Recover Wet Smartphone: স্মার্টফোন জলে পড়ে গিয়েছে? এসব জিনিস ভুলেও করবেন না

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Feb 12, 2023 | 3:58 PM

Wet Smartphone Recover Tips: অনেক সময় এমন হয় যখন ভুলের কারণে আপনার স্মার্টফোন (Smartphone) জলে পড়ে যায় বা আপনার স্মার্টফোনে জলে পড়ে। এমতাবস্থায় আপনি বুঝে উঠতে পারেন না যে কী করবেন।

Recover Wet Smartphone: স্মার্টফোন জলে পড়ে গিয়েছে? এসব জিনিস ভুলেও করবেন না

Follow Us

Tips To Recover Wet Smartphone: অনেক সময় এমন হয় যখন ভুলের কারণে আপনার স্মার্টফোন (Smartphone) জলে পড়ে যায় বা আপনার স্মার্টফোনে জলে পড়ে। এমতাবস্থায় আপনি বুঝে উঠতে পারেন না যে কী করবেন। আর তখন এমন কিছু ভুল করে বসেন যার ফলে আপনার ফোনটি নষ্ট হয়ে যায়। ফলে যতই চেষ্টা করেন না কেন চালু হতে চায় না। ফলে বেশিরভাগ মানুষ মনে করেন যে, স্মার্টফোনে জল পড়লে তা সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে যায়। যদিও তা একেবারেই নয়। আপনাকে এমন কিছু সহজ টিপস জানানো হবে যাতে করে আপনার ফোন জলে পড়ে গেলে বা আপনার ফোনে জল (Water) পড়ে গেলে আপনি সহজেই তা ঠিক করে নিতে পারবেন।

স্মার্টফোনের সুইচ অন করবেন না: অনেক সময় দেখা যায় স্মার্টফোনটি জলে পড়ে গেলে সঙ্গে সঙ্গে সেটি পুরোপুরি বন্ধ হয়ে যায়। কিছতেই চালু হয় না। আর আপনি বার বার চেষ্টা করেন সেটিকে চালানোর। তাই প্রথমেই আপনাকে যা করতে হবে তা হল, ভুল করেও ফোনটি চালু করবেন না। কারণ জোর করে সুইচ অন করার চেষ্টা করলে ফোনটি সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে।

টিস্যু পেপার দিয়ে মুছুন: আপনার স্মার্টফোন যদি জলে পড়ে যায়, তাহলে সেটিকে জল থেকে সরানোর পর প্রথমেই এটিকে একটি টিস্যু পেপার দিয়ে ভালভাবে মুছে নিন। কোথাও জলের একটি ফোঁটাও দেখতে পেলে তা মুছে নিন। যাতে আপনার ফোনের কোনও পার্টস-এ একটুও জল না লেগে থাকে।

হিটার ব্যবহার করবেন না: কেউ কেউ স্মার্টফোনটিকে শুকানোর জন্য হিটার বা হেয়ার ড্রায়ার ব্য়বহার করেন। এমন করার সময় স্মার্টফোনের আরও ক্ষতি হতে পারে। তাই আপনার স্মার্টফোনটি জলে পড়ে গেলে সাধারণভাবে নিজে থেকেই শুকানো হতে দিন। এতে আপনার স্মার্টফোনটি একদম ঠিক হয়ে যাবে।

চালের ড্রামে বা পাত্রে রেখে দিন: চাল জলকে খুব ভালভাবে টেনে নিতে পারে। তাই আপনার স্মার্টফোনটি জলে পড়লে একটি চালের পাত্রের মধ্যে রেখে তার চারপাশে চাল দিয়ে ঢেকে দিন। প্রায় এক বা দুই দিন এভাবে রাখার পর যখন আপনি আপনার স্মার্টফোনটি চালু করবেন তখন তা ঠিকভাবেই চালু হয়ে যাবে।

Next Article