), 17.88 মার্কিন ডলার (1,428.59 টাকা) এবং 16.58 মার্কিন ডলার (1,324.72 টাকা)।

এই 233 দেশের 1GB ডেটার খরচ একটা বিষয় পরিষ্কার করে দিয়েছে যে, ভারতে ইন্টারনেট ব্যবহার করতে গ্রাহকদের বিরাট কিছু টাকা খরচ করতে হয় না। এর মধ্যেই এবার দেশে শীঘ্রই 5G চালু হতে চলেছে। রিলায়েন্স জিও, এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়ার মতো সংস্থাগুলি চলতি বছরের শেষ দিকে 5G চালু করতে কঠিন কসরত করে চলেছে।

Next Article