ই-কমার্স ওয়েবসাইটগুলিতে দীপাবলি সেল শুরু হতে চলেছে। আর সেই সব সেলে আপনি স্মার্টফোন, ইলেকট্রনিক গ্যাজেট, হোম অ্যাপ্লায়েন্স এবং অন্যান্য জিনিসের উপর প্রচুর ছাড় পাবেন। ফ্লিপকার্ট ইতিমধ্যেই তার দিওয়ালি সেলের ঘোষণা করে ফেলেছে। 2রা নভেম্বর অর্থাৎ আগামীকাল থেকে ফ্লিপকার্টে দিওয়ালি সেল শুরু হতে চলেছে। এই সেল চলবে 11 নভেম্বর পর্যন্ত। এতে আপনি সস্তার ফোন থেকে শুরু করে ফ্ল্যাগশিপ ফোন, প্রিমিয়াম ফোনের উপর প্রচুর ছাড় পাবেন। Xiaomi, Apple, OnePlus, Motorola এবং অন্যান্য ব্র্যান্ডের স্মার্টফোনগুলিতে বিভিন্ন অফার দেওয়া বচ্ছে। সেল শুরু হওয়ার আগেই Flipkart কয়েকটি ফোনের ডিল সামনে এসেছে। সেই তালিকায় রয়েছে iPhone 14, Samsung Galaxy F14, Redmi Note 12 Pro, Motorola Edge 40 সহ অন্যান্য মডেল। চলুন জেনে নেওয়া যাক কোন কোন ফোনে কী কী অফার রয়েছে।
অফারে নজর রাখা যাক…
কোম্পানি Samsung Galaxy F14 5G-তে আকর্ষণীয় ডিসকাউন্ট দেবে এবং আপনি এই স্মার্টফোনটি 9,990 টাকায় কিনতে পারবেন। এছাড়াও আপনি মাত্র 25,999 টাকা এবং 33,999 টাকায় Motorola Edge 40 এবং Nothing Phone (2) অর্ডার করতে পারবেন। আর 7,999 টাকায় Realme C51 কিনতে পারবেন। আপনি 21,999 টাকায় Vivo T2 Pro ফোন এবং 18,499 টাকায় Poco X5 Pro ফোন কিনে নিতে পারবেন। এই সব ফোনেই আপনি ব্যাঙ্ক অফার পাবেন।
iPhone 14 সস্তায় কিনে নিন…
Flipkart Big Diwali Sale-এ আপনি 49,999 টাকায় iPhone 14 কিনতে পারবেন। বর্তমানে ওয়েবসাইটে স্মার্টফোনটি বিক্রি হচ্ছে 61,999 টাকায়। তবে সেলে এই দাম 54,999 টাকায় নামিয়ে আনা হবে। এছাড়াও, এক্সচেঞ্জ অফার নেওয়ার জন্য স্মার্টফোনে 4,000 টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট এবং 1,000 টাকার অতিরিক্ত ডিসকাউন্ট দেওয়া হবে। এইভাবে আপনি স্মার্টফোনটি 49,999 টাকায় কিনতে পারবেন। এছাড়া আপনি 59,999 টাকায় iPhone 14 Plus কিনতে পারবেন। ফ্লিপকার্ট তার দিওয়ালি সেলে 41,249 টাকায় iPhone 12 বিক্রি করবে।
কখন লাইভ হবে?
Flipkart-এর Big Diwali Sale-এর পেজ অনুসারে, Samsung Galaxy F34 5G-এর দাম হবে 14,999 টাকা, আর Pixel 7a-এর দাম হবে 31,499 টাকা। Motorola Edge 40 Neo এবং প্ল্যাটফর্মের অন্যান্য ফোনেও কিছু ছাড় দেওয়া হবে। সেল আজ অর্থাৎ 1 নভেম্বর রাত 12টা থেকে লাইভ হবে।